ইন্টারনেট কারেন্সির সাথে কোন না কোন ভাবে সম্পৃক্ত কিন্তু বিটকয়েন নাম শুনেননি সেরকম মানুষ খুবই কম খুঁজে পাওয়া যাবে। ১ বিটকয়েন সমান কত টাকা?
আমাদের মধ্যে অনেকেরই এ সম্পর্কে কৌতূহল রয়েছে, এক বিটকয়েন সমান কত টাকা? কিংবা আপনি যদি এক বিটকয়েন এর মালিক হতে পারেন, তাহলে আপনি বাংলাদেশ টাকা কত টাকার মালিক?
পোস্টের ভিতরে যা থাকছে
১ বিটকয়েন সমান কত টাকা?
সর্বশেষ হিসাব অনুযায়ী, বর্তমান সময়ে এক বিটকয়েন সমান 2,578,058.18 টাকা। তবে এটি প্রত্যেক মিনিটে পরিবর্তিত হয়।
আপনি যদি বিটকয়েন এর সর্বশেষ আপডেট দেখে নেন, তাহলে দেখতে পারবেন সেটি, প্রায় প্রতি মিনিটে কখনো একেবারে উপরের দিকে উঠে যায়, কখনো বা একেবারে নিচের দিকে নেমে যায়।
কিভাবে বিটকয়েন লেটেস্ট আপডেট জানতে পারবেন?
যেহেতু বিটকয়েনের হিসাব সমীকরণ প্রতি মিনিটে পরিবর্তিত হয়, সেজন্য যখন আপনি এই আর্টিকেলটি দেখবেন তখন হয়তো টাকার পরিমাণ এর থেকে কম বেশি হতে পারে।
তবে আপনি যদি বিটকেন লেটেস্ট সোর্স খুঁজে বের করতে পারেন, তাহলে যেখান থেকে ১ বিটকয়েন সমান কত টাকা? সেটাই জেনে নিতে পারেন।
এবং এতে করে আপনাকে আর কোন রকমে বিভ্রান্তির মধ্যে পড়তে হবে না।
বিটকয়েন রিলেটেড সর্বশেষ আপডেট সম্পর্কে জেনে নিতে চাইলে নিম্নলিখিত লিংকে ভিজিট করতে পারেন।
উপরে উল্লেখিত লিংকে ভিজিট করার পরে অটোমেটিকলি আপনি বর্তমান সময়ের বিটকয়েনে বাংলার কত টাকা হয়? সেটি দেখে নিতে পারবেন।
তবে এই ওয়েবপেজটি কাজে লাগিয়ে আপনি চাইলে বিভিন্ন দেশের কারেন্সি সাথে বিটকয়েনের হিসাব সমীকরণ জেনে নিতে পারবেন।
এই কাজটি করার জন্য প্রথম বক্সটি ডিফল্ট রেখে, দ্বিতীয় বক্সে আপনি আপনার পছন্দ অনুযায়ী কারেন্সি পরিবর্তন করে নিন।
দ্বিতীয় অপশনটির উপরে ক্লিক করার পরে, আপনি যদি সেখান থেকে কারেন্সি পরিবর্তন করে নেন তাহলে সেই কারেন্সিতে ১ বিটকয়েন সমান কত? সেটি জেনে নিতে পারবেন।
উপরে উল্লেখিত লিঙ্কটি ব্যবহার করার মাধ্যমে পৃথিবীর প্রায় প্রত্যেকটি দেশের কারেন্সিতে বিটকয়েনের হিসাব সমীকরণ জেনে নিতে পারবেন।
এছাড়াও, সবচেয়ে ভালো ব্যাপার হলো, এই ওয়েবসাইটে বিটকয়েনের লাইভ হিসাব সমীকরণ দেয়া হয়। যাতে করে সর্বশেষ লাইভ আপডেট সম্পর্কে আপনি অবহিত হতে পারবেন।
এছাড়াও জেনে নিন: ওয়েব হোস্টিং কি? ভালো হোস্টিং কোম্পানি বেছে নিন
শেষ কথাঃ বিটকয়েনের সর্বশেষ লাইভ আপডেট সম্পর্কে জানানোর জন্য উপযুক্ত, কয়েনবেস ওয়েবসাইটটি ব্যবহার করতে পারেন।
কারণ, এটি সহায়ক বিটকয়েন লেনদেনের ওয়েবসাইট। এবং এই ওয়েবসাইটটিতে ভুল হওয়ার সম্ভাবনা একেবারে শূন্য।