বর্তমান সময়ে সবচেয়ে বহুল ব্যবহৃত সোসিয়াল গণমাধ্যমগুলোর মধ্যে সর্বোচ্চ স্থানটি দখল করে আছে ফেসবুক নামক একটি সোসিয়াল গণমাধ্যম।টুইটার একাউন্ট খোলার নিয়ম কি?
তবে সোসিয়াল গণমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে আপনি যদি শুধুমাত্র ফেসবুকে সময় ব্যবহার করেন এবং মনে করেন যে এটি সবচেয়ে ভালো তাহলে এটি একটি ভুল ধারণা।
কারণ ফেসবুকের মত এরকম আরো অনেক জনপ্রিয় সোশাল গণমাধ্যম আছে যেগুলো হয়তো আপনারা কিংবা আমি ব্যবহার করি না কিন্তু এগুলো জনপ্রিয়তা আকাশচুম্বী।
এর মধ্যে একটি জনপ্রিয় একটি সোসিয়াল গণমাধ্যম হচ্ছে টুইটার। এই সোসিয়াল গণমাধ্যম এর নাম জানা থাকলেও আমরা হয়তো এখন অব্দি টুইটারের একটি অ্যাকাউন্ট খুলিনি।
আর আজকের এই পোস্টটিতে আমি আলোচনা করব টুইটার একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে ; যা অবশ্যই আপনার কাজে আসবে।
টুইটার একাউন্ট খোলার নিয়ম
এজন্য প্রথমেই আপনাকে নিচের দেয়া লিঙ্কে ভিজিট করতে হবে এবং তারপর আমার দেখানো প্রসেস অনুযায়ী স্টেপ বাই স্টেপ কাজ চালিয়ে যেতে হবে।
লিংকে ভিজিট করার পর যেহেতু আপনি নতুন একটি টুইটার একাউন্ট খুলতে চান, এজন্য আপনাকে Sign Up এ ক্লিক করতে হবে।
এবার আপনাকে সম্পূর্ণ নতুন একটি ট্যাবে নিয়ে আসা হবে। আপনাকে এখানে দেয়া ইনফরমেশনগুলো যথাযথভাবে ফিলাপ করতে হবে।
Name: এখানে আপনি টুইটার একাউন্টের যে নাম দিতে চান, সেই নামটি সিলেক্ট করে নিন।
Phone: এখানে আপনাকে আপনার ব্যবহৃত একটি ফোন নাম্বার দিতে হবে। আপনার নাম্বার দেয়ার পুর্বে আপনার কান্ট্রি কোডসহ ফোন নাম্বারটা দিতে হবে।
যেমন, আপনি যদি বাংলাদেশের অধিবাসী হন তাহলে বাংলাদেশে ব্যবহৃত কান্ট্রি কোড সহ আপনার নাম্বারটি এভাবে দিতে হবে +88017XXXXX
অথবা আপনি চাইলে Use of Email এ ক্লিক করে আপনার ব্যবহৃত একটি ইমেইল এড্রেস এর মাধ্যমে একটি টুইটার একাউন্ট খুলতে পারবেন।
Date of birth : এখানে আপনার সঠিক জন্ম তারিখ দিতে হবে। এবং তারপরে উপরে দেয়া Next বাটনটিতে ক্লিক করতে হবে।
এবার আপনি যে ফোন নাম্বার কিংবা ইমেইল দিয়েছিলেন এতে একটি ভেরিফিকেশন কোড যাবে।
আপনাকে অবশ্যই ওই জিমেইল কিংবা কোন নাম্বার থেকে ওই ভেরিফিকেশন কোড কালেক্ট করে নিতে হবে। এবং তারপরে একাউন্ট ভেরিফাই করে নিতে হবে।
এবার অবশ্যই আপনাকে ওই টুইটার অ্যাকাউন্টের জন্য একটি পাসওয়ার্ড নির্বাচন করতে হবে। পাসওয়ার্ড নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই আপনাকে স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে।
আর আপনার ব্যবহৃত পাসওয়ার্ডটি কে স্ট্রং করার জন্য এতে আপনি চাইলে বিভিন্ন স্পেশাল ক্যারাক্টার হিসাবে (“&!₩)@) এগুলো ব্যবহার করতে পারবেন।
একটি শক্তিশালী মানানসই পাসওয়ার্ড দেয়া হয়ে গেলেই আপনার টুইটার একাউন্ট তৈরি করা হয়ে গেছে।
এবার আপনাকে অবশ্যই আপনার টুইটার অ্যাকাউন্টের জন্য একটি প্রোফাইল পিকচার সিলেক্ট করতে হবে।
এছাড়াও আপনি চাইলে আপনার টুইটার একাউন্টের কভার ফটো সহ আপনার যে কোন ডিটেইলস টুইটার একাউন্ট এর এবাউট সেকশন থেকে দিতে পারবেন।
এছাড়াও আপনি আপনার প্রোফাইল থেকে সম্পূর্ণ কমপ্লিট করার জন্য চাইলে ফেসবুকের মতো এখানে বায়ো এবং অন্যান্য ডাটা গুলো দিতে পারবেন।
আর উপরে উল্লেখিত উপায়ে আপনি চাইলে একটি টুইটার একাউন্ট তৈরী করে নিতে পারবেন।
টুইটার একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে আশা করি জেনে গেছেন।