ফেসবুকে আমরা যখন একটি ফান পেজ খুলতে চাই তখনই আমাদের প্রথমত ফেসবুক পেজের নামের তালিকা থেকে সুন্দর নাম চয়েজ করতে হয়।
তবে ফেসবুক পেইজে বিভিন্ন ধরনের ক্যাটাগরি হওয়ার কারণে এই নাম চয়েজ করার ক্ষেত্রে আমরা অনেকটা বিভ্রান্ত হয়ে যায়।
আজকের এই পোষ্টটির মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের ফেসবুক পেজের নামের তালিকা চয়েজ করতে পারবেন।
রোমান্টিক ফেসবুক পেজের নাম
- ভালোবাসার গল্প
- ভালোবাসার রংধনু
- ভালোবাসার কবিতা
- বেচে থাকুক ভালোবাসা
- অভিমানী ভালোবাসা
- অসমাপ্ত ভালোবাসা
- অন্ধ ভালোবাসা
- রোমান্টিক প্রেমের গল্প
- রোমান্টিক গল্প
- গল্প লেখক
- কাল্পনিক রোমান্টিক গল্প
- রোমান্টিক লাভ স্টোরি
- আবেগ
ফানি ফেসবুক পেজের নামঃ
- জোকসবাক্স
- হারামী ৪২০
- টেলেন্টেড হারামী
- রোমান্টিক জোকসের সমাহার
- চতুস্কোন
- ট্যালেন্টেড কন্যা
- সোডিয়াম বাতির আলো
- অদম
- গনরুম থেকে বলছি
- মিমিক্যাল ২০’
ফেসবুক বিজনেস পেইজের নামঃ
- সফল উদ্যোক্তা হও
- ডিলারশীপ বিজনেস গ্রুপ
- বিজনেস প্যাকেজিং
- বিজনেস আইডিয়া
- ই বিজনেস সেন্টার
- সাত রঙ বিজনেস সল্যুশন
- বিজনেস ম্যাগনেটদের সাতকাহন
- দ্যা বিজনেস প্যাসেন্জার
আবেগী ফেসবুক পেজের নামঃ
- কারাগার
- আবেগ
- অনুভুতির গল্প
- অবেলার ছায়াবতী
- মায়াবতীর টান
- আত্নহত্যা
- স্মৃতি হত্যার আর্তনাদ
- ব্যর্থ প্রেমিক
- ডিপ্রেশন
- কলিজা কালো
- কালো
রান্নার পেজের নাম
- আজকের রাধুনি।
- রেসিপি ২৪
- মজাদার খাবারের মেলা।
- রান্না শিখুন।
- রকমারী রান্না শিখুন।
- আসুন রান্না শিখি।
- শখের রান্না।
- গৃহিনীদের রান্নার ঘর।
- আমাদের রান্নাঘর ও গল্পের কথা।
- রুপকথার রান্না।
- রান্না কথন।
- দেশী বিদেশী সুস্বাদু রান্না।
- রান্নাঘরের রুপকথা।
- মায়ের হাতের রান্না।
- বাঙালী রান্নাঘর।
আর তাহলে আপনি চাইলে উপরের দেয়া যেকোন একটি ফেসবুক পেজের নামের তালিকা বেচে আপনার ফেসবুক পেজে বসিয়ে দিতে পারবেন।
আপনি যখন একটি রোমান্টিক ফেসবুক পেজ খুলতে চাইবেন, যেখানে আপনি প্রতিদিন ভালোবাসার স্ট্যাটাস পাবলিশ করবেন, এর জন্য ভিন্ন ধরনের নাম দরকার।
আবার আপনি যখন এমন কোন ফেসবুক পেজ খুলবেন যাতে আপনার প্রোডাক্ট গুলো সার্ভিস দিবেন, সেই পেইজের জন্য আরেকটি ভিন্ন নামের দরকার।
আশাকরি, উপযুক্ত ফেসবুক পেজের নাম সংগ্রহ করেছেন!