আপনি যদি রকেট একাউন্ট এর সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করতে চান, তাহলে আপনি অবশ্যই রকেট মোবাইল ব্যাংকিং app ব্যবহার করবেন।
এই অ্যাপ গুলো ব্যবহার করার সবচেয়ে ভালো দিকগুলো হলো: এই অ্যাপস গুলো ব্যবহার করে আপনি চাইলে খুব সহজে পুরোপুরি সিকিউরিটির সহযোগিতায় আনলিমিটেড লেনদেন করতে পারবে।
এছাড়াও এই app এর সহযোগিতায় আপনি মোবাইল রিচার্জ করতে পারবেন, টাকা তুলতে পারবেন, কারো সাথে আনলিমিটেড টাকা লেনদেন করতে পারবেন ইত্যাদি।
আর আজকের এই পোস্টটিতে আমি আলোচনা করব রকেট মোবাইল ব্যাংকিং অ্যাপ সম্পর্কে যেগুলো অবশ্যই আপনার উপকারে আসবে।
পোস্টের ভিতরে যা থাকছে
রকেট মোবাইল ব্যাংকিং app.
আপনার যদি একটি রকেট একাউন্ট থাকে এবং ওই অ্যাকাউন্ট থেকে আপনি বহুবিধ সুযোগ-সুবিধা উপভোগের জন্য রকেট এর অফিশিয়াল অ্যাপ ব্যবহার করতে পারেন।
Rocket
এই রকেট অ্যাপসটির বহুবিধ সুযোগ-সুবিধা রয়েছে যা আপনার কাজ গুলোকে আরো বেশি সহজতর করে তুলবে; তাছাড়া এপসটি ব্যাবহার এর পুরোপুরি সিকিউরিটি নিশ্চয়তা আছেই তো।
রকেট অ্যাপ এর সুবিধা
রকেট অ্যাপ ব্যবহার করার পরে আপনি নিজে সমস্ত সুযোগ সুবিধা লক্ষ্য করবেন; সেগুলোর মধ্যে থেকে যেগুলো বর্ণনা না করলেই নয় তার একটি লিস্ট নিচে দেয়া হল।
- অ্যাপের মাধ্যমে একাউন্ট রেজিস্ট্রেশন করতে পারবেন।
- টাকা ক্যাশ ইন করতে পারবেন।
- মোবাইল রিচার্জ করতে পারবেন।
- যেকোনো বিদ্যুৎ অপারেটরের কাছে বিল পেমেন্ট করতে পারবেন।
- যেকোনো রকেট একাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন পুরোপুরি সিকিউরিটি নিশ্চয়তা সহকারে।
- ডাচ বাংলা ব্যাংক থেকে ফান্ড ট্রান্সফার করতে পারবেন।
- ব্যালেন্স স্টেটমেন্ট এবং ব্যালেন্স পুঙ্খানুপুঙ্খভাবে ইনকোয়ারি করতে পারবেন।
- একাউন্ট সম্পর্কিত যাবতীয় তথ্য দেখতে পারবেন; এছাড়াও আরো অনেক কিছুই রয়েছে।
উপরে উল্লেখিত সমস্ত সুযোগ সুবিধা আপনি তখন উপভোগ করতে পারবেন, যখন আপনি রকেট অ্যাপস টি ডাউনলোড করে নিবেন।
রকেট অ্যাপ এর সুবিধা গুলোর মধ্যে সবচেয়ে কার্যকরী যেটি আমি মনে করি তা হলোঃ আপনি এই অ্যাপসটির মাধ্যমে নতুন অ্যাকাউন্ট তৈরি করতে পারেন, ফলে আপনাকে এজেন্টের কাছে যেতে হবে না।
Rocket apps download for android
এছাড়াও আপনার পিসি বা উইন্ডোজ যদি থাকে তাহলে আপনি ঐ সমস্ত ডিভাইস গুলোর জন্য রকেট অ্যাপ ডাউনলোড করতে পারেন।
আপনার পিসি বা উইন্ডোজের জন্য রকেট অ্যাপ ডাউনলোড করতে চাইলে নিচের দেয়া লিঙ্ক ব্যবহার করুন; এবং এটি ডাউনলোড করে উপযুক্ত সুযোগ সুবিধা উপভোগ করুন।
rocket apps download for pc
রকেট মোবাইল ব্যাংকিং অ্যাপ গুলো কার্যকরী কারণ ওই অ্যাপসগুলো ডাচ বাংলা ব্যাংক তৈরি করেছে! সেগুলো মধ্যে থেকে আরেকটি অ্যাপ হলো: “Nexuspay”
Nexuspay
আপনি যদি একটি ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং একাউন্ট থাকে তাহলে আপনি একটি অবশ্যই ব্যবহার করবেন; তাহলে অ্যাপসটির সহযোগিতায় আপনি সহজে ব্যাংকিং খাত সামলাতে পারবেন।
এই অ্যাপটির বহুমুখী সুযোগ-সুবিধা রয়েছে যেগুলো আপনার কাজকে আরও বেশি সহজতর করে তুলবে, এবং আপনাকে ডাচ বাংলা ব্যাংকের নিকটস্থ ব্রাঞ্চ অবদি নিয়ে কোন কাজের জন্য যেতে হবেনা শুধুমাত্র এই এপসটি থাকলে।
Nexus pay এর সুবিধা
Nexus pay এর বহুমুখী সুযোগ-সুবিধা রয়েছে, আপনি যখনই নেক্সাস পে নামের যে অ্যাপসটি রয়েছে সেটি এক্টিভ করে নিবেন; তখনই আপনি সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করবেন।
Nexus pay এর সুবিধা গুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য কয়েকটি সুবিধা আমি নিচে তুলে ধরছি; যেগুলো শুনলে আপনি অবশ্যই নেক্সাস পে অ্যাপসটি ব্যবহার করবেন।
- অনেকগুলো কার্ড আপনি যুক্ত করতে পারবেন; এবং প্রত্যেকটি কার্ড দিয়ে আপনি কাজ সম্পাদন করতে পারবেন।
- একদম ফ্রিতে যে কারো কাছে টাকা প্রেরন করতে পারবেন।
- অনলাইন শপিং ডিসকাউন্ট সম্পর্কে জানতে পারবেন; এবং ইন্সট্যান্টলি নোটিফিকেশন পাবেন।
- কার্ড ছাড়া এটিএম এ টাকা উইথড্র করতে পারবে।
- বিল পে করতে পারবেন।
- ডাচ বাংলা ব্যাংকের সমস্ত ব্যালেন্স স্টেটমেন্ট দেখতে পারবেন; এছাড়াও কখন কত টাকা রিচার্জ করেছেন বা খরচ করেছেন তার ইনকোয়ারি করতে পারবেন।
- একদম শেষ লেনদেনের হিসাব দেখতে পারবেন; এই সুযোগ সুবিধা শুধুমাত্র ডাচ বাংলা ব্যাংকের গ্রাহকদের জন্য।
Nexus pay এর সুবিধা দেখার পরে আপনি যদি নেক্সট অ্যাপস ব্যবহার না করেন তাহলে এটা আপনার ব্যর্থতা; কারণ বিনামূল্যে এর চেয়ে বেশি সুযোগ-সুবিধা আপনি কোথাও পাবেন না।
রকেট মোবাইল ব্যাংকিং app এর মধ্যে সবচেয়ে কার্যকরী দুটি অ্যাপস এবং এই দুটি app বর্তমানে মার্কেটপ্লেসের রয়েছে সেগুলো সম্পর্কে আমি উপরে আলোচনা করেছি।
আশাকরি উপরুক্ত অ্যাপসগুলো সহযোগিতায় ঘরে বসেই আপনি রকেট মোবাইল ব্যাংকিং এর কাজ খুব সহজে সম্পাদন করতে পারবেন।