Facebook status In Bangla – ফেসবুক স্ট্যাটাস সমগ্র

আপনি যদি ফেসবুকে আপনার অনুভূতির কথা প্রকাশ করতে চান, তাহলে আপনি চাইলে সেটি Facebook status In Bangla বা ফেসবুক স্ট্যাটাস এর মাধ্যমে প্রকাশ করতে পারেন।

একই ধারাবাহিকতায় আজকের এই আর্টিকেলে শেয়ার করা হবে কিছু Facebook status In Bangla বা ফেসবুক স্ট্যাটাস সম্পর্কে বিস্তারিত।

দুঃখের ফেসবুক স্ট্যাটাস – Facebook status Bangla

আপনি যদি কিছু স্যাড ফেসবুক স্ট্যাটাস সংগ্রহ করে নিতে চান, তাহলে সে সমস্ত স্ট্যাটাস নিচে থেকে সংগ্রহ করে নিতে পারেন। এবং তার পরে সেগুলো আপনার টাইমলাইনে শেয়ার করে দিতে পারেন।

জীবন থিকা পালায়ে যাইতেছি। হঠাৎ পায়ে টান অনুভব করলাম। পিছনে চাইয়া দেখি পায়ে শিকল বাধা। সেই শিকল আমারে উল্টা এক অনিবার্য পথের দিকে টানতাছে। যেইটা উপেক্ষা করা যাইবে না তার সাথে জেদ না কইরা হাল ছাইড়া দিলাম।
প্রেমের সামনে নতজানু হয়ে বইসা থাকি
আল্লাহ আর পারছিনা
তার প্রেমের রোগমুক্তি দাও আমায়।
প্রায় প্রতিটা মানুষের জীবনে 
এমন একটা দুঃখ থাকে
যেটা ভোলার মত দুঃখ বাকি জীবনে সে আর পায়না।
কাউকে ভাল লাগে ভীষণ.? 
তাকে দেখলে কিংবা তার সাথে কথা বললে মনের ভেতর সুখ লাগে.?
তাহলে কথাগুলা কখনওই তাকে বলবেন না,
কারন তার উত্তর যদি আপনার আশানুরূপ না হয়
তাহলে আপনি এই পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতিটা হারিয়ে ফেলবেন।
কতকাল হৃদপিণ্ড ভাঙাচোরা দেখিনা৷
মাবুদেরও তবু মুহাম্মদ আছে, আমার কোন তুমি নাই।
জীবনে মায়ের পরে যদি কারো সাথে গভীর ভাব হয় সে হচ্ছে অভাব।
নিউটনের লেখা বইয়ের পাতা আপনার কাছে যতই দামী
হোকনা কেন, বাদামওয়ালার কাছে সেটাকে ঠোঙাই
মনে হবে.....
তেমনি আপনার নিষ্পাপ ভালবাসা যত
অকৃত্রিমই হোক, হৃদয়হীনের কাছে সেটাকে সুপারহিট
বাংলা সিনেমার অভিনয় মনে হবে।
প্রেমিক প্রেমিকার সম্পর্ক হলে বাচ্চার নাম রেখে দেয়
কিন্তু আফসোস
বাচ্চা হোওয়ার আগে সম্পর্ক নষ্ট হয়ে যায়।
-হারিয়ে যাওয়া মানুষকে,ফিরে পাওয়া যায়...
কিন্তু বদলে যাওয়া,মানুষকে শত চেষ্টা করেও কখনো
ফিরে পাওয়া যায় না।

ফানি ফেসবুক স্ট্যাটাস

এছাড়া আপনি যদি কিছু মজার ফেসবুক স্ট্যাটাস সংগ্রহ করে নিতে চান এবং তারপরে সেগুলো আপনার টাইমলাইনে শেয়ার করে বন্ধুদের সাথে মজা নিতে চান, তাহলে নিচে থেকে সেগুলো কালেক্ট করে নিন।

নিচে যে সমস্ত স্ট্যাটাস দেয়া হয়েছে সেগুলো আপনি ফিল ফ্রী শেয়ার করতে পারবেন এবং এগুলোর মাধ্যমে আপনি বন্ধুদের সাথে মজা করতে পারবেন।

আমি চাই পড়াশোনা করতে
মনে চায় মোবাইল চাপতে
মনের বিরুদ্ধে কি ঘর বাঁধা যায়?
এই পৃথিবীর প্রত্যেকটি মানুষ অভিনেতা।
কেবল আমি শুধু মাত্র দর্শক।
আপনার বাবার শাশুড়ির ছেলের একমাত্র ছেলের
মায়ের স্বামির একমাত্র বোন আপনার কি হয়?..
বি:দ্র= না পারলে কিন্তু পিডামু.।
তোমাকে কতটুকু ভালবাসি জানো? 
: কতটুকু? 
:বঙ্গোপসাগর দেখেছো? 
:না তো।
: তাহলে বুঝবে কি করে।
মাদককে না বলুন।
ব্রাজিল এর,
সার্পোটার থেকে দূরে থাকুন।

ইসলামিক Facebook status In Bangla

এছাড়া আপনি যদি কিছু ইসলামিক ফেসবুক স্ট্যাটাস সংগ্রহ করে নিতে চান এবং সেগুলোর মাধ্যমে আপনি ইসলামের আলো ছড়িয়ে দিতে চান তাহলে সেই সমস্ত স্ট্যাটাস নিচে থেকে সংগ্রহ করে নিতে পারেন।

এই স্ট্যাটাসগুলো খুব ইউনিক এবং এই সমস্ত স্ট্যাটাস আপনার টাইমলাইন ইউনিক এবং ইউজার ফ্রেন্ডলি রাখতে সহায়তা করবে।

- হাল ছেড়ে দিও না, আল্লাহ কাউকে নিরাশ করে নাহ..।
- আল্লাহর উপর বিশ্বাস রাখো, সময় মতো সব আশা পূরণ হবে ইনশাআল্লাহ।
মুমিনদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে এবং তাদের লজ্জাস্থানের হেফাযত করে
এটাই তাদের জন্য অধিক পবিত্র তারা যা করে নিশ্চয় আল্লাহ্ সে বিষয়ে সম্যক অবহিত।
[ সূরা নূর : ৩০ ]
হে ঈমানদাররা!
সবর ও নামাজের মাধ্যমে সাহায্য চাও, আল্লাহ সবরকারীদের সাথে আছেন।
____ (সূরা বাকারা :১৫৩)
যখন আমি জানতে পেরেছি, আমার রিজিক আমি ছাড়া অন্য কেউ ভোগ করতে পারবে না; তখন থেকে আমার হৃদয়— চিন্তামুক্ত ও প্রশান্ত হয়ে গেছে।---হাতিম আল-আসাম্ম (রাহ.)
(সিয়ারু আলামিন নুবালা : ১১/৪৮৫)
❝ আবু হুরায়রাহ্ (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ (সা.) বলেছেন: সম্পদের প্রাচুর্যতা ধনাঢ্যতা নয় বরং প্রকৃত ধনাঢ্যতা অন্তরের ধনাঢ্যতা।❞
[বুখারী ৬৪৪৬, মুসলিম ১২০-(১০৫১)]
[মিশকাতুল মাসাবীহ:৫১৭০]
‘আয়িশা (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেনঃ নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যখন জানাবাতের গোসল করতেন, তখন হিলাবের অনুরূপ পাত্র চেয়ে নিতেন৷ তারপর এক আঁজলা পানি নিয়ে প্রথমে মাথার ডান পাশ এবং পরে বাম পাশ ধুয়ে ফেলতেন৷ দু’হাতে মাথার মাঝখানে পানি ঢালতেন৷
(মুসলিম ৩/৯, হাঃ ৩১৮) (আধুনিক প্রকাশনীঃ ২৫১, ইসলামী ফাউন্ডেশনঃ ২৫৬)

শিক্ষামূলক Facebook status Bangla

এছাড়াও আপনি যদি শিক্ষামূলক স্ট্যাটাস ফেসবুকে শেয়ার করতে পছন্দ করেন অথবা আপনার টাইমলাইন যদি সেরকম হয়ে থাকে, তাহলে এত চাইলে নিচে থাকে সেই রকম স্ট্যাটাস সংগ্রহ করে নিতে পারেন।

নিচের দেয়া প্রত্যেকটি স্ট্যাটাস হল শিক্ষা মূলক স্ট্যাটাস এবং সেগুলো অন্য কারো জ্ঞান বৃদ্ধির সহায়ক হবে।

- অল্প তে সন্তুষ্ট থাকা ভালো।
- তুমি ফিরে যাও আল্লাহর দিকে।
- সৌভাগ্য ফিরবে তোমার দিকে.।
ইনশাআল্লাহ্
- যাকে ভালো রাখার জন্য আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন।
দিনশেষে দেখবেন সেই আপনার মন খারাপের কারণ।
নিজের যোগ্যতা নিয়ে কখনো অহংকার করোনা, কারণ পাথর তার ওজনের কারণেই ডুবে যায়।
একটি সমাজের অধঃপতন কীভাবে বুঝবেন?
উৎকৃষ্ট জায়গায় নিকৃষ্টরা,নিকৃষ্ট জায়গায় উৎকৃষ্টরা।
পুরুষের সফলতার পিছনে "মা " ছাড়া দ্বিতীয় নারী থাকেনা। 
কারন দ্বিতীয় নারী খুজে একজন সফল পুরুষ।
কেউ আমার সঙ্গে মিথ্যা বলেছে, এজন্য আমি হতাশ নই। বরং আমি এ কারণে হতাশ যে, এখন থেকে আমি আর তাকে বিশ্বাস করতে পারব না।
—ফ্রিডরিক
আমার যখন জুতো ছিল না বলে আমি খুব কাঁদছিলাম,
কিন্তু আমি যখন দেখলাম এক জনের দুটি পা-ই নেই তখন
আমি বুঝলাম আমি কত ভাগ্যবান।
বিধাতা মানুষকে যখন দেয় দুহাত ভরে দেয়.
যখন তা কেড়ে নেয় তখন জীবন সব কিছুই নিয়ে নেয়
তবুও তাকে সব সময় প্রনাম জানাই
বিরক্তিকর কোনো মানুষ ফ্রড হতে পারে না । পৃথিবী তে ফ্রড মাত্র ই ইন্টারেস্টিং ক্যারেক্টার হয়।
“টাকা পয়সার ভাগ্য হলোঃ ছোট
ধরনের ভাগ্য ।
ভালোবাসার ভাগ্য অনেক বড় ।"
_____ হুমায়ূন আহমেদ
পৃথিবীতে বাবার কাছে বেশি ভাড়ি বস্তু,
পিতার কাধে সন্তানের লাশ
এই পৃথিবীতে সেই সবচেয়ে বেশি
ধোকা খায়, যে নিঃসন্দেহে
মানুষকে
অন্ধের মতো বিশ্বাস করে যায়।

Facebook status In Bangla ফেসবুক স্ট্যাটাস সম্পর্কে উপরে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে এবং এখানে কিছু ইউনিক স্ট্যাটাস দেয়া হয়েছে।

আপনি চাইলে এই সমস্ত স্ট্যাটাস ফেসবুকে শেয়ার করতে পারেন এবং এই সমস্ত স্ট্যাটাস শেয়ার করার মাধ্যমে আপনার ফেসবুক টাইমলাইনে একটিভ রাখতে পারেন।

এছাড়া আপনি চাইলে এ সমস্ত স্ট্যাটাস ফেসবুকে গ্রুপ পেজ ইত্যাদিতে শেয়ার করার মাধ্যমে আপনার পেইজের একটিভিটি বৃদ্ধি করতে পারেন। এবং পেজ কিংবা গ্রুপের ভিজিটরকে আকৃষ্ট করতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top