ফেসবুক একাউন্ট ভেরিফাই একটি অন্যতম কারণ হলো ফেসবুক একাউন্টে অতিরিক্ত রিপোর্টের কারণে আমাদের ফেসবুক আইডি টেম্পোরারি ডিজেবল কিংবা ফেইস লক হয়ে যেতে পারে।
তাই আমরা যেকোন উপায়ে এটা চাই যে আমাদের ফেসবুক আইডি ভেরিফাই করতে।
পোস্টের ভিতরে যা থাকছে
ফেসবুক একাউন্ট ভেরিফাই করুন
তবে অনেকের কাছে ডকুমেন্ট না থাকার কারণে ফেসবুক আইডি ভেরিফাই করতে সক্ষম হোন না।ডকুমেন্টস নেই তাই বলে কি ফেসবুক আইডি ভেরিফাই করা যাবে না?
অবশ্যই যাবে। এই পোস্টে আমি আলোচনা করব কিভাবে কোন ডকুমেন্ট কিংবা এনআইডি কার্ড ছাড়া ফেসবুক আইডি খুব সহজেই আপনি ভেরিফাই করতে পারবেন।
এতে করে যে কেউ আপনার ফেসবুক আইডিতে রিপোর্ট করলেও আপনার ফেসবুক আইডি এত তাড়াতাড়ি ডিজেবল কিংবা ফেইস লক হবে না।
ফেসবুক আইডি ভেরিফাই করার নিয়ম
এর জন্য প্রথমে যেকোনো একটি ব্রাউজারে আপনার ফেসবুক আইডি লগইন করুন যে অ্যাকাউন্ট আপনি ভেরিফাই করতে চান।
একাউন্ট লগ ইন করা হয়ে গেলে প্রথমে আপনার ফেসবুক অ্যাকাউন্টে টু স্টেপ ভেরিফিকেশন অপশনটি ওপেন করুন।
এর জন্য ফেসবুক একাউন্টে সেটিং অপশন থেকে “Security and Login” অপশনটিতে ক্লিক করলেই আপনি টু স্টেপ ভেরিফিকেশন অপশনটি পেয়ে যাবেন।
তারপরে টু স্টেপ ভেরিফিকেশন অপশনটি একটি নাম্বার দিয়ে কিংবা অন্য কোন উপায় ওপেন করে রাখুন।
এরপর অন্য যেকোন ব্রাউজারে আপনার ফেইসবুক একাউন্ট লগইন করার চেষ্টা করুন।
আর যখনই আপনি অন্য কোন ব্রাউজারে আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগইন করার চেষ্টা করবেন, তখনই আপনাকে টু স্টেপ ভেরিফিকেশন কোড কিংবা রিকভারি কোড দিয়ে লগইন করতে হবে।
টু স্টেপ ভেরিফিকেশন এ কনফার্মেশন কোড অপশনটি আসলে আপনাকে নিচের স্ক্রিনশটের মত “Having trouble” এই অপশনটিতে ক্লিক করুন।
এই অপশনটিতে ক্লিক করার পর আপনি আরও কয়েকটি নতুন অপশন পেয়ে যাবেন। আর এই অপশন গুলো থেকে আপনাকে ” I don’t have my phone” এই অপশনটিতে ক্লিক করতে হবে।
তারপর ফেসবুক কর্তৃপক্ষ আপনাকে নোটিশ আকারে এটা জানিয়ে দেবে যে তারা ১২ ঘন্টার ভিতরে আপনাকে একটি কনফার্মেশন কোড পাঠাবে।
এই বিজ্ঞপ্তিটা এড়িয়ে যান এবং আপনি একটু নিচের দিকে নজর দিলে একটি অপশন দেখতে পারবেন, আর সেটা হল Contact us. আপনাকে এই অপশনটিতে ক্লিক করতে হবে।
এরপর ” Login Approval Code issue” নামক একটি নতুন পেজ আপনি দেখতে পারবেন।
আর এই পেইজটি আপনাকে সেইরকম ফিল করতে হবে যেরকমটা আমি নিচে স্ক্রিনশটে বুঝিয়ে দিয়েছি।
এখানে আপনাকে “Description of the issue” এ জায়গায় আপনি আপনার ইচ্ছা মত লিখতে পারেন।
কিংবা আপনি চাইলে আমি নিচে যা লিখে দিয়েছি তা কপি করে বসিয়ে দিতে পারেন।
HELLO SIR, VERIFY MY ACCOUNT AND SOLVED MY PROBLEM AS SOON AS POSSIBLE AND CLEAR MY FACEBOOK ACCOUNT FROM PROBLEM.OF PHOTO OF YOUSELF
তারপর একটু নিচে আপনি একটি কোড দেখতে পারবেন। এবং এটি কিভাবে ব্যবহার করবেন, তার সম্পর্কে বিষয়াদি নিচে একটি স্টিকার দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে।
আপনার যদি এই বিষয়টি বুঝতে সমস্যা হয়, তাহলে আমি যে বিষয়গুলো বলছি তা মনোযোগ সহকারে দেখুন।
এর জন্য আপনাকে একটি ফাঁকা কাগজে যে কোডটি দেওয়া হবে সেই কোডটি লিখতে হবে। তারপর ওই কাগজটি আপনার সামনে ধরে সেলফি তুলতে হবে।
এবং এরপর আপনাকে এটা সাবমিট করতে হবে।
আইডি ভেরিফাই হওয়ার প্রমাণপত্র
তারপর সেন্ড এ ক্লিক করলে ফরমটি ফেসবুক কর্তৃপক্ষের কাছে সেন্ড হয়ে যাবে, এবং তারা কিছু সময়ের মধ্যে আপনাকে জানিয়ে দেবে যে আপনার ফেসবুক একাউন্ট ভেরিফাই হয়ে গেছে।
প্রমানের জন্য আপনি নিচের স্ক্রিনশটটি দেখতে পারেন।
আশা করি বুঝতে পেরেছেন। আর এভাবেই আপনি চাইলে খুব সহজেই ফেসবুক আইডি ভেরিফাই করে নিতে পারবেন।
অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য।
HELLO SIR VERIFY MY ACCOUNT AND SOLVED MY PROBLEM AS SOON AS POSSIBLE AND CLEAR MY FACEBOOK ACCOUNT FROM PROBLEM.OF PHOTO OF YOUSELF
Login approved issue oi khane
Niche je copy Dibo oita gamil a den
Thanks 😊
ভাইয়া আপনি খুবি সুন্দর করে
বুজিয়ে বলেছে এবং একটা,
অসাধারণ বিষয় কে সহজ করে
দিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ।
কিন্তু আমি একটা বিষয় ক্লিয়ার করতে পারিনি। সেটা হলো,
আমি কি আমার, আগের যে ফোন ছিলো,
সেই ফোনের নাম লিখবো,ঐ মেসেজে,
প্লিজ ভাই দয়াকরে জানাবেন।।
আগের ফোন না। যে ফোনে এখন আপনার আইডি লগইন করে রেখেছেন, সে ফোনের নাম লিখে দিন।