আপনি যদি শিক্ষামুলক উক্তি এর অনুসন্ধান করে থাকেন এবং সমস্ত জনপ্রিয় শিক্ষামুলক উক্তি সম্পর্কে ধারণা নিতে চান, তাহলে আজকের এই পোষ্ট টি আপনার জন্য।
আজকের এই পোস্টটিতে আমি আলোচনা করব সমস্ত ধরনের শিক্ষামুলক উক্তি সম্পর্কে শিক্ষা ক্ষেত্রে অন্যরকম অনুপ্রেরণা যোগাবে।
রাগের মাথায় কখনো সিদ্ধান্ত নিবেন না
এবং যখন খুব খুশী থাকবেন তখন
কোন প্রতিশ্রুতি দিবেন না হয়তো
পরে এই দুটি কাজের জন্য
আপনার ভুঁগতে হবে,
না হয় চরম মূল্য দিতে হবে ।
দুর্ভাগ্যবান তো তারাই
যাদের প্রকৃত দোস্ত নেই। –
অ্যারিস্টটল
যতক্ষন পর্যন্ত নিজেকে অক্ষম ভাবে,
তাকে কেউ সাহায্য করতে পারে না।
যেখানে পরিশ্রম নেই
সেখানে সাফল্য ও নেই ।
-উইলিয়াম ল্যাংলয়েড
জালেমকে ক্ষমা করা
মজলুমের উপর জুলুম করার সামিল।
-হযরত ওমর রাঃ
১জন আহত ব্যক্তি তার
যন্ত্রনা যত সহজে ভুলে যায়,
একজন অপমানিত ব্যক্তি
তত সহজে অপমান ভোলে না ।
-জর্জ লিললো
আহাম্মকের কথার প্রতিবাদ করো না,
করলে তুমিই আহাম্মক হয়ে যাবে !
-হযরত আলী (রাঃ
ভাল লাগা এমন এক জিনিস যা
১বার শুরু হলে
সব কিছুই ভালো লাগতে থাকে!
লাইফে কিছু কিছু প্রশ্ন থাকে
যার Ans কখনও মিলেনা !
কিছু কিছু ভুল থাকে,
যা শোধরানো যায়না !
আর কিছু কিছু কষ্ট থাকে ,
যা কাউকে বলা যায়না !!
আনন্দকে ভাগ করলে
২টি জিনিস পাওয়া যায়;
একটি হচ্ছে জ্ঞান এবং
অপরটি হচ্ছে প্রেম
যে যে বিষয়ে প্রশিক্ষণ নিয়েছে
সে সেই বিষয়ে শিক্ষিত,
কাজেই সবাই শিক্ষিত॥
—নেপোলিয়ান।
সে ব্যক্তি মুমিন নয় যে
নিজে তৃপ্তি সহকারে আহার করে,
অথচ তার প্রতিবেশী
অনাহারে থাকে॥
—আল হাদিস।
জন্মদিনের উৎসব পালন করাটা বোকামি।
লাইফ থেকে ১টা বছর ঝরে গেল,
সে জন্যে অনুতাপ করাই উচিত॥
—নরম্যান বি.হল।
১বার পরীক্ষায় কয়েকটা বিষয়ে
আমি ফেল করেছিলাম but
My Friend All বিষয়েই
পাশ করে। এখন সে মাইক্রোসফটের
১জন ইঞ্জিনিয়ার আর আমি
মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা॥
—বিল গেটস।
পৃথিবী জুড়ে প্রতিটি নরনারী এখন
মনে করে তাদের জীবন ব্যর্থ,
কেননা তারা অভিনেতা বা
অভিনেত্রী হতে পারেনি॥
—হুমায়ুন আজাদ।
স্কুলে যা শেখানো হয়,
তার সবটুকুই ভুলে যাবার
পর যা থাকে তাই হলো শিক্ষা॥
—অ্যালবার্ট আইনস্টাইন।
আমি ভেড়ার নেতৃত্বে সিংহ বাহিনীকে ভয় পাই না,
কিন্তু সিংহের অধীনে ভেড়ার পালকে ভয় পাই॥
—আলেকজান্ডার।
রক্ত কখনও ঘুমায় না।
প্রতিশোধ নেবার জন্য জেগে থাকে॥
—সালাদিন।
নিন্দিত করুন। কোন ব্যাপার না। ইতিহাস আমাকে মুক্তি দেবে॥ ”
—ফিদেল আলেহান্দ্রো কাস্ত্রো রুজ।
ক্লান্ত হলে তো অনেক আগেই মারা যেতাম।
ক্লান্তি নেই বলেই তো ১জন শিল্পী
এতদিন বেঁচে থাকে॥
—পাবলো পিকাসো।
ভয়? সে কে?
তাকে তো কোনোদিন দেখিনি॥
—লর্ড নেলসন।
অসম্ভব শব্দটি মুর্খের ,
অভিধানেই পাওয়া যায়॥
—নেপোলিয়ন বোনাপার্ট।
জ্ঞান হচ্ছে তা যা উপকার করে,
তা নয় যা কেবল মুখস্ত করা হয়।
– ইমাম আশ-শাফি’ঈ
তোমার জিহ্বা সম্পর্কে সচেতন হও,
এটা বিপজ্জনক! এটা ১টা সাপের মত
এবং অনেক লোকই তাদের
জিহ্বার দ্বারা মারা গিয়েছে।
– ইমাম আশ-শাফি’ঈ
সমস্ত জীব-জন্তু ও পশু-পাখির ,
জীবনের বেশীর ভাগ সময় ,
কেটে যায় নিরাপদ আশ্রয়ের ,
সন্ধান করতে গিয়ে।
মানুষের জন্যও এটা সত্যি।
আমরাও নিরাপদ আশ্রয় খুঁজি !
– হুমায়ূন আহমেদ
তোমার ক্রোধ কে ধমিয়ে রাখ,
নচেৎ ক্রোধেই তোমাকে নিঃস্ব করে দিবে !
– হোরেস
যে মিথ্যায় মঙ্গল নিহিত তা
অসত্ উদ্দেশ্যে প্রণোদিত
সত্য অপেক্ষা শ্রেষ্ঠতর !
– শেখ সাদি
অনুকরণ নয়, অনুসরণ নয়,
নিজেকে খুঁজুন, নিজেকে জানুন,
নিজের পথে চলুন !
– ডেল ক্যার্নেগি
ঝগড়া চরমে পৌঁছার
আগেই ক্ষান্ত হও !
– হযরত সোলায়মান (আঃ)
দুর্বলের বল রাজা, শিশুর বল কান্না,
মূর্খের বল নীরবতা,
চোরের মিথ্যাই বল !!
– চাণক্য
অন্যদের ভুল থেকে শিক্ষাগ্রহণ করুন
এবং সেইরকম মানুষ হয়ে যাওয়া
থেকে নিজেকে বিরত রাখুন যাদের
ভুলগুলো থেকে অন্যেরা শিক্ষাগ্রহণ করে।
– শাইখ ইয়াসির ক্বাদী
যৌবন করে না ক্ষমা প্রতি অঙ্গে
অঙ্গীকার করে মনোরমা বিশ্বের শরীরে।
অপরুপ উপহারে কখন
সাজায় বোঝাও না যায়।
– বুদ্ধদেব বসু
কাউকে প্রচন্ডভাবে ভালবাসার মধ্যে
১ ধরনের দুর্বলতা আছে।
নিজেকে তখন তুচ্ছ এবং সামান্য মনে হয়।
এই ব্যাপারটা নিজেকে ছোট করে দেয়।
– হুমায়ূন আহমেদ
আমি বেঁচে ছিলাম অন্যদের সময়ে
– হুমায়ূন আজাদ
এমনভাবে অধ্যায়ন করবে,
যেন তোমার সময়াভাব নেই, তুমি চিরজীবী।
এমনভাবে জীবনযাত্রা নির্বাহ করবে,
যেন মনে হয় তুমি
আগামীকালই মারা যাবে।
– মহাত্মা গান্ধী
তাহলে আর দেরি না করে এখনি উপরে উল্লেখিত সমস্ত শিক্ষামুলক বানী নিয়ে নিন আর এগুলো শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে।