Fake School Student ID Card Maker BD

ফেইসবুক একাউন্ট ভেরিফিকেশন কিংবা আরও নানান যাবতীয় কাজের জন্য আমাদের fake school id card maker bd দরকার হয়।

তবে আপনি যদি কোন স্বনামধন্য স্কুলে বা কলেজে পড়েন তাহলে আপনি সহজে একটি স্টুডেন্ট কার্ড পেয়ে যেতে পারেন। তবে অনেক স্কুল এবং কলেজ এটি পাওয়া যায় না।

শুধু ফেসবুক একাউন্টে যেকোনো ধরনের সমস্যা থেকে উত্তোলনের জন্য আমরা আমাদের স্কুল কার্ড কে বেশি প্রাধান্য দিয়ে থাকি।

এছাড়াও আপনি জানলে অবাক হবেন যে ফেসবুক কর্তৃপক্ষ অন্যান্য গভারমেন্ট কার্ড কে যেভাবে প্রাধান্য দেয় ঠিক সেরকমই ভাবে স্টুডেন্ট আইডি কার্ড কে প্রাধান্য দিয়ে থাকে।

আর ফেসবুক সংক্রান্ত যে কোন সমস্যা যেমন – ফেসলক ডিজেবল, প্রিটেন্ডিং ডিজেবল, কিংবা রিপোর্ট করার কারণে যে কোন ধরনের ডিজেবল থেকে আপনি স্টুডেন্ট এনআইডি কার্ড দিয়ে সমাধান করতে পারবেন।

আপনি জানলে অবাক হবেন যে এ সমস্ত সমস্যা সমাধানে আপনি যখন স্টুডেন্ট  কার্ড ব্যবহার করবেন তখন তা অন্যান্য যেকোন NID Card চেয়ে বেশি কাজে দেবে।

তাহলে কিভাবে তৈরি করবেন একটি fake school id card maker bd? শুধু তা নয় কিভাবে তারা তৈরি করবেন সহজে এবং এটি অবশ্যই ফেইসবুক একসেপ্টকরবে।

এটা অনেক সময় দেখা যায় যে আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইট কিংবা টুলসের সহায়তা নিয়ে একটি স্টুডেন্ট কার্ড তৈরি করতে নানা ধরনের ভোগান্তির মধ্যে পড়ি।

তবে আজকের এই পোস্টটিতে একটি অ্যাপস লিংক দেবো যার সাহায্যে আপনি একদম হুবহু স্টুডেন্ট কার্ড তৈরি করতে পারবেন।

তাহলে প্রথমে নিচের দেয়া লিঙ্ক থেকে অ্যাপসটি ডাউনলোড করে নিন।

Download Now 

এরপর যখন আপনি অ্যাপসটিতে ঢুকবেন তখন প্রথমে একটি অপশন দেখতে পারবেন-  Do You make ID card”

Fake School Student ID Card Maker BD| ফ্রিতে তৈরি করুন আপনার কার্ডটি|



অপশনটিতে ক্লিক করার পর আপনি এনআইডি কার্ড তৈরি করার মতো কয়েকটি অপশন পেয়ে যাবেন। আপনি যেহেতু স্টুডেন্ট আইডি কার্ড তৈরি করতে চান তাই ক্লিক করুন -School Card অপশনটির উপর।

Fake School Student ID Card Maker BD| ফ্রিতে তৈরি করুন আপনার কার্ডটি|



এরপর আপনি সিম্পল প্রসেস ব্যবহারের মাধ্যমে আপনার ফেইবুকে আইডিতে ব্যবহারের উপযুক্ত কার্ডটি তৈরী করতে পারবেন সহজেই।

আপনি যখন School Card এর উপর ক্লিক করবেন তখন শুধুমাত্র আপনার এবাউট এ সব কিছু জিনিস লিখতে হবে, আর এগুলো অবশ্যই আপনার ফেসবুক একাউন্টের নাম এবং ডেট অফ বার্থ অনুযায়ী হওয়া দরকার।

এবং আপনি চাইলে আপনার ছবিও যুক্ত করতে পারেন আপনার স্কুল কার্ডের জন্য। তারপর কাজটি সেভ করে দিন, তাহলে অটোমেটিকলি আপনার গ্যালারিতে সেভ হয়ে।

Fake School Student ID Card Maker BD| ফ্রিতে তৈরি করুন আপনার কার্ডটি|

আর এই স্টুডেন্ট কার্ড ব্যবহারের কিছু সীমাবদ্ধতা আছে।

  • এই কার্ড কোনো খারাপ ব্যবহার করবেন না। আর যদি করেন এর সমস্ত দায়ভার আপনার।
  • এই ফেক স্টুডেন্ট কার্ড শুধুমাত্র ফেসবুকে ব্যবহারের জন্য উপযুক্ত, অন্য কোন ক্ষেত্রে এটি ব্যবহার করবেন না।
  • এই কার্ড দ্বারা যদি আপনি কোন সমস্যার সম্মুখীন হন তাহলে এর দায়ভার আপনাকে নিতে হবে।

তাহলে আজকে এই পর্যন্ত অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য।

3 thoughts on “Fake School Student ID Card Maker BD”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top