ফেসবুক পেজের নাম পরিবর্তন করার সময় আমাদেরকে অনেক সময় সমস্যার মধ্যে পড়তে হয়।
আপনি যতটা সহজ ভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট এর নাম পরিবর্তন করতে পারেন ততটা সহজে ফেসবুক পেজের নাম পরিবর্তন করার সুযোগ পান না।
ফেসবুক পেজের নাম পরিবর্তনের ক্ষেত্রে আপনাকে অবশ্যই কিছু ফেসবুকের পলিসি মেনে চলতে হয়। অন্যথায় তা কখনো সম্ভব হয় না।
এজন্য প্রথমে আপনি যে ফেসবুক পেজের নাম পরিবর্তন করতে চান সেই পেইজে ড্যাশবোর্ডে চলে যান।
এবং এখান থেকে About-Name-edit এই প্রসেস গুলো ব্যবহার করুন।
এবার ফেসবুক পেজের নাম পরিবর্তনের ক্ষেত্রে আপনাকে কয়েকটি বিষয় অবশ্যই লক্ষ্য করতে হবে।
পোস্টের ভিতরে যা থাকছে
অবশ্য পালনীয় বিষয়
▪ আপনি নিশ্চয়ই আপনার ফেসবুক পেইজে এবাউট সেকশনে কিছু লিখেছেন, অর্থাৎ আপনার ফেইসবুক পেইজ এর সম্পর্কে যা কিছু লেখা তাই লিখেছেন।
আর আপনি আপনার ফেসবুক পেইজের এবাউট এ আপনার পেইজ সম্পর্কে যে তথ্যগুলো দিয়েছেন সেই তথ্যানুসারে একটি নাম দিয়ে দিন।
উদাহরণস্বরূপ আপনি যদি ফেসবুকে এবাউট এ মার্কেটিং সম্পর্কিত কিছু একটা লিখে থাকেন, তাহলে আপনি নাম পরিবর্তনের সময় লিখতে পারেন-Facebook Marketing
তাহলে আপনার ফেসবুক পেজের নাম টি ফেসবুক কর্তৃপক্ষ অনুমোদন দেবে।
▪ এছাড়াও আপনি চাইলে আপনার ফেইসবুক পেইজের নাম পরিবর্তনের সময় আপনার বিজনেস কিংবা ব্যান্ডের নাম ব্যবহার করতে পারেন।
নাম পরিবর্তনের ক্ষেত্রে এই দুটি বিষয় আপনি যদি মাথায় রাখেন তাহলে অবশ্যই আপনার ফেসবুক পেজের নাম পরিবর্তন হবে।
যে কাজগুলো কখনোই করবেন না
আপনি হয়তো এ সম্পর্কে নিশ্চয়ই জানেন না যে কী কারণে ফেইসবুক বারবার আপনার পেজের নাম পরিবর্তনের সময় অ্যাপ্রভাল দেয় না?
▪ নাম পরিবর্তনের সময় আপনি যদি কোন ব্যক্তির নাম কিংবা ব্র্যান্ডস কে বিকৃত করে কোন নাম দেন তাহলে এটা কখনো একসেপ্ট করবে না ফেসবুক।
▪ নাম পরিবর্তনের সময় আপনি যদি official শব্দটি ব্যবহার করেন তাহলেও কখনো এটি একসেপ্ট হবে না।
উদাহরণস্বরূপ আপনার নামের সাথে আপনি যদি অফিশিয়াল শব্দটি ব্যবহার করেন তাহলে এটি একসেপ্ট হবে না, যেমন Ahmed Parbes Official ইত্যাদি।
▪ এছাড়াও এমন কোন নাম ব্যবহার করবেন না যাতে অন্যদের প্রাইভেসির ত্রুটি ঘটে।
আর এগুলো মেনে চললে অবশ্যই ফেসবুক কর্তৃপক্ষ আপনার পেজের নাম পরিবর্তন এর ক্ষেত্রে অনুমোদন দিতে পারে। অন্যথায় তা কখনো সম্ভব নয়।
Name Edit অপশনটিতে ক্লিক করার পর আপনার পছন্দমত একটি নাম বাচুন, যে নামটি অবশ্যই উপরে দেয়া পলিসি গুলোকে মান্য করবে।
এবার আপনার ফেইসবুক পেইজের নাম টি সেভ করে দিন তাহলে আপনি দেখতে পারবেন যে ফেসবুক কর্তৃপক্ষ এটি একসেপ্ট করেছে।
আর তাহলে এভাবেই আপনি খুব সহজেই আপনার ফেসবুক পেজের নাম পরিবর্তন করতে পারবন যতবার ইচ্ছা ততবার।