অবশ্য ভিজিটরই হল এই সমস্ত পেইজ এর প্রাণ বিন্দু অর্থাৎ ভিজিটর ছাড়া এ সমস্ত পেইজের কোন মূল্য নেই। এক কথায় মূল্যহীন।
তবে অনেক সময় দেখা যায় আমাদের পেজে ভিজিটর পোস্ট করার অপশনটি চালু করা থাকে, যার কারণে যে কেউ যেকোনো পোস্ট করতে পারে।
আসলে এগুলা অনেক সময় বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। আমরা চাই যে কিভাবে ভিজিটরের পোস্ট করার অপশন টি বন্ধ করা যায়?
আজকের এই পোস্টে আমি আলোচনা করব কিভাবে আপনি খুব সহজেই আপনার ফেসবুক পেইজের ভিজিটরের পোস্ট করার অপশন বন্ধ করতে পারবেন?
ফেসবুক পেইজে ভিজিটরের পোস্ট বন্ধ করার নিয়ম
এর জন্য আপনাকে আপনার ফেসবুক পেজে যেতে হবে, যে পেইজটির আপনি ভিজিটর পোস্ট অপশন বন্ধ করতে চান।
তারপর আপনি যদি মোবাইল থেকে কাজটি করতে চান, তাহলে যে ব্রাউজার দিয়ে ভিজিট করেছেন সেই ব্রাউজারটিকে ডেস্কটপ মোড এ নিয়ে যান।
কিংবা আপনি যদি মেইন ফেইসবুক অ্যাপ ব্যবহার করেন, তাহলে এত কিছু দরকার হবে না।
তারপর আপনাকে এই পেইজটির জেনারেল সেটিং এ যেতে হবে এবং নিচের স্ক্রিনশটটি ফলো করুন।
উপরে দেওয়া “Visitor post” এই অপশনটিতে ক্লিক করার পর নিচের মত দুটি অপশন দেখা যাবে।
অপশন গুলো “Allow Visitor To the page to publish post” এটাই যদি টিক চিহ্ন দেওয়া থাকে তাহলে ভিজিটর আপনার পেইজে পোস্ট করতে পারবে।
এবং আপনি চাইলে “Disable post By other people on the page” এই অপশনটি সিলেক্ট করলে আপনি ছাড়া অর্থাৎ পেইজের এডমিন এডিটর ছাড়া কেউ পোস্ট করতে পারবে না।
আর উপরে উল্লেখিত উপায়ে আপনি চাইলে খুব সহজেই ফেসবুক পেইজে ভিজিটরের পোস্ট বন্ধ করার নিয়মে ফেসবুক পেজে ভিজিটেরর পোস্ট বন্ধ করতে পারবন।