আপনি চাইলে কয়েক শত ক্যাটাগরির জন্য ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। আর এই সমস্ত ভিন্ন ক্যাটাগরির মধ্যে থেকে একাউন্ট তৈরি করার জন্য প্রয়োজন ভিন্ন ক্যাটাগরির নাম। উদাহরণস্বরূপ, আবেগী ফেসবুক আইডির নাম।
আপনি যদি আবেগি ফেসবুক আইডির নাম সংগ্রহ করে নিতে চান এবং আপনার আবেগী ফেসবুক অ্যাকাউন্টের জন্য এই সমস্ত নাম ব্যবহার করতে চান, তাহলে সেগুলো এখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন।
তাহলে আর দেরি না করে এখনই এই আর্টিকেল থেকে এই সমস্ত নাম সংগ্রহ করে নিন এবং তারপর এখান থেকে আপনি একটি একাউন্টের জন্য এই সমস্ত নাম নির্বাচন করে নিন।
পোস্টের ভিতরে যা থাকছে
আবেগী ফেসবুক আইডির নাম
ফেসবুক একাউন্টে ব্যবহার উপযোগী যে সমস্ত আবেগী ফেসবুক একাউন্টের নাম রয়েছে কিংবা অথবা ফেসবুক আইডির নাম রয়েছে, সেগুলো আপনি চাইলে নিচে থেকে সংগ্রহ করে নিতে পারেন।
- ছ্যাঁকাপ্রাপ্ত ছেলেটি
- আমি আছি তুমি নাই
- অভিষেক সর্বজ্ঞ
- হিমাদ্রি তুষার
- বৈশাখী বাতাস
- ভালো ছেলে
- মহাশূন্যে আমি
- রঙ তুলি
- পেত্নীর জামাই
- তোমার জন্য
- স্বাধীন ভালবাসা
- সিঙ্গেল পার্সন
- পিওর ব্যাচেলর
- কাল রুদ্র
- নিস্তব্ধ প্রেম
- দুস্টের শিরোমণি
- মি পারফেক্ট
- ভালোবাসা অবিরাম
- মৃদু হাসি
- অপলোক দৃষ্টি
- অদ্ভুত বিজ্ঞানী
- অমাত্রিক সমীকরণ
- মামদো ভুত
- পিচ্চি শিশু
- তাল গাছ
- কুৎসিত দানব
- কাল্পনিক কল্পনা
- আল পিন
- দুঃখ কেন এই অবেলায়
- চলে যাও অবেলায়
- অনুভুতির কাব্যকন্যা
- ট্যালেন্ডেট কইন্যা
- মেঘকন্যা
- মুক্ত সেনিক
- তালপাতার সেপাই
- অজানা বালক
- রক্তাক্ত হাত
- সোনার চাবি
- এলো মেলো
- আজকের গুজব
- ভালবাসা ভালবাসা
- আমি পাগল
- পাথরে ফোটা ফুল
- ক্ষুদিরাম
- প্রহেলিকার মৃত্যু
- আমি অবাঞ্ছিত
- চন্দ্রাতাপ
- কাল্পনিক কল্পনা
- ফুসকা ওয়ালী
- কালো কাক
উপরে যে সমস্ত আবেগী ফেসবুক একাউন্টের নাম দেয়া হয়েছে সেগুলো আপনি চাইলে নিঃসন্দেহে আপনার ফেসবুক অ্যাকাউন্টে ব্যবহার করতে পারবেন।
এই সমস্ত নাম ফেসবুকের পলিসি স্ট্যান্ডার্ডের অন্তর্ভুক্ত। এবং আপনি যদি চান তাহলে আপনার ফেসবুক একাউন্টের জন্যই সমস্ত নাম নির্বাচন করে নিতে পারবেন।
আবেগি ফেসবুক আইডির নাম ব্যাবহার করা কতটা যৌক্তিক?
অনেকেই তাঁদের নিজের ফেসবুক একাউন্টের নাম হিসাবে তাদের নিজের যে নাম রয়েছে সেটা না দিয়ে অন্য যেকোন রকমের নাম দিতে বেশী পছন্দ করেন।
অর্থাৎ কেউ কেউ তাদের ফেসবুক একাউন্টের নাম হিসেবে কাব্যিক ফেসবুক একাউন্টের নাম কিংবা যে কোনো রকমের স্টাইলিশ ফেসবুক একাউন্টের নাম ব্যবহার করতে বেশি আনন্দ পান।
তবে ফেসবুক একাউন্টের নাম হিসেবে এই সমস্ত কাব্যিক ফেসবুকে অ্যাকাউন্ট নাম কিংবা আবেগী ফেসবুক আইডির নাম অথবা যে কোনো রকমের স্টাইলিশ আইডির নাম কতটা যৌক্তিক?
আপনি যদি ফেসবুক পলিসি স্ট্যান্ডার্ডের দিকে লক্ষ্য রাখেন তাহলে দেখতে পারবেন ফেসবুক প্রতিনিয়তই এটা বলে যাচ্ছে যে আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের জন্য একটি নাম নির্বাচন করতে চান, তাহলে একটি রিয়াল নাম নির্বাচন করুন।
এই সমস্ত নাম একজন মানুষের হয়ে থাকে কিংবা মানুষ হিসেবে যে সমস্ত নাম রাখা যায় সে সমস্ত নাম নির্বাচন করার কথা ফেইসবুক পলিসি স্ট্যান্ডার্ডে বলা হয়েছে।
এখন আপনি যদি তাদের পলিসি অমান্য করেন এবং যেকোন রকমের ফেসবুক একাউন্টের নাম ব্যবহার করেন তাহলে সেটি আপনার ফেসবুক অ্যাকাউন্টের জন্য হানিকারক হতে পারে।
অনেক সময় দেখা দিতে পারে আপনার ফেসবুক অ্যাকাউন্টে লক জনিত সমস্যা। এক্ষেত্রে কোনো কোনো সময় আপনার ফেসবুক একাউন্টের নামলক লেগে যেতে পারে কিংবা কোন কোন সময় ফেসলক সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে।
সেজন্যই এই সমস্ত ঝুঁকি এড়াতে আপনার এর জন্য যে সঠিক নাম রয়েছে সেই নামটি ব্যবহার করার অনুরোধ করা হল।
তবে আপনি যদি সাময়িক সময়ের জন্য এসমস্ত একাউন্টের নাম নির্বাচন করতে চান তাহলে সেটি ভিন্ন কথা। এছাড়াও কেউ যদি তাদের ফেক অ্যাকাউন্ট এর জন্য এই সমস্ত নাম নির্বাচন করে তাহলে সেটিও ভিন্ন কথা।
তবে সর্বাধিক রিকমেন্ডেশন থাকবে ফেসবুক একাউন্টের নাম হিসেবে একটি সঠিক এবং শুদ্ধ নাম নির্বাচন করে নেওয়া। যাতে করে আপনার ফেইসবুক একাউন্ট কোন রকমের পলিসি ভায়োলেশন সংক্রান্ত জটিলতার মধ্যে না পড়ে।