এসইও কি? কিভাবে সার্চ ইন্জিন অপ্টিমাইজেশন কাজ করে

যে পদ্ধতির মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিন-এর প্রথম পৃষ্ঠায় নিয়ে আসার জন্য প্রযুক্তিগত কৌশল ব্যবহার করা হয়ে থাকে, সেই প্রযুক্তিগত কৌশল হলো  এসইও  কি (SEO) বা Search Engine Optimization এর সঠিক উত্তর।

তাহলে চলুন, এসইও কি বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে বিস্তারিত জেনে নেই।

এসইও কি?

এসইও (SEO) শব্দের অর্থ হচ্ছে Search Engine Optimization. যে পদ্ধতির মাধ্যমে একটি ওয়েবসাইট এবং কি-ওয়ার্ড কে র‌্যাংকিং করানো হয়, সেই পদ্ধতিকে Search Engine Optimization বা SEO বলে।

আমরা যখন গুগল সার্চ ইঞ্জিনে বা অন্য কোন সার্চ ইন্জিনে যেকোন কোন কিছুর তথ্য খোঁজ করি, তখন গুগল কিংবা ঐ সার্চ ইঞ্জিন কতগুলো রেজাল্ট দেখায়।

আর যেই কারণে গুগল কিংবা কোন সার্চ ইঞ্জিন ওই রেজাল্টগুলো দেখায়, সেই কারণ কিংবা পদ্ধতিকে বলা হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন।

এসইও কেন গুরুত্বপূর্ণ? 

এসইও (SEO) করার মূল উদ্দেশ্য হল সার্চ ইঞ্জিন রেজাল্টে প্রথম সারিতে রাখা। তাহলে চলুন জেনে নেই, একটি ওয়েবসাইট এর জন্য এসইও (SEO) করা কেন গুরুত্বপূর্ণ?

  • আপনার ওয়েবসাইটের দর্শক বা আপনার অনলাইন স্টোরের গ্রাহকদের পেতে।
  • এসইও শুধুমাত্র সার্চ ইঞ্জিন নয়, একটি ওয়েবসাইটের ব্যবহারকারীর অভিজ্ঞতা এবং ব্যবহারযোগ্যতা উন্নত করে।
  •   একটি ওয়েবসাইট এর কীওয়ার্ডগুলি অনুসন্ধান করার জন্য এসইও(SEO) এর প্রয়োজন।
  •   এসইও ওয়েব সাইটের সামাজিক প্রচারের জন্য ভাল।
  •   ওয়েবসাইট এ ট্রাফিক বৃদ্ধি এবং সাইটে সামগ্রী প্রচার করার জন্য এসইও(SEO) করা প্রয়োজন।
  •   সার্চ ইঞ্জিন অপ্টিমাইজ করা ওয়েবসাইটে গ্রাহক এবং বিক্রি বাড়ানোর জন্য এসইও(SEO) করা প্রয়োজন।

একজন মার্কেটার কেন এসইও শিখবে?

আপনার ওয়েবসাইট যখন প্রথম সারির ওয়েবসাইটের মধ্যে থাকে তখন আপনার ওয়েবসাইটে ভিজিটরের পরিমাণ বেড়ে যায়।

☑ একটি ওয়েবসাইট এ কিভাবে এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন  করতে হয়, সেই সম্মন্ধে সঠিক গাইডলাইন পেতে বিস্তারিত দেখুন অথবা আপনি bongiyo.com এর এসইও (SEO) কোর্সটিও করে নিতে পারেন।

যদি আপনার সাইটটি একটা এফিলিয়েট সাইট বা অনলাইন দোকান হয় তাহলে বেশি ভিজিটর হলে সেল বেশি হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে চলুন জেনে নেই একজন মার্কেটার যে কারনে এসইও(SEO) শিখবে-

  •  ওয়েবসাইটকে র‍্যাঙ্ক করাতে চান,তাহলে এসইও(SEO) করতে হবে।
  •   ওয়েবসাইটে ট্রাফিক বৃদ্ধির জন্য এসইও(SEO) প্রয়োজন।
  •   ভিজিটর বাড়ানো, পরিচিতি আর প্রসারও এর জন্য এসইও(SEO) করতে হবে।

বর্তমানে অনেক ডিজিটাল মার্কেটার আছে, যারা শুধু ক্লায়েন্ট সার্ভিস দিয়ে প্রতিমাসে লক্ষ লক্ষ টাকা আয় করছে।

একজন মার্কেটার যদি সঠিকভাবে এসইও শিখতে পারে তাহলে সে তার পণ্য ও সার্ভিস খুব সহজেই বিক্রি এবং উন্নতি করতে পারবে তার ব্যবসায়। 

কিভাবে এসইও শিখবেন?

ওয়েবসাইটে এসইও করতে সবার প্রথমে আপনাকে এসইও(SEO) সম্পর্কে জানতে হবে ।

এসইও সাধারণত দুই প্রকার। তাহলে চলুন জেনে নেই কিভাবে এসইও(SEO) শিখবেন-

১. অর্গানিক এসইওঃ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর সকল ধাপ যথাযথ ভাবে অনুসরণ করে ওয়েবসাইটকে সার্চ রেজাল্টের প্রথম সারিতে আনাই হল অর্গানিক এসইও। অর্গানিক এসইও আবার ২ প্রকার। যথাঃ

অন পেজ এসইও (On page SEO): যেকোনো ওয়েবসাইটের পোস্ট এবং পেইজে যে এসইও করা হয় তাই অন পেজ এসইও।

অন পেজ এসইও অনেক গুলো বিষয় একসাথে করতে হয়। অন পেজ এসইও তে যে সকল কাজ করতে হয় সেগুলো হলো:

  • ডোমেইন এড্রেস
  •  কিওয়ার্ড রিসার্চ
  • ওয়েব অ্যানালাইসিস
  • ইমেজ অপটিমাইজেশন                            

অফ পেইজ এসইও (Off page SEO): ওয়েবসাইটের লিংক শেয়ার ও back link তৈরি করা হয় তাই অফ পেইজ এসইও। অফ পেইজ এসইও তে যে সকল কাজ করতে হয় সেগুলো হলো:

  •  Backlink তৈরি
  •  স্যোসাল মিডিয়া ও ইমেইল মার্কেটিং
  •  ভিডিও এবং রিভিউ সাবমিশন

২. পেইড এসইওঃ  পেইড SEO হল গুগলকে অর্থ প্রদানের মাধ্যমে যে এসইও করা হয়।

গুগলে সার্চ দিলে মাঝে মাঝে সার্চ রেজাল্টের ডানে বা উপরে ভিন্ন রং এর কিছু লিংক থাকে। এগুলো সর্বদা সার্চ রেজাল্টের উপর থাকে। এই ধারনের সার্চ অপটিমাইজেশন কে পেইড এসইও বলে।                                  

পরিশেষে এটাই জানা গেল যে, বর্তমানে মানুষ এসইও(SEO)  এর প্রতি বেশি নির্ভরশীল হয়ে পড়ছে এবং এই সুযোগটাকে কাজে লাগিয়ে বিভিন্ন কোম্পানি তাদের পণ্যের বা প্রোডাক্টের প্রচারের জন্য এসইও(SEO) কে বেছে নিচ্ছে।

আপনি যদি সঠিক গাইডলাইন অনুযায়ী এসইও(SEO) করতে পারেন তাহলে আপনি অবশ্যই এর মাধ্যমে ভালো কিছু করতে পারবেন।  

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top