মুক্তপাঠে কোর্স করার নিয়ম – ( কিছু বোনাস টিপস)

আপনি যদি অনলাইনে বিভিন্ন রকমের ফ্রী কোর্স করতে চান, তাহলে আপনার জন্য এক অনন্য প্ল্যাটফর্ম হচ্ছে মুক্তপাঠ৷ মুক্তপাঠে কোর্স করার নিয়ম কি?

কিভাবে আপনি চাইলে খুব সহজেই মুক্তপাঠে কোর্স করতে পারবেন, সেই সম্পর্কে এই আর্টিকেলে বিস্তারিতভাবে আলোচনা করা হবে।

মুক্তপাঠে কোর্স করার নিয়ম

আপনি যদি মুক্তপাঠে কোর্স করতে চান, তাহলে প্রথমত মুক্তপাঠের ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

নিম্নলিখিত লিংকে ক্লিক করার মাধ্যমে আপনি চাইলে সেই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন।

Enrol now

যখনই আপনি উপরিউল্লিখিত লিংকে ভিজিট করবেন তখন, এই ওয়েব সাইটে যতগুলো কোর্স বিদ্যমান রয়েছে সমস্ত কোর্সগুলো আপনি দেখতে পারবেন।

এবার আপনি যে কোর্সটি করতে ইচ্ছুক, সে কোর্সটির উপরে ক্লিক করুন।

এছাড়াও আপনি চাইলে এখানে কিছু সার্চ বার করেছে, সেই সার্চবার ব্যবহার করার মাধ্যমে আপনার কোর্সটি খুঁজে নিতে পারেন।

যদি আপনার অনুসন্ধানকৃত কুষ্টি মুক্তপাঠে থেকে থাকে, তাহলে সার্চ করার মাধ্যমে আপনি সেটি খুঁজে বের করে নিতে পারবেন।

যখনই আপনি আপনার পোষ্টটি খুঁজে বের করে নিতে সক্ষম হবেন, তখন সেই কোর্সটির উপরে ক্লিক করুন।

মুক্তপাঠে কোর্স করার নিয়ম ( কিছু বোনাস টিপস)

আপনার পছন্দের কোর্সটির উপরে ক্লিক করে দেয়ার পরে এবার আপনি সেই কোর্স রিলেটেড সমস্ত ডিটেলস গুলো দেখতে পারবেন।

আপনি সেই লিকোর্স রিলেটেড সমস্ত ডিটেলস গুলো ভালোভাবে পড়ে নিতে পারেন কিংবা আপনি যদি সেটি পড়ার ইচ্ছা প্রকাশ না করেন, তাহলে ডাইরেক্টলি “কোর্সটি শুরু করুন” নামে যে বাটন পাবেন, সেটির উপরে ক্লিক করে দিন।

মুক্তপাঠে কোর্স করার নিয়ম ( কিছু বোনাস টিপস)

কোর্সটি শুরু করার মত যে বাটনটি রয়েছে, সেটি উপরে ক্লিক করার পরে আপনার সামনে একটি পপ-আপ অপেন হবে।

অর্থাৎ এখানে একটি একাউন্ট তৈরী করে নিতে হবে কিংবা পূর্বে থেকে যদি আপনার মুক্তপাঠে কোন একটি একাউন্ট থাকে তাহলে, সেখানে লগইন করে নিতে হবে।

আপনি যদি এখানে পূর্বে থেকে কোন একটি অ্যাকাউন্ট তৈরি করে রাখেন, তাহলে সেই অ্যাকাউন্ট ডিটেইলস দেয়ার মাধ্যমে লগ-ইন করে নিন।

পূর্বে দেখে আপনার যদি কোন অ্যাকাউন্ট তৈরি করা না থাকে, তাহলে রেজিস্টার করুন নামের যে বাটন পাবেন, সে বাটনটি উপরে ক্লিক করুন।

যখন আপনি রেজিস্ট্রেশন করার মত যে বাটনটি পাবেন সেই বাটনটিতে ক্লিক করে দিবেন, তখন রেজিস্ট্রেশন করার জন্য যে সমস্ত ইনফর্মেশন দেয়ার প্রয়োজন সেগুলো দেখতে পারবেন।

এখানে আপনি কি কি ইনফরমেশন দেয়ার মাধ্যমে রেজিস্ট্রেশন করার কাজ সম্পন্ন করবেন, সে সমস্ত ইনফরমেশন গুলো দিয়ে বক্সগুলো ফিলাপ করে নিন।

যখনই সমস্ত ইনফরমেশন দেয়ার কাজ সম্পন্ন করে নিবেন, তখন একদম সর্বশেষে রেজিস্টার নামে যে বাটন পাবেন, সেটির উপরে ক্লিক করে দিন।

মুক্তপাঠে কোর্স করার নিয়ম ( কিছু বোনাস টিপস)

নোট: তাদের ওয়েবসাইটে বিভিন্ন সময়ে টেকনিকেল রিলেটেড জটিলতা দেখা দেয় যার কারণে আপনার ভেরিফিকেশন কোড নাও আসতে পারে। এক্ষেত্রে আপনি অপেক্ষা করুন এবং পুনরায় চেষ্টা করুন।

যখন সমস্ত বাধা কাটিয়ে একাউন্ট তৈরি করার কাজ সম্পন্ন করে নিবেন তখন, আপনি যে কোর্সের মধ্যে ক্লিক করেছিলেন সেই কোর্স করার পরবর্তী অংশ চলে যেতে পারবেন।

লগিন করার কাজ সম্পন্ন করে নেয়া হয়ে গেলে আপনি কোর্সটি সম্পন্ন নিতে পারবেন এবং পরবর্তীতে আপনি চাইলে আপনার প্রয়োজন অনুসারে সেই কোর্সটি করতে পারবেন।

অর্থাৎ এখানে থাকা স্টেপগুলো মধ্যে একমাত্র স্টেপ হিসেবে আপনাকে কোর্স খুঁজে বের করতে হবে এবং তারপর একাউন্ট তৈরী করে নিতে হবে এবং তারপরে কোর্সটি করার কাজ সম্পন্ন করে নিতে হবে।

মুক্তপাঠে কি কি রকমের কোর্স রয়েছে?

মুক্তপাঠে, বর্তমান সময়ে পোস্ট করার পরে আমি যতটা কোর্সের কথা মেনশন করবো আপনি যখন এই পোস্টটি দেখবেন, তখন কোর্সের সংখ্যা বৃদ্ধি পেতে পারে।

কারণ তারা প্রতিনিয়ত নতুন ফ্রী কোর্স যুক্ত করার মিশনে নেমেছে।

এক্ষেত্রে আপনাকে কোর্সটি সার্চ করার মাধ্যমে খুঁজে বের করে নিতে হবে এবং তারপরে সেই কোর্সটি করার কাজ সম্পন্ন করে নিতে হবে।

এখানে আপনি গৃহ প্রশিক্ষণ, ইন্টারনেট রিলেটেড, কৃষিকাজে রিলেটেড কম্পিউটার রিলেটেড সহ বিভিন্ন রকমের কোর্স পাবেন।

কোর্স করার পরে কি সার্টিফিকেট পাওয়া যাবে?

আপনি যদি এখানে কোর্স করেন, তাহলে কোর্স করার কাজ সফলভাবে সম্পন্ন করে নেয়া হয়ে গেলে কোর্স থেকে আপনি একটি সার্টিফিকেট পাবেন।

সার্টিফিকেট দেখে নিলে যে কেউ বুঝতে পারবে যে, আপনি এই রিলেটেড এক্সপার্ট। এবং আপনি এই রিলেটেড কোন একটি কাজ করেছেন।

সার্টিফিকেট নেয়ার ক্ষেত্রে কোনো রকমের জটিলতা দেখা দিবেনা। কোর্সটি সফলভাবে সম্পন্ন করা হয়ে গেলে আপনি সার্টিফিকেট পেয়ে যাবেন।

শেষ কথাঃ কোর্স করার আপনি যদি আরো সহজ ভাবে সম্পন্ন করতে চান তাহলে আপনি চাইলে মুক্তপাঠের সফটওয়্যার ব্যবহার করতে পারেন।

সফটওয়্যারটি ব্যবহার করার মাধ্যমে যে কেউ চাইলে সহজেই যেকোন রকমের কোর্স নিতে পারবে এবং সেই কাজটি সহজ ভাবে সম্পন্ন করতে পারবে।

এ কাজটি করার জন্য আপনি চাইলে নিম্নলিখিত লিংক থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারেন এবং তারপরে আপনার প্রয়োজন অনুসারে কোর্সগুলো হ্যান্ডেল করতে পারেন।

Download

সফটওয়্যারটি ডাউনলোড করে নেয়া হয়ে গেলে আপনার ই-মেইল অ্যাড্রেসের পাসওয়ার্ড দেয়ার মাধ্যমে সফটওয়্যার এ লগইন করে নেন, তাহলে আপনার পূর্ববর্তী হিস্টরি গুলো দেখতে পারবেন।

তাহলে আর দেরি না করে এখুনি উপরে উল্লেখিত নিয়ম অনুসারে মুক্তপাঠে কোর্স করার কাজটি সম্পন্ন করে নিন।

মুক্তপাঠে কোর্স করার নিয়ম সম্পর্কে এই আর্টিকেলের বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top