বন্ধুর রাগ ভাঙ্গানোর মেসেজ, রাগ করোনা sms,প্রশংসা করার এসএমএস, বন্ধুর রাগ ভাঙ্গানোর মেসেজ। যখন আপনার প্রিয়জন প্রচুর পরিমাণে রাগান্বিত অবস্থায় থাকবে তখন আপনাকে অবশ্যই ওই ব্যক্তিকে রাগ ভাঙ্গাতে হয়। অন্যথায় আপনি এটা লক্ষ্য করবেন যে আপনাদের সম্পর্ক খুব বেশিদিন টিকে থাকতে নাও পারে।
বন্ধুর রাগ ভাঙ্গানোর মেসেজ, রাগ করোনা sms, প্রশংসা করার এসএমএস
“আমাকে ভুল বুঝনা
অনেক কিছু হয়তো বলতে
পারিনি সেদিন,
আমাকে ভুল বুঝনা
আজ আমায় কুঁড়ে,
কুঁড়ে খায় তোমার ঋণ ।
আমাকে ভুল বুঝনা তোমাকে কাছে
পেয়ে হারাই আমি নির্বোধ,
আমাকে ভুল বুঝনা আমি কেঁদে
আঁখি জলে করিযে তার শোধ ।
পৃথিবী আজ ভরেছে স্বার্থপরে-
বিশ্বাস শব্দটির অবতারণা ,
অন্য পৃথিবীর তরে !
ফিরে, ফিরে দেখো না আর
ব্যর্থ প্রেমের উদ্যান !
সেই তরু কোথায় আজ –
যে করত ছায়াদান ?
সেই প্রকৃত বন্ধু যে বন্ধুর
চোখের প্রথম ফোটা পানি দেখে
দ্বিতীয় ফোটা পরার আগে ধরে ফেলে
আর ৩য় ফোটা পরার আগে
তা হাঁসিতে পরিনত করে.
সবাই আমার বুন্ধু নয়।
আবার, আমার বুন্ধু সবার মত নয়।
সে আমার কথা মনে
রাখে শত কাজের ভিরে।
ফ্রী হলে ডাকি ও আমায়,
আছি আমি তুমার দুয়ারে
জেগেছে পাখি গাইবে গান,
নতুন দিনের আহবান,
জেগেছে সুর্য দিবে আলো,
দিনটা তোমার কাটুক ভাল,
জেগেছে মাঝি তুলবে পাল,
সবাইকে জানাই শুভ সকাল.
ঝেড়ে ফেলো অভিমান,
ছুঁয়ে দেখ এই প্রাণ।
বন্ধ দুচোখের নিভু,
নিভু কালোয়, যে আলোয়
ভেসে আসো তুমি।
মনে হয়, মিশে যাই,
তোমার আরো কাছে.
আমি মুছে দিবো তোর চোখের জল,
বন্ধু ভেভে সব কিছু আমায় খুলে বল।
সুখ দুঃখের সাথী হয়ে রব তোর সাথে,
এইটুকু বিশ্বাস থাকলে হাত রাখ হাতে।
ভালো বন্ধু হলো সেই,
যে আপনাকে আপনার মায়ের
মতোই যত্নে আগলে রাখবে,
পিতার মতো শাসন করবে,
বোনের মতো খুনসুটি,
ভাইয়ের মতো জ্বালাবে আর
ভালবাসবে আপনার প্রেমের
মানুষের থেকেও বেশী।
একদিন হয়তো চলে যাবো
পূথিবীর শেষ সিমানায়,
সে দিন ও দেখবে তুমি
আছি তোমার কিনারাই,
স্রিতি হয়তো বলবে কথা,
বলব নাক আমি,
পারলে দিয় মনে একটু জায়গা
যেথাই থাকব আমি।
বন্ধু বল আমায়
মনে রাখবে কি তুমি?
যে মানুষ হাজার কষ্টের মাঝেও
তার প্রিয় মানুষ টিকে মনে রাখে|
সে সত্যিকার অর্থে ঐ প্রিয়
মানুষ টিকে ভালবাসে|
সে তাকে কখনো ভুলতে পারে না
আমি মুছে দিবো তোর চোখের জল,
বন্ধু ভেভে সব কিছু আমায় খুলে বল।
সুখ দুঃখের সাথী হয়ে রব তোর সাথে,
এইটুকু বিশ্বাস থাকলে হাত রাখ হাতে।
আর উপরে উল্লেখিত এসএমএসগুলো আপনি চাইলে আপনার প্রিয়জনের কাছে সেন্ড করতে পারেন যা রাগ ভাঙ্গানোর ঔষধ হিসেবে কাজ করবে অবশ্যই।
কারণ সম্পর্কে মধ্যে সমস্ত রাগ অভিমান থাকবে, আর যার এই সমস্ত রাগ ভাঙ্গানোর বিষয়গুলোতে এগিয়ে থাকার মনোভাব সবচেয়ে বেশি থাকবে অর্থাৎ যে রাগ ভাঙ্গানোর মিছিলের সব সময় এগিয়ে থাকবে সেই সম্পর্ককে সবচেয়ে বেশি প্রাধান্য দেয় বলে প্রমাণিত হবে।
যখন আপনার প্রিয়জন খুব বেশি রাগান্বিত অবস্থায় থাকবে তখন আপনি চাইলে আমি ব্যক্তিটিকে রাগ ভাঙ্গানোর sms দেয়ার মাধ্যমে তার রাগকে কন্ট্রোল করে নিতে পারেন।
এক্ষেত্রে আপনি চাইলে প্রতিনিয়ত ওই ব্যক্তির ফোনে রাগ ভাঙ্গানোর sms send করতে পারেন, এবং তার রাগকে কন্ট্রোলে আনতে পারেন।
কারণ অনেক সময় এগুলো ঔষধ এর মতই কাজ করে, তাই আর দেরি না করে এখনি নিচে থেকে সমস্ত রাগ ভাঙ্গানোর sms কপি করে আপনার কাছে রেখে দিন।
এবং যখন আপনার প্রিয়জন আগামীতে অবস্থায় থাকবে তখন এখান থেকে আপনার পছন্দের যেকোন একটি এসএমএস তার কাছে প্রেরণ করে দিন।