Smart Card Distribution – কখন বিতরণ হবে স্মার্ট কার্ড?

আমাদের মধ্যে অনেকেই আছেন যারা বাংলাদেশের নাগরিক হিসেবে স্বীকৃতি প্রদান কৃত সত্তা, যেটাকে আমরা বর্তমানের স্মার্ট এনআইডি কার্ড হিসেবে জানি তার নতুন ব্যবহারকারী হওয়ার জন্য  Smart Card Distribution সম্পর্কে জানতে চান।

Smart Card Distribution সম্পর্কে কেন জানতে চাইবেন?

আপনি হয়তো অন্যান্যদের সহযোগিতায় বাংলাদেশের ভোটার লিস্টে নাম উঠিয়ে নিতে পেরেছেন, এবার আপনাকে অপেক্ষা করতে হবে এটা আপনি কতদিন পরে পাবেন, এই বিষয়ের প্রতি।

আপনাকে অবশ্যই স্মার্ট কার্ড বিতরণ করার আগ অবধি অপেক্ষা করতে হয়, কিন্তু আপনি হয়তো জানেনই না যে এই স্মার্ট কার্ড কখন বিতরণ করা হবে।

তবে আজকের এই পোস্টটিতে আমি আলোচনা করব কিভাবে আপনি খুব সহজেই smart card distribution এ অংশ নিতে পারবেন?

এবং সবার আগে এই সম্পর্কে তথ্য জেনে নিতে পারবেন।

আপনি চাইলে দুইটি কার্যকরী উপায় আপনার স্মার্ট কার্ড বিতরণের সময়সূচী কিংবা স্মার্ট কার্ড বিতরণ অংশগ্রহণ করতে পারেন।

এর মধ্য একটি হলো বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইট, আর অপরটি হলো আপনার ফোনের ভয়েস এসএমএস এর মাধ্যমে।

কিভাবে এই দুটি স্টেপ এর মাধ্যমে আপনি আপনার স্মার্ট এনআইডি কার্ড খুঁজে পাবেন? পুরোপুরি গাইডলাইন আমি নিচে আলোচনা করেছি।

বাংলাদেশ নির্বাচন কমিশন ওয়েবসাইট

এক্ষেত্রে প্রথমেই আপনাকে নিচের দেয়া লিঙ্কে ক্লিক করতে হবে এবং তারপর আমি যেভাবে step-by-step বর্ণনা করব সে অনুযায়ী কাজ সম্পাদন করতে হবে।

Check Status

এক্ষেত্রে আপনি এখানে তিনটি বক্স দেখতে পারবেন, আর এগুলো কিভাবে ফিলাপ করবেন? এটা নিচে থেকে বিস্তারিত জানুন!

Smart Card Distribution| কখন বিতরণ হবে আপনার স্মার্ট কার্ড?

 

এন.আই.ডি  অথবা  ভোটার নিবন্ধন ফরমের স্লিপ নম্বরঃ এখানে আপনি আপনার এনআইডি কার্ডের একদম শেষের দিকে I’D Number বলে একটি অপশন আছে, এখানে দেয়া কোডগুলো বসিয়ে দিতে হবে।

জন্মতারিখ: এখানে আপনি আপনার ভোটার আইডি কার্ডের যে জন্ম তারিখ দিয়েছিলেন, সেই জন্ম তারিখটি একদম নির্ভুলভাবে বসিয়ে দিন।

এরপর একদম নিচের দিকে আপনি দেখতে পারবেন Enter Your captcha

এই অপশনটির কিছু আগে  বা উপরে আপনি কিছু ইমেজ রি ক্যাপচা দেখতে পারবেন, এগুলো দেখে যথাযথ বসে দিতে হবে।

অর্থাৎ এই রিক্যাপচা গুলোর মধ্যে যে বিষয়গুলো বিদ্যমান থাকবে, সেগুলোকেই ওই রিক্যাপচা নামক বক্সটিতে দিতে হবে।

 

Smart Card Distribution| কখন বিতরণ হবে আপনার স্মার্ট কার্ড?

উপরে দেয়া প্রত্যেকটি বক্স যথাযথভাবে  ফিলাপ করার পরে, আপনাকে ক্লিক করতে হবে “কার্ড বিতরণ তথ্য দেখুন” নামক অপশনটিতে।

তাহলে আপনি আপনার স্মার্ট এনআইডি কার্ড বিতরনের সঠিক তথ্য পেয়ে যাবেন৷ আপনি চাইলে আরেকটি উপায়ও তা করতে পারেন।

এসএমএস

আপনি চাইলে আপনার স্মার্টফোন ব্যবহার করার মাধ্যমে এসএমএসের মাধ্যমে আপনার স্মার্ট কার্ড বিতরণের তথ্য পেয়ে যেতে পারেন।

আপনাকে নিম্নলিখিত পদক্ষেপ অনুযায়ী কাজ করতে হবে-

প্রথমে আপনার স্মার্টফোন থেকে মেসেজ নামক অপশনটিতে ক্লিক করুন, এরপর মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SC তারপর একটি স্পেস> আপনার পুরাতন আইডি কার্ডের 17 ডিজিট নাম্বার> তারপর পাঠিয়ে 105 নাম্বারে।

এই পুরো মেসেজ এর ব্যাপারটা অনেকটা এরকম হবে SC>SPACE>NID Card Number> পাঠিয়ে দিন 105 নাম্বারটিতে।

 

Smart Card Distribution| কখন বিতরণ হবে আপনার স্মার্ট কার্ড?

তাহলে ফিরতি এসএমএস এর মাধ্যমে তারা আপনাকে জানিয়ে দিবে যে আপনার স্মার্ট কার্ড টি কখন বিতরণ হবে।

আর উপরের দুইটি নিয়ম অনুযায়ী  আপনি চাইলে Smart Card Distribution এই অংশগ্রহণ নিতে পারবেন খুব সহজেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top