ফেসবুকে আপনার স্ট্যাটাস কিংবা ছবি লোকজন কতটা ইন্টারেস্টিং এর সাথে দেখবে সেটা নির্ভর করবে আপনার ছবিতে ফেসবুক ক্যাপশন দেওয়ার উপর। Facebook Caption Bangla.
পোস্টের ভিতরে যা থাকছে
আজকের ফেসবুক ক্যাপশন
আপনি যদি সর্বশেষ আপডেট করা সমস্ত ফেসবুক ক্যাপশন নিয়ে নিতে চান, তাহলে নিচে থেকে সমস্ত আপডেট করা ক্যাপশন সংগ্রহ করে নিতে পারেন।
ফেসবুক ক্যাপশন সমুহ সংগ্রহ করে নেয়ার জন্য, প্রথমতো আপনার পছন্দ অনুযায়ী ফেসবুক ক্যাপশন সমুহ নির্বাচন করে নিন, এবং তারপরে কপি করে নিন।
তুমি চলে গেছো কিন্তু আমার দেওয়া গিফট দিয়ে যাওনি!
আপনার প্রোফাইল পিকচারে যদি 'হাহা' রিয়্যাক্ট না থাকে তাহলে আপনার কোনো বন্ধু নাই!
সৌন্দর্যের উজ্জ্বলতার কাছে অন্তরের প্রজ্ঞা আজ অন্ধকারে আচ্ছন্ন।
স্বামী বানানোর কথা দিয়ে গাজাখোর বানিয়ে দেয়ার নামই এ যুগের ভালোবাসা। "
কি ভাবছো? হেরে গেছো? সবাই হাসছে তোমার উপর! চেষ্টা করো, ধের্য্য ধরো, অপেক্ষা করো! শেষ হাসিটা তুমিই হাসবে!
Ammu: পুরো এলাকায় তোর মতো অলস কেউ নেই- Me: আকাশেতে লক্ষ্য তারা চাঁদ কিন্তু একটাই।
- – কারো কাছে অসহ্য হয়ে উঠার চেয়ে – হারিয়ে যাওয়া অনেক ভালো।
- তুমি ভিষন সুন্দর। ঠিক তোমার গুছিয়ে বলা মিথ্যের মতো।
- প্রিয় জানালা। আমার মৃত্যুর পর তুমি না হয় সবাইকে বলে দিও! কতরাত আমি আকাশ পানে চেয়ে কেঁদেছিলাম। নোনা জলে ভিজিয়েছিলাম দেয়ালটা।
- কি লাভ এতো উন্নতি প্রযুক্তি দিয়ে যদি অনলাইনে কাউকে কসে থাপ্পড়ই না মারা যায়!
- আমার চোখ বেধে দাও আলো , দাও শান্তশীতল পাটীতুমি মায়ের মতই ভালো , আমি একলাটি পথ হাঁটি ।।
- নিঃসন্দেহে, জায়নামাজ ব্যতীত চোখের পানির মূল্য পৃথিবীর কোথাও নেই!
- যে বিয়ের জন্য ২৭/২৮ বছর অপেক্ষা করা লাগে, ঐ বিয়ে আমার লাগবে নাহ!
- মনের ‘অশান্তি’ সবচেয়ে বড় অশান্তি! কাউকে বুঝানো যায় না! বললেও অশান্তি কমে না!
জীবনে যা বাঁশ খেয়েছি গুছিয়ে রাখলে তিতুমীরের বাঁশের কেল্লা হয়ে যেতো।
অনলাইনে আসা ছেড়ে দেন! দেইখেন,অনলাইন ভালোবাসা; অনলাইনেই হারিয়ে যাবে।
তুমি যত বিনয়ী হবা, ততোটাই খারাপ ব্যবহারের সম্মুখীন হতে হবে। যেদিন বেয়াদব হবা, দেখবা মানুষ ততেটাই চিন্তা করে কথা বলবে।
আমি ক্ষার ধাতু , আমি বিজারক , আমি কভু অক্টেন; তুমি কার্বন , তুমি অ্যানায়ন , প্রিয়া তুমি হ্যালোজেন !!
তুমি বিশ্বাসের কথা বলো? যে আমাকে হারানোর ভয়ে কেঁদেছে তাকে আমি, আমাকে ঠকাতে দেখেছি।
একটু তো ভালো সেও আমায় বেসেছিল, নাহয় ঠকানোর জন্য কে বা এতো সময় নষ্ট করবে!
যাকে পাবার জন্য আগে প্রার্থনা করতাম, এখন তাকে ভুলার জন্য প্রার্থনা করি
কে বলেছে তুমি একা,দুঃখ আছেনা?
- সময়ের সাথে সাথে মানুষ ও বদলায়, তাদের কনভারসন ছোট হতে থাকে,রিপ্লাই এর মেসেজ ছোট হতে থাকে, একটা সময় অনলাইন থেকেও তাদের রিপ্লাই আসেনা
- একদিন পাশে এসে দেখো আমি কেমন আছি, দূর থেকে ফোনে জিজ্ঞেস করলে তো এইটাই বলব যে “ভালো আছি”
- নিস্তব্ধ নিশিতে বিষাক্ত স্পর্শের আহরিত আর্তনাদ,তাতে তার ক্ষুদা মেটে। উলঙ্গ করে দেহ শরীরটা,অস্পষ্ট দাত আর আচঁড়ের দাগগুলো কিসের? কোন হিংস্র হায়েনার নয়, পবিত্র(!) সম্পর্কের’
- অস্পষ্ট অনুভূতি, মস্তিষ্ককে চুষে বেরানো কিছু বেওয়ারিশ চিন্তা। – মুছে ফেলে দিতে চাওয়া ঘ্লানী গুলো ধোয়া হয়ে বাতাসে মিলিয়ে যাওয়া। –মধ্য রাতে খুব শুনতে ইচ্ছে করে, -একটু পরেই সকাল হবে, এবার ঘুমোও।
- নিশি যখন ভোর হবে। শুকতারাগুলো তখন নিবে যাবে। শুরু হবে আরেকটি দিন, দিনটি হোক অমলিন..
তুমি যতটা কষ্ট পেলে কাদো আমি তার চেয়েও বেশি কষ্ট আড়াল করে হাসি..!
ঘোলাটে হয়ে গেছে চশমাটা, তোমায় ঠিকভাবে দেখতে পারছি নাহ, একটু মুছে দাও তোহ্। আমার শেষ বয়সের ভালোবাসা...!
কোন কিছু না পাওয়ার জন্য আপনিই বেশি দায়ী, কারন একটাই, আপনার চাওয়াটায় কোন ত্রুটি ছিলো।
অবশেষে প্রিয় মানুষ গুলো ফিরে এসেছে, বহু প্রতীক্ষিত প্রিয়জনদের কাছে..... বাক্স বন্দী হয়ে...!...
ক্যান্সারে আক্রান্ত মেয়েটি চেয়েছিল ছেলেটি একটি ধবধবে সাদা পাঞ্জাবি পরে তার হাত ধরে হাটবে ছেলেটি প্রথমবারের মতো সেই পাঞ্জাবি পরেছিল, মেয়েটির জানাজাতে!!
শত প্রার্থনার পরেও যদি কাউকে জিবনে না পাওয়া যায়, তবে ববুঝে নিও প্রার্থনায়য় ভুল মানুষকে চাওয়া হয়েছিলো।
- মৃত্যুর পরে অনেকটা সময় বাচতে চাই। মৃত্যু আর মৃত শহরের বুকে।
- কোন কিছু না পাওয়ার জন্য আপনিই বেশি দায়ী, কারন একটাই, আপনার চাওয়াটায় কোন ত্রুটি ছিলো।
- সম্পর্কের বয়স যতটা বাড়ে… চ্যাট বক্সের কথাগুলোর দৈর্ঘ্য ঠিক ততটাই কমতে থাকে…!
- আকাশটা আমার একলাই রইলো, আমাদের আর হলো না। তুমি অন্য শহরেই রয়ে গেলে, আর আমি এই শহরের অলিতে-গলিতে হারিয়ে গেলাম। একেবারেই হারিয়ে গেলাম!
- ভালোবাসায় শুধু কষ্ট আর কষ্ট,এখানে সুখের চেয়ে দুঃখটায় বেশি থাকে।
- আমরা কেউ কারো যোগ্য না। কিনতে চাইলে আমরা একজন আরেকজনকে যোগ্য করে নিতে পারে । আর সেটা যদি হয় মন এবং ভালোবাসা থেকে ।
সম্পর্ক টা টিকিয়ে রাখার জন্য অনেক রাগি মানুষটিও একসময় শান্ত হয়ে যায়
নিজ থেকে মেসেজ না দিলে অনেকেই খোঁজ ও রাখেনা!
Ready থাইকো আমার জানাযার লাইগা.! - দেখতে পারবা কিন্তু ছুঁইতে পারবা না.!
প্রয়োজনে কাছে টেনে নিয়ে -অসময়ে ছুড়ে ফেলে দেওয়ার নামই হচ্ছে মানুষ
Delete যত তাড়াতাড়ি হয় Download তত তাড়াতাড়ি হয় না! - সেটা Application হোক বা সম্পর্ক
বেকার ছেলেটাও একদিন ভালো চাকরি পাবে! - শুধু পাবে না চাকরির জন্য হারিয়ে যাওয়া প্রিয় মানুষটাকে!
ডিপ্রেশন! শুধু প্রেমের কারণেই হয় না, মাঝেমধ্যে প্রিয় মানুষদের হারানোর ভয়, ফ্যামিলির চিন্তা ভাবনা, টাকা পয়সার চাপ , ক্যারিয়ারের চিন্তা,একাকীত্ব,ভবিষ্যৎ ভাবনা নিয়েও হয়!
- মানুষ বড় মিথ্যাবাদী হাত দিয়ে রুটি বানিয়ে নাম দিয়েছে পাউ রুটি
- Call করার পর করোনার সতর্কবাণী শুনতে শুনতে, কি জন্য call করি সেটাই ভুলে যাই
- যতই ঘৃণা করো না কেন আমি জানি সাদা কাফনে একদিন আমি মুড়িয়ে গেলে তুমিও কাঁদবে
- পৃথিবীর সবচেয়ে নিষ্পাপ ৩টি মুখ- ১. ঘুমন্ত শিশুর চেহারা২. ধার নিতে আসা লোকের চেহারা ৩. আবা-আম্মার সামনে বসে থাকা ‘আমার বন্ধুর চেহারা’
ক্যাপশন সমগ্র
ফেসবুক ক্যাপশন এর মধ্যে যে সমস্ত ক্যাপশন সমগ্র আপনার পছন্দের লিস্টে থাকতে পারে এবং যেগুলো আপনার প্রোফাইলে অন্য রকম একটি লুকিং দিতে পারে সেগুলো নিচে আলোচনা করা হয়েছে।
এক্ষেত্রে আপনি চাইলে নিচের দেয়া প্রত্যেকটি স্ট্যাটাস ভালোভাবে পড়ে তারপরে আপনি আপনার পছন্দ মত যে কোন স্ট্যাটাস আপনার প্রোফাইলে পাবলিশ করে দিতে পারেন।
কোন রকমের বাধ্যবাধকতা ছাড়াই আপনি যদি ক্যাপশন সমগ্র আপনার প্রোফাইলে পাবলিশ করে দিতে চান, তাহলে নিম্নলিখিত ক্যাপশনের দিকে নজর দিতে পারেন।
- সব স্বপ্ন কখনো পূরণ হবার না.! - কারণ এটা তো দুনিয়া, জান্নাত নয়.!
আমি মানুষ টারে এতো করে চেয়েও পাইলাম না, আর কেও একজন না চাইতেও পেয়ে যাবে।
- সময় পেলে কবরস্থান থেকে ঘুরে আসুন - অহংকার ধুলোয় মিশে যাবে
- ভাঙ্গা হৃদয়ের ক্ষত দেখা যায় না... তবে প্রতিটি নিঃশ্বাসে তা অনুভব করা যায়
আমি ক্লান্ত. মিথ্যে হাসিতে..
প্রত্যেকটা মানুষ,, কমপক্ষে একটা মানুষকে স্বার্থহীন ভাবে ভালোবাসে।
- “রহস্যে ভরা এই মানব জীবনটাকে লোকে যত খারাপ বলে–আসলে তত খারাপ না। ”—হুমায়ূন আহমেদ
- ধরে রাখতে শিখো প্রিয়. কারণ- কিছু মানুষ জীবনে বার বার আসে না।
- অন্ধকারেও পথ চলা যায়- কিন্তু কোনো বিশ্বাসঘাতকের সাথে না-
- আমি প্রয়োজনেই সীমাবদ্ধ, প্রিয়জন হওয়ার সামর্থ্য নেই আমার
- রঙিন কাপড় পরে গর্ব করো না, কাল তোমাকে সাদা কাপড় পড়ে কবরে যেতে হবে
- আপনার কল্পনার থেকেও ভালো কিছু আল্লাহ আপনাকে দিবেন,শুধু বিশ্বাস আর ধৈর্যের দরকার ইনশাল্লাহ!
- সময়টা আজ বড্ড বেমানান নিজের কল্পনার সাথে সমান্তরাল ভাসি…!থেকে যায় শুধু মনের কোনে এক টুকরো হাসি.
~ বেঁচে ফেরা দায় , " হয়তো কালজয়ী সেই যোদ্ধার তালিকায় আমার নাম থাকবে না " !
একদিন সব ছেড়ে ঠিক পালিয়ে যাবো, তোমাকে দিয়ে যাবো অবহেলার অধিকার !।
After breakup :ok bye! take care : amra ki vai-bon hoye thakte pari?
রোমান্টিক ফেসবুক ক্যাপশন
আপনি যদি Facebook Caption Bangla হিসেবে পাবলিশ করার জন্য রোমান্টিক সমস্ত স্ট্যাটাস সংগ্রহ করে নিতে চান এবং এগুলো পাবলিশ করতে চান, তাহলে নিম্নলিখিত রোমান্টিক স্ট্যাটাস লক্ষ্য করুন।
এসমস্ত রোমান্টিক Caption যে কেউ চাইলেই আমাদের ওয়েবসাইট থেকে কপি করে নির্দিষ্ট কোন প্লাটফর্মে বা সোসিয়াল গণমাধ্যমে শেয়ার করতে পারবে।
এছাড়াও এই সমস্ত স্ট্যাটাস খুব মানসম্মত এবং ইউনিক হওয়ার কারণে যে কারো পছন্দের মধ্যে স্ট্যাটাস গুলো অবশ্যই থাকবে।
এক গুচ্ছ মেঘ স্বপ্ন হয়ে ভেসে বেড়াচ্ছে ওই দুর আকাশের পানে। হয়তো এপারে তা আর পুর্নতা পাবেনা, তাতে কি বা যায় আসে? হ্যা, এখন তো খুব যতনে বুকের অন্তরস্থলে জমা রেখেছি, জান্নাতে পুর্নতা লাভের আশায়।
অন্ধময় বিবর্ণতায় ঘোরপাক খাওয়া হাজারো অতৃপ্ত আর্তনাদের শেষ আবদার-টুকু তুমি ছিলে💔
কখন ফোনটা বেজে উঠবে? অনেক বছর কেটে গেলো, কোন ফোন আসতেছেই না। কি অদ্ভুত? আমার কথা বলার মানুষটা মিউট অপশনে চলে গেছে আজ। মানুষটার কথা মনে পড়লে এখনও হৃদপিন্ডে বিস্ফোরণ ঘটে আমার।
সুস্থ হয়ে উঠো শহর, এখনো মধ্যবিত্তদের অনেক স্বপ্ন পূরণ বাকি ')
নিস্তব্ধ নিশিতে বিষাক্ত স্পর্শের আহরিত আর্তনাদ,তাতে তার ক্ষুদা মেটে। উলঙ্গ করে দেহ শরীরটা,অস্পষ্ট দাত আর আচঁড়ের দাগগুলো কিসের? কোন হিংস্র হায়েনার নয়, পবিত্র(!) সম্পর্কের'
- কতটা মরলে একটা তাজা প্রান চলে যায়। কতটা ব্যথা দিলে স্বদেহে প্রানটা আর ফিরে আসে নাহ।
- তুমি আমার কাছে কি জানো? মাঝরাতে বুক জুড়ে লেগে থাকা ব্যথা।
- যোগাযোগহীন তুমি আমি, গল্প সব তরতাজা মাঝরাতে ঘুমের মেয়াদ ময়নাতদন্তে ছন্নছাড়া..!”
- স্বামী বানানোর কথা দিয়ে গাজাখোর বানিয়ে দেয়ার নামই এ যুগের ভালোবাসা। “
- চিঠির ভাঁজে অশ্রু দিও, দিও বুকের ক্ষত, ডাকপিয়নকে বলে দিও ভীষণ ব্যাক্তিগত।
- ভেবে দেখেছো কত? শত হয়েছে ভুল, মাফকাঠি বাহিরে, কত যে গরমিল। তুমি না হয় বেঁচেছো,নতুন হবে সবি। আমি তো সেই স্মৃতির পাতা, রাঙ্গাতে রোজ ভাবি।
- ছোটবেলায় স্পষ্ট বলে দেওয়া হয় অন্যের দেয়া কিছু নিবে না। অথচ বড় হয়ে অন্যের দেয়া দুঃখগুলো নিয়েই আমরা জীবন কাটিয়ে দেই!
- সব প্রতিজ্ঞা প্রতিজ্ঞাই থেকে যায়। কাউকে ভালোবাসবেনা বলে বাজি ধরে যে মানুষটা ঘুম থেকে উঠতো_! সেই মানুষটা ও একদিন লুকিয়ে কাঁদে না পাওয়ার যন্ত্রণায়।
হৃদপিন্ড ভর্তি ভালোবাসা মরে গিয়ে সেখানে অভিযোগ ঢুকতে শুরু করে!
আহা, ইনসোমেনিয়া জাপ্টে ধরে সমস্ত শহরকে!আমরা তখন শ্বাস-প্রশ্বাস নেই ঠিকই কিন্তু বেঁচে থাকি না!
আমরা আশ্রয়হীন থাকতে পারি না! সবসময় একটা আশ্রয় দরকার হয় আমাদের! তারপর আমরা দূরে যেতে শুরু করি! একটা নিরাপদ আশ্রয় খুজি! একটু প্রেম খুজি! একটু কেয়ারিং চাই! মাঝেমাঝে দূরে চলে যেতে হয়! দূরে চলে যাওয়াটা জরুরী! দুরত্ব সৃষ্টি না হলে, মানুষ গুলোকে গুরুত্ব বুঝানো যায়না!
মাঝেমাঝে নিজেকে আড়াল করে, মানুষগুলোকে টের পাইয়ে দিতে হয়, বুকের কত'টা গভীরে কষ্ট জমে গেলে, মানুষ দূরে চলে যায়।`
রাত বাড়ছে, অনেক বছরের পুরনো সেই রাত, নেশায় কাতর হচ্ছে নিথর দেহ।
ফোটো ক্যাপশন
ফেসবুকে যখনই আপনি কোন একটি ফটো স্ট্যাটাস আপডেট দিতে চাইবেন, তখন এই ফটো রিলেটেড যেকোনো একটি স্ট্যাটাস বা Facebook Caption Bangla এর প্রয়োজন হবে।
এবার আপনি যদি এসমস্ত ফেসবুকের উপযোগী স্ট্যাটাস তৈরি করতে চান, তাহলে অনেকক্ষণ ধরে ভাবনাচিন্তা করতে থাকবেন। কিন্তু পরিশেষে হয়তো কোন একটি স্ট্যাটাস তৈরি করতে ব্যর্থ হতে পারেন।
তবে কোনো রকমের চিন্তাভাবনা করা ছাড়াই আপনি যদি সমস্ত ফটো স্ট্যাটাস কালেক্ট করে নিতে চান, তাহলে নিম্নলিখিত ক্যাপশন এর দিকে নজর দিন।
- অস্পষ্ট অনুভূতি, মস্তিষ্ককে চুষে বেরানো কিছু বেওয়ারিশ চিন্তা। – মুছে ফেলে দিতে চাওয়া ঘ্লানী গুলো ধোয়া হয়ে বাতাসে মিলিয়ে যাওয়া। –মধ্য রাতে খুব শুনতে ইচ্ছে করে, -একটু পরেই সকাল হবে, এবার ঘুমোও।.
- নিদ্রাহীন অভিশপ্ত এক রাত কাটিয়ে, সূর্যের আলো চোখে পড়তেই দু’চোখ বন্ধ। অভিশপ্ত চোখে ঘুমটাও এখন নিস্তব্ধ। শুনেছি অভিশপ্ত চোখে ঘুমটাও এখন ক্রয় করতে হয় আড়াই টাকা মূল্যে। ঘুম ক্রয়কারী ফুঁফিয়ে উঠে ঈশ্বরকে প্রশ্ন করে, এটা কি সেই পাপের শ্বাস্তি যে পাপের জন্য রাজা অষ্টম এডওয়ার্ড কে রাজ্য ছাড়তে হয়েছিলো..!
- তোমাকে ঠিক ততটাই ভালোবেসেছিলাম। যতটা ভালোবাসে ক্যান্সারে আক্রান্ত রোগী তার শেষ প্রতিটা দিনকে।
- হৃদয় ভাঙার ব্যথাটা আমি বুঝি কারন আমি তো তা খুব করে সয়েছি, আর খুব সকালে চোখ মুছে,সবার সামনে আমিও হেসেছি!!
- কিছু কিছু মানুষ অতিথি পাখির মতো নির্দিষ্ট একটা সময় নিয়ে আসে সেই সময় টুকু তে জীবনটা রাঙ্গিয়ে দিয়ে যায়, যা কোনো দিন ভুলার নয় … ওরা তো ওদের স্বার্থের জন্য আসে সেই সময় টুকু চলে গেলেই ওরাও চলে যায় । .
চেয়ে ছিলাম হাজার দুঃখের মাঝেও,সুখটাকে একটু খুঁজে নিতে।কিন্তু, দুঃখের মেঘগুলো এতো কালো যে,তার মাঝে আমি সুখের আলোটা আর খুঁজে পেলাম না..!!!
হাসাতে না পারলে, কাঁদাবে না।আনন্দ দিতে না পারলে,কষ্ট দিবে না। ভালবাসতে না পারলে,ঘৃণা করবে না। আর বন্ধু হতে না পারলে, শত্রু হবে না?
ভাবছো ভুলে গেছি, না আজও ভুলিনি .. ভুলবো তো সে দিন, যে দিন সাগরে আর পানি থাকবে না .. পূর্ব আকাশে আর সূর্য উঠবে না , ভুলবো তো সেই দিন, যে দিন এ দেহে আর প্রাণ থাকবে না...!!!
ছবির ফেসবুক ক্যাপশন
এছাড়াও ফেসবুকে অন্য যেকোন রকমের ছবি আপলোড দেয়ার ক্ষেত্রে যে সমস্ত রোমান্টিক স্ট্যাটাস অথবা ছবির মনমুগ্ধকর Facebook Caption Bangla এর প্রয়োজন হবে, সেগুলো নিচে থেকে কালেক্ট করে নিতে পারেন।
এ সমস্ত ছবির Caption শতভাগ রোমান্টিক এবং ইউনিক। আর এই সমস্ত ক্যাপশন যে কারো পছন্দের মধ্যে থাকা আবশ্যক।
ঘুমানো নিষেধ, তবুও জেগে থাকা অপরাধ, অনুমতি আছে মৃত্যুর। তবে সেচ্ছায় মৃত্যু মহাপাপ।
শুনেছি, অপ্রাপ্তি গুলোকে নাকি পরের জন্মে পাওয়া যায়।
হিংস্র পশুও বুঝে ভালোবাসা কাকে বলে? নারী শুধু তুই বুঝলি নাহ।
জীর্ণ শরীর আর ক্ষতবিক্ষত ফুসফুস, তবুও কমতি নেই ভালবাসার।
রাতের অন্ধকারে যখন বৃষ্টি ঝরে! জানালার কাচে ফোটা ফোটা পানি জমে! সে পানিগুলো স্পর্শে অতীত দেখা যায় অতি সুন্দরতার কারণে সীতার হরণ হয়েছিল, অতি গর্বের কারণে রাবণের পতন হল, এবং অতি দানী হওয়ার জন্য বলিকে পাতালে যেতে হয়েছিল । সুতরাং "অতি" কে সর্বদা ত্যাগ করা উচিৎ ।
কোনো দূর্বল ব্যক্তি বা রাষ্ট্রের সাথে শত্রুতা করা আরও বেশী বিপদের । কারণ, সে এমন সময় এবং এমন জায়গায় আঘাত করতে পারে যেটার আমরা কল্পনাও করিনি ।
- অপরের ভুল থেকে নিজে শিক্ষা নাও । কারণ, সবকিছু নিজের উপর প্রয়োগ করে শিখতে চাইলে তোমার আয়ু কম পড়বে
- অপূর্ণতায় ঘেরা পরিপূর্ণ মানুষগুলো, সময়ের হিসেবে কখন যে পরিপূর্ণ হয়ে ওঠে তা মানুষেরা বুঝে উঠতে পারে না!’.
- যদি হঠাৎ কোন এক বিকালে চোখে চোখ পড়ে চিনতে পারবে তোহ? নাকি এড়িয়ে যাবে।
- অতঃপর আমার মৃত্যুতে মুচকি হেসে বলো! কি আসে যায় পাগলের মৃত্যুতে।
- বেলকনির পাশে আজও ল্যাম্পপোষ্টটা দাড়িয়ে আছে। শুধু নিখোজ রোজ অপেক্ষার প্রহর গুনতে থাকা সেই উন্মাদ পাগলটা।
- আমি যে তাকে ভালোবাসি তা ওর রূপের জন্যও নয়, গুণের জন্যও নয়। ভালো না বেসে থাকতে পারি না বলে বাসি। —শীর্ষেন্দু মুখোপাধ্যায়।
প্রোফাইল ক্যাপশন
আপনার ফেসবুক প্রোফাইলে যদি জন্য একটি স্ট্যাটাস আপলোড দিতে চান, তাহলে নিশ্চয়ই প্রোফাইল ক্যাপশন এর প্রয়োজন হবে এবং প্রোফাইল ক্যাপশন এর মাধ্যমে আপনার ফেসবুক প্রোফাইল আকর্ষণীয় করে তোলা সম্ভব।
যখনই আপনি রেগুলারলি প্রোফাইল Caption আপডেট দিতে থাকবেন, তখন লক্ষ্য করবেন আপনার ফেসবুক আইডির ফলোয়ার বহুগুণে বৃদ্ধি পাবে।
তুমি ঘুমিয়ে পড়েছো, আর আমি সারারাত একসাথে জড়ো করে তোমার অভাব শুনাচ্ছি☺ যাওয়ার আগে যদি এই অভাবটুকু নিয়ে যেতে।
অন্ধকার ছড়িয়ে দেও! আমি উদাও হব রাত প্রহরে।
একটা নারী দেখলেই তার দেহ চুতে মন চায়। নির্বোধ পশুরুপি মানব,এই তুমিই তো নারীর দেহে ছিলে সযত্নে ১০ মাস।
যে কাচের গ্লাস টি ভেংগেছিল তার হাত কাটে নি! সে শুধু জোড়া দিতে চেয়েছিল ক্ষতবিক্ষত তাকে।
সারাদিন হাদিসের বানী দিয়ে রাত্রি বেলা তুমি চলে যাও পতিতালয়ে, তুমি নতুন প্রজন্মের সুশীল
- জানো, তোমাকে ঠিক ততটাই ভালবাসতাম- যত ভালোবাসে ক্যান্সারে আক্রান্ত কোন ব্যক্তি তার শেষ প্রত্যেকটা দিন কে” তবুও তোমায় পেলাম না:)
- কোন একদিন হয়তো বলেছিলাম তোমাকে ছাড়া বাঁচবো না- দেখো আজ তুমি নেই তবুও বেঁচে আছি এই ক্ষতবিক্ষত হৃদয়টাকে নিয়ে:)”
- তোমাকে আটকে রাখার কোনো সাধ্য হয়তো আমার নেই, তবুও দু চোখ ভরে ভালোবাসা মুহূর্ত নামানোর অপেক্ষা করে যাই”।
- অসুখ হলে প্রিয় কাউকে খুব মনে পড়ে: কারণ অসুস্থ হয়ে গেলে সেই মানুষটা প্রায়ই মাথায় হাত দিয়ে বলতো ইশ! জ্বরে তো তোমার সমস্ত শরীর পুড়ে যাচ্ছে”।
- তোমাকে আটকে রাখার সাধ্য আমার নাই! তবুও দুই চোখ ভরে ভালোবাসার মুহুর্ত নামানোর অপেক্ষা করে যাই।
উপরের দেয়া ক্যাপশন গুলো আপনি হয়তো দেখে ফেলেছেন, এবং আপনি এটা চাচ্ছেন যে এগুলো আপনার ফেসবুকে পাবলিশ করতে।
তবে আপনি যদি সরাসরি এখান থেকে কপি করে আপনার ফেসবুক টাইমলাইনে পাবলিশ করে দেন তাহলে এটা ভুল হবে।
কারন আপনার মত অনেকেই এই স্ট্যাটাস গুলো দেখতে পাচ্ছে, যার ফলে একই রকমের অনেক স্ট্যাটাস গুলো যে কারো কাছে বিরক্তিকর হয়ে যেতে পারে।
আপনি যা কখনো চাইবেন না, এর জন্য শুধুমাত্র আপনি উপরে দেয়া ক্যাপশন গুলোর মধ্যে কিছুটা পরিবর্তন করতে পারলে এর কপিরাইট প্রভাব আপনার ফেইসবুক টাইমলাইন এর উপর পড়বে না।
কারণ আপনি যদি রোমান্টিক কোন Facebook Caption Bangla পাবলিশ করতে চান ,তাহলে আপনাকে অবশ্যই সেই ফেইসবুক ক্যাপশন রোমান্টিক ভাবে দিতে হবে।
এই পোস্টটিতে আমি আলোচনা করা হয়েছে সকল ধরনের ফেইসবুক ক্যাপশন এর সমন্বয়ে, এতে করে আপনাকে আর কোন সমস্যার সম্মুখীন হতে হবে না।
তাছাড়া আমরা অনেক সময় ফেসবুকে কোন ছবি আপলোড করতে দ্বিধাবোধ করি, এর মূল কারণ হলো আমাদের জানা থাকে না যে কোন ছবিতে কি ক্যাপশন দেওয়া দরকার?
একটা বিষয় অবশ্যই লক্ষ্য করা দরকার আর সেটা হলো আপনি আপনার ফেসবুক স্ট্যাটাসে কিরকম ফেসবুক ক্যাপশন দিবেন সেটা নির্ভর করবে আপনার উপর।
তাহলে আজকে এই পর্যন্ত। আশাকরি আপনি উপরোক্ত ফেসবুক ক্যাপশন গুলো ব্যবহার করে আপনার ছবিকে খুব সহজে আগের তুলনায় ইন্টারেস্টিং করে তুলতে পারবেন।
Also Check:
ধন্যবাদ পোস্টটি শেয়ার করার জন্য। আমি এই টপিক বিষয়ে অনেক কিছু শিখতে পেরেছি। আমার কাছে এই পোস্টটি খুব উপকারী লেগেছে। আবার দেখা হবে!