Bangla Funny Picture তৈরী করুন , Bangla Funny Photo

বিনোদনের জন্য এবং খারাপ সময়গুলোতে ভালো ইন্টারটেইনমেন্ট পাওয়ার জন্য আমরা সাধারণত মজার জিনিস গুলো কে বেশি প্রাধান্য দেই।

ফানি টাইপের যেকোনো কিছু দেখলেই আমাদের মনে প্রফুল্ল চলে আসে, আর আমরা হাসতে হাসতে চলে যায় এক অন্যরকম জগতে।

অন্যান্য ভাষার ফানি পিকচার গুলো দেখলে আপনার যত ধারনা আনন্দ হবে তার চেয়ে শতগুণে ভালো আনন্দ উল্লাসিত হবেন যদি আপনি Bangla funny picture দেখতে পান।

তবে সমস্ত ধরনের Bangla funny picture দেখলে আপনার মনে তা প্রফুল্ল বয়ে নাও আনতে পারে, এক্ষেত্রে যেকোনো ধরনের পিকচার অবশ্যই ইউনিক এবং ইন্টারেস্টিং ডিজাইন এর মধ্যে হতে হবে।

ঐ সমস্ত মজার ছবিগুলো আপনার মনকে প্রফুল্ল বয়ে আনবে যে সমস্ত ছবিগুলো পিকচারের সাথে, ওই ছবিতে লেখা টেক্সটের অনেকটা মিল রয়েছে।

এর বিপরীত অংশ হলে, উপরে উল্লেখিত বর্ণনাটির বিপরীতভাবে এটা আপনার উপরে এফেক্ট করবে, ফলশ্রুতিতে আপনি ঐ সমস্ত পিকচারগুলো থেকে কোন ধরনের বিনোদন পাবেন না।

তাহলে কোথায় পাবেন এরকম Bangla Funny picture যা অবশ্যই আপনার মন কাড়বে? এক্ষেত্রে আজকের এই পোস্টটি আপনার জন্য যথেষ্ট।

এই পোস্টটিতে আমি আলোচনা করব কোথায় আপনি Bangla funny picture পাবেন? এবং কিভাবে আপনি এটা করবেন?

Bangla Funny Picture Collection |আপনিও তৈরী করুন Funny Photo|
Bangla Funny Picture Collection |আপনিও তৈরী করুন Funny Photo|
Bangla Funny Picture Collection |আপনিও তৈরী করুন Funny Photo|
Bangla Funny Picture Collection |আপনিও তৈরী করুন Funny Photo|
Bangla Funny Picture Collection |আপনিও তৈরী করুন Funny Photo|
Bangla Funny Picture Collection |আপনিও তৈরী করুন Funny Photo|
Bangla Funny Picture Collection |আপনিও তৈরী করুন Funny Photo|
Bangla Funny Picture Collection |আপনিও তৈরী করুন Funny Photo|
Bangla Funny Picture Collection |আপনিও তৈরী করুন Funny Photo|





এবার জেনে নিন কিভাবে আপনি খুব সহজেই তৈরি করতে পারবেন Bangla funny picture।

আপনি দুইটি কার্যকরী উপায় ফানি পিকচার তৈরি করতে পারবেন এর মধ্যে একটি হলো এন্ড্রয়েড অ্যাপস এবং অন্যটি হলো ওয়েবসাইট।

প্রথমেই জেনে নিন কিভাবে অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহার করার মাধ্যমে আপনি সহজেই তৈরি করতে পারবেন Bangla funny picture।

অ্যান্ড্রয়েড অ্যাপসের মাধ্যমে তৈরি করুন  bangla funny picture



এক্ষেত্রে আপনাকে অবশ্যই প্লে স্টোর থেকে প্রথমে একটি এবং তারপরে আর একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। প্রথম অ্যাপসটি নিচের দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন।

অ্যাপস ডাউনলোড করা হয়ে গেলে আপনাকে প্রথমে এর সাথে প্রবেশ করতে হবে এবং তারপরে এখানে অনেকগুলো ছবির মধ্যে যেকোনো একটি নির্বাচন করতে হবে।

আপনি যেহেতু এই অ্যাপস থেকে ছবিগুলো ডাউনলোড করতে পারবেন না এক্ষেত্রে আপনাকে একটি কৌশল অবলম্বন করতে হবে।

আপনি যদি উপরের দেয়া লিঙ্ক থেকে অ্যাপসটি ডাউনলোড করে আপনার পছন্দের ফল অনুযায়ী Bangla funny picture তৈরি করতে চান তাহলে এগুলোকে কালেক্ট করার জন্য আপনাকে স্ক্রিনশট নিতে হবে।

আর স্ক্রিনশট নেয়া হয়ে গেলে এবার আপনি আপনার পছন্দমত ছবিটিকে কেটে তারপর একটি নির্দিষ্ট সাইজে নিতে পারবেন।

যেহেতু আপনি ওই অ্যাপস থেকে যদি কোন ছবি কালেক্ট করে এগুলো কি আপনার মনের মত করে বাংলা ফানি পিকচার এ রুপান্তর করতে চান। তাহলে আপনাকে অবশ্যই ওই ছবিগুলো থেকে লেখা টেক্সট গুলোকে মুছে ফেলতে হবে।

যেকোনো ছবি থেকে পূর্বে যুক্ত করা লেখা কিংবা যেকোনো অবজেক্টিভ মুছার ক্ষেত্রে আপনি চাইলে সবচেয়ে কার্যকরী একটি অ্যাপস ব্যবহার করতে পারেন।


টেক্সট রিমুভাল

ডাউনলোড করা হয়ে গেলে আপনি যে ছবি থেকে লেখা গুলোকে মুছে ফেলতে চান সে ছবি প্রথমে সিলেক্ট করুন।

আপনার পছন্দের ছবিটি সিলেক্ট করতে হলে আপনাকে Gallery নামক অপশনটিতে ক্লিক করতে হবে তাহলে এটি আপনার গ্যালারিতে চাইবে এবং আপনি এক্সেস দিয়ে দিলেই সমস্ত ছবিগুলো আপনি দেখতে পারবেন।

এখান থেকে আপনি যে ছবিটি তে পূর্বে লেখা অবজেক্ট গুলো বুঝতে চাইবেন সেই ছবিটি কে সিলেক্ট করুন।

এরপর Brush  অপশনটিতে ক্লিক করার পর যে লেখাগুলোকে আপনি মুছে ফেলতে চান সেগুলোর উপর হালকা ঘষতে থাকুন।

এবং সমস্ত অঞ্চলটিকে মার্ক করা হয়ে গেলে আপনাকে এবার Procces অপশনটিতে ক্লিক করতে হবে তাহলে লেখাগুলো মুছে যাবে। 

যদি কিছুটা বাকি থাকে তাহলে পূর্বের ন্যায় আবারও এগুলোকে মার্ক করে তারপর প্রসেস অপশনটিতে ক্লিক করুন, এবং তারপর এটিকে সেভ করে দিন। তাহলে আপনার ছবিটি Bangla funny picture তৈরি করার জন্য উপযোগী।

বাংলা ফানি পিকচার তৈরি করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি ভূমিকা রাখে তার মধ্যে একটি হলো এতে কিছু লেখালেখি করা।

আর আপনি যদি শুধুমাত্র একটি ফ্রন্টে লেখেন তাহলে তা তেমন একটা সুন্দর দেখায় না। এক্ষেত্রে যে কোন ছবিতে  বাংলা অনেকগুলো ফন্ট ব্যবহার করার জন্য কিছু টুলস এর সহায়তা নিতে হয়।

আপনি চাইলে ছবিতে লেখালেখি করে Bangla funny picture কে আরো বেশী সুন্দর্য্য মন্ডিত করতে পারবেন এবং আরো বেশি ইন্টারেস্টিং করে গড়ে তুলতে পারবেন।

এক্ষেত্রে প্রথমে নিচের অ্যাপসটি ডাউনলোড করে নিন।ছবিতে লিখুন

অ্যাপসটি ডাউনলোড করা হয়ে গেলে আপনি অ্যাপসটিতে প্রবেশ করুন এবং যে ছবিটি কে আপনি লেখালেখির মাধ্যমে Bangla funny picture এ রুপান্তরিত করতে চান তা আপলোড দিন।

এবার যখন আপনি আপনার পছন্দের ছবিটিকে আপলোড করে দিবেন তখন এর উপর লেখার জন্য আপনি সহজে টেক্সট গুলো পেয়ে যাবেন।

এখানে ট্যাপ করুন” এটাতে ক্লিক করলেই আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোন কিছু লিখতে পারবেন।

এবং ফ্রন্ট এ ক্লিক করলে আপনি ফন্ট পরিবর্তন করতে পারবেন। তাছাড়াও আপনি এটিকে ভালোভাবে কাস্টমাইজ করতে পারবেন এবং এর রং পরিবর্তন করতে পারবেন।

Bangla Funny Picture Collection |আপনিও তৈরী করুন Funny Photo|

এরপর সব কিছু ঠিক থাকলে আপনি আপনার এডিট করা ছবিটি কে Save  করে দিন। আর এভাবে আপনি খুব সহজে যে কোন টাইপের Bangla funny picture তৈরি করতে পারবেন।

ওয়েবসাইটের মাধ্যমে তৈরি করুন bangla funny picture –

আপনি চাইলে বিভিন্ন ধরনের কার্যকরী ওয়েবসাইটকে কাজে লাগে যেকোনো ধরনের বাংলা ফানি পিকচার তৈরি করতে পারবেন।

এক্ষেত্রে কয়েকটি কার্যকরী ওয়েবসাইটের লিঙ্ক আমি নিজে দিয়ে দিচ্ছি যেগুলোর সাহায্যে আপনি আপনার কার্য সম্পাদন করতে পারবেন।

এই ওয়েবসাইটগুলোতে ভিজিট করার পর আপনাকে কোন লগইন সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে হবে না।

তাহলে উপরে দেয়া ফ্রি ওয়েবসাইটগুলোকে ব্যবহার করুন Bangla funny picture তৈরি করার কাজে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top