একটিমাত্র রকেট একাউন্টের মাধ্যমে আপনি চাইলে আপনার সমস্ত ধরনের কার্যাদি সম্পাদন করতে পারেন।
আপনি চাইলে রকেট একাউন্ট ব্যবহার করতে পারেন- ব্যাংকিং খাত কিংবা অন্য আরও যেকোনো প্রয়োজনীয় হিসাব-নিকাশে।
বর্তমান সময়ে আমাদের তরুণ প্রজন্ম কিংবা যে কোনো বয়সের মানুষের মধ্যে মোবাইল ফোন ব্যবহারের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে; আর মোবাইল সাধারণত আপনার কাছ থেকে কিছু নিতে চায়, তার পরে এগুলো আপনাকে কিছু দিবে।
এর মানে হলো আপনাকে ওই মোবাইল ফোন ব্যবহার করার জন্য এতে বেশ কিছুসংখ্যক টাকা রিচার্জ করতে হয়; যদি আপনি খুব ভালোভাবে এটি ব্যবহার করতে চান।
প্রযুক্তির অগ্রগতির কারণে পূর্বের মতো আমাদের মোবাইল ফোনে রিচার্জ করার জন্য বাইরে কোথাও যেতে হয় না; আমরা চাইলেই করে বসে এই কাজগুলো সম্পাদন করতে পারি।
ঠিক একই রকমভাবে আপনার যদি কোন রকেট একাউন্ট থাকে তাহলে আপনি খুব সহজে চাইলেই রকেট একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করতে পারবেন।
রকেট একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করার ক্ষেত্রে আপনার কোন চার্জ fee প্রযোজ্য হবেনা; অর্থাৎ আপনি চাইলে একদম ফ্রিতে আপনার মোবাইল ফোনে যেকোন অপারেটরের সিমে রিচার্জ করতে পারবেন।
পোস্টের ভিতরে যা থাকছে
রকেট মোবাইল রিচার্জ
রকেট মোবাইল রিচার্জ করতে হলে আপনাকে যে শর্তাবলী অবশ্যই পালন করতে হবে তার মধ্যে অন্যতম একটি হলো; আপনাকে অবশ্যই রকেট একাউন্ট খুলতে হবে।
আর আপনি চাইলে খুব সহজেই যেভাবে একটি রকেট একাউন্ট খুলতে পারবেন সেই সম্পর্কে বিস্তারিত জানতে হলে নিচের দেয়া আর্টিকেল পড়ে আসুন।
উপরে উল্লেখিত উপায়ে আপনি যখন একটি রকেট একাউন্ট খুলে নিবেন তখন আপনি রকেট মোবাইল রিচার্জ করার জন্য উপযুক্ত হয়ে উঠবেন।
এবার জেনে নিন রকেট একাউন্ট থেকে কিভাবে আপনি খুব সহজেই চাইলে মোবাইল রিচার্জ করতে পারবেন।
রকেট একাউন্ট থেকে মোবাইল রিচার্জ
রকেট একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করার জন্য আপনাকে প্রথমে আপনার রকেট অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে।
যখনই আপনার রকেট একাউন্ট তৈরি করা কনফার্ম হয়ে যাবে ; তখন আপনাকে নিম্নলিখিত পদক্ষেপ অনুসরণ করে রকেট থেকে মোবাইল রিচার্জ করতে হবে।
- আপনার ফোনে ডায়াল প্যাড এ গিয়ে ডায়াল করুন *322#
- Top-up / TelcoService যত নাম্বার আছে তা সিলেক্ট করুন; 3 লিখুন, এবং সেন্ড বাটনে ক্লিক করুন।
- তারপরে Top-up যত নাম্বার আছে তা সিলেক্ট করুন; 1 লিখুন এবং সেন্ড বাটনে ক্লিক করুন।
- এবার আপনি নিজের রকেট একাউন্টে রিচার্জ করার জন্য 1 লিখে সেন্ড করুন; অন্যের নাম্বারের দেয়ার জন্য দুই লিখে সেন্ড করুন।
- এবার যে নাম্বারে রিচার্জ করতে চান সেই নাম্বারটি লিখে সেন্ড করুন।
- আপনি যত টাকা রিচার্জ করবেন তার পরিমাণ উল্লেখ করুন; এবং পুনরায় সেন্ড বাটনে ক্লিক করুন।
- সর্বশেষ আপনার রকেট একাউন্টের পাসওয়ার্ড লিখে তারপরে Send বাটনে ক্লিক করার পর আপনার রিচার্জ সম্পন্ন হবে।
আর উপরে উল্লেখিত উপায়ে আপনি চাইলে খুব সহজেই রকেট একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করতে পারবেন; তাও মাত্র এক মিনিটের মধ্যে।
Rocket mobile recharge limit
যে কোন ক্ষেত্রে আপনি যদি রকেট একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করতে চান, তাহলে আপনাকে কিছু লিমিটেশন এর মধ্যে টাকা রিচার্জ করতে দিবে।
আমরা অনেকেই rocket mobile recharge limit সম্পর্কে পূর্বে থেকে অবগত হতে চাই; যাতে করে আমাদের কোনো রকমের ভোগান্তি পোহাতে না হয়।
rocket mobile recharge limit হিসেবে আপনি চাইলে প্রতিদিন যে কোন নাম্বারে সর্বোচ্চ 5,000 টাকা রিচার্জ করতে পারবেন; এবং প্রতিমাসে আপনি চাইলে 25000 টাকা রিচার্জ করতে পারবেন।
এছাড়াও একসাথে আপনি যেকোন নাম্বারে চাইলে 1000 টাকা সেন্ড করতে পারবেন; সর্বনিম্ন এমাউন্ট হিসেবে আপনি 10 টাকা প্রেরন করতে পারবেন।
আশাকরি উপরে উল্লেখিত উপায়ে আপনি আবার খুব সহজে চাইলেই আপনার ফোনের রকেট একাউন্ট থেকে সহজেই রিচার্জ করতে পারবেন।
রকেট থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম কি?
আমাদের মধ্যে অনেকেই আছেন যারা এ সম্পর্কে জানতে চান যে রকেট থেকে বিকাশে টাকা পাঠানোর কোন উপায় আছে কিনা?
এখানে স্পষ্ট উত্তর হলো আপনি চাইলে রকেট থেকে বিকাশে টাকা পাঠাতে পারবেন না; আপনি রকেট একাউন্ট থেকে শুধুমাত্র রকেট একাউন্টে টাকা প্রেরন করতে পারবে।
এছাড়াও অন্য প্রেক্ষাপট আপনি যদি লক্ষ্য করেন অর্থাৎ আপনার যদি আরেকটি প্রশ্ন থাকে; বিকাশ থেকে রকেটে টাকা পাঠানো যায়?
তাহলে এখানে উত্তর হবে- “না” অর্থাৎ আপনি চাইলেই রকেট থেকে বিকাশে এবং বিকাশ থেকে রকেটে কোনোভাবেই টাকা প্রেরন করতে পারবেন না। শর্ত হলো যে কোন ব্যবহারকারীরা ওই ব্যবহারকারীর কাছে টাকা প্রেরণ করতে পারবে।