আমরা অনেক সময় চাই আমাদের ফেসবুক আইডিটা কে ভেরিফাই করতে। এর মূল কারণ হতে পারে আপনার ফেসবুকে থাকা ঝুঁকি। ফেসবুক একাউন্ট ভেরিফাই করার নিয়ম কি?
কারণ ফেসবুকে এরকম অনেক অসাধু স্প্যামার আছে, যারা রিপোর্ট করে আপনার আইডি টা কে ডিজেবল করে দিতে পারে।
আপনার ফেসবুক আইডি যদি ভেরিফাই করা না থাকে তাহলে অল্প রিপোর্ট এর ফলে আপনার ফেসবুক আইডি ডিজেবল হয়ে যেতে পারে।
শুধু এটা নয়, রিপোর্ট করার পরে আপনি এটাও নিশ্চিত নন যে আপনি যে আইডেন্টিফাই দিয়ে তা ফেরত আনবেন তা দিয়ে ফেরত করা কি সম্ভব হবে?
এর জন্য আমরা চাই আমাদের ফেসবুক আইডিটা কে ভেরিফাই করতে।
কিন্তু আপনি যদি আপনার ফেসবুক আইডিটা কে ভেরিফাই করতে চান, তাহলে অবশ্যই আপনাকে আপনার আইডিটা কে ডিজেবল করতে হয়।
এটা করতে আসলে আমাদের সকলের মনে ভয় চলে আসে। কারণ এরকম অনেক সময় দেখা যায় যে ডিজেবল করার পর আইডিটা আর ফেরত আসে না।
এই পোস্টটিতে আমি আলোচনা করেছি কিভাবে আপনি আপনার ফেসবুক আইডিটা কে ডিজেবল করা ছাড়াই ভেরিফাই করতে পারবেন।
ফেসবুক একাউন্ট ভেরিফাই করার নিয়ম
এর জন্য প্রথমে আপনাকে আপনার ফেসবুক আইডিতে লগইন করতে হবে, যে আইডিটা কে আপনি ভেরিফাই করতে চান।
তারপর আপনার একাউন্ট সেটিং থেকে Generel অপশনটি সিলেক্ট করুন।
তাহলে আপনি একটি অপশন দেখতে পারবেন সেটা হলো: “identity Confirmation” এটাতে ক্লিক করুন।
তারপর তারা আপনাকে সাজেস্ট করবে আপনার ফেইসবুক একাউন্টের পাসওয়ার্ড দিতে আপনি আপনার পাসওয়ার্ডটি দিয়ে দিন।
এবার আপনাকে আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে আমরা যেহেতু বাংলাদেশি তাই বাংলাদেশ কান্ট্রি টি সিলেক্ট করুন।
আপনার কান্ট্রি সিলেক্ট করা হয়ে গেলে তারপর “গেট স্টার্ট” এ ক্লিক করুন!
এবার আপনাকে এক্সট্রা প্রোটেকশন টু ফ্যাক্টর ভেরিফিকেশন অন করার কথা বলবে।
আপনার ফেসবুক আইডিতে যদি এটা আগে থেকে অন করা থাকে তাহলে ভালো। অন্যথায়, আপনি আপনার যে কোন একটা ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে এটা অন করে দিন!
নাম্বারটি দেওয়ার পর আপনাকে তারা যে ভেরিফিকেশন কোড টি পাঠাবে ওটা যথাযথ বসিয়ে দিলেই আপনি নিচের স্ক্রীনশটএর মত একটি পেইজ দেখতে পারবেন।
এবং নিচের স্ক্রীনশটএর মত আপনি “Confirm Identity” এটাই ক্লিক করুন তাহলে আপনাকে নেক্সট পেইজে নিয়ে যাওয়া হবে।
তারপর আপনি নিচের পেইজ এর মত আমি যে অপশনটি সিলেক্ট করেছি অপশনটি সিলেক্ট করুন।
আর সেটা হলো “Upload Your id” ক্লিক করুন এবং তারপর নেক্সট চাপুন।
তারপর আপনি যা দিয়ে ভেরিফাই করতে চান সেটার উপর ক্লিক করুন।
আমি যেহেতু নেশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে চাই তাই আমি “National ID card” এর উপর ক্লিক করলাম।
আপনি এখানে অনেকগুলো ডকুমেন্ট দিয়ে একাউন্ট ভেরিফাই করে নেয়ার মত অপশন পাবেন, এই সমস্ত ডকুমেন্ট আপনার পছন্দ অনুযায়ী সিলেক্ট করে নিন।
এবার আপনাকে আপনার ন্যাশনাল আইডি কার্ড কিংবা পাসপোর্ট থেকে আপলোড করতে হবে।
মনে রাখবেন, যেই ডকুমেন্ট দেন না কেন ওই ডকুমেন্ট এর নাম এবং ডেট অফ বার্থ যেন আপনার ফেসবুকের নাম এবং ডেট অফ বার্থ এর সঙ্গে যাতে মিল থাকে।
আর আপনি যদি কোন কার্ড এডিট করে থাকেন, তাহলে সেটা একেবারে নিখুত ভাবে এডিট করুন। যাতে একদম রিয়াল কার্ডের মত দেখা যায়।
এবার আপলোড করা হয়ে গেলে আপনি নিচের স্ক্রীনশটএর মত একটি পেইজ দেখতে পারবেন এবং সেখানে লেখা থাকবে যে আপনার আইডেন্টিফাই রিভিউ তে চলে গেছে।
এবং সবকিছু ঠিক থাকলে তারা ২৪ কিংবা ৪৮ ঘণ্টার মধ্যে আপনাকে মেইল করে জানিয়ে দেবে যে আপনার ফেসবুক আইডি ভেরিফাই হয়েছে নাকি হয়নি।
এটা নির্ভর করবে আপনার আইডেন্টিটি এর উপর।
তার উপরে উল্লেখিত উপায়ে আপনি চাইলে ফেসবুক একাউন্ট ডিজেবল করা ছাড়াই আপনার ফেসবুক একাউন্ট ভেরিফাই করে নিতে পারবেন।
এছাড়াও আপনি যদি অ্যাকাউন্ট ভেরিফাই করা নিয়ে কোনো রকমের সমস্যার মধ্যে পতিত হন, তাহলে কমেন্ট করে আমাদেরকে এই বিষয়ে জানাতে পারেন।
Parbes Vai,Amer akta account hack hoicey seta back korbo ki korey,Jodi bolen to vlo hoito
আমাদের ইমেইল করুন। email: [email protected]
ব্রাদার আমি আমি অনেক বার ট্রাই করেছি। বাট আইডি ভেরিফাই হয়না। 48 ঘণ্টা সময় নেয় কিন্ত পরে দেখায় যে আইডি ভেরিফাই হয়নি
ডকুমেন্টে সমস্যা আছে মনে হয়।