কম্পিউটার শিখা কাজ সম্পন্ন করুন ঘরে বসে ( ৬ টি উপায়ে)

কম্পিউটার শেখার কাজ সম্পন্ন করতে কে না চায়? কারণ বর্তমান যুগ হলো টেকনোলজির যুগ এবং কম্পিউটার শিখা ছাড়া বর্তমান সময়ে আপনি টিকে থাকতে পারবেন না কিংবা এই যুগের সাথে তাল মিলিয়ে টিকে থাকা অনেকটা মুশকিল হয়ে যাবে।

যে ব্যক্তির কম্পিউটার রিলেটেড জ্ঞান নেই, সেই ব্যক্তি বর্তমান যুগের এরকম একজন মানুষ, যাকে তুলনা করা যায় মাঝিবিহীন নৌকা হিসেবে।

ঘরে বসে কম্পিউটার শিখা কি সম্ভব? যদি সম্ভব হয় তাহলে কি কি উপায়ে আপনি চাইলে কম্পিউটার শেখার কাজ সম্পন্ন করতে পারেন?  সেই সম্পর্কে এই আর্টিকেলে আলোকপাত করা হবে।

ঘরে বসে কম্পিউটার শিখা গাইডলাইন সম্পর্কে জেনে নিতে চাইলে এই আর্টিকেলটি শেষ পর্যন্ত দেখে নিতে পারেন।

ঘরে বসে কম্পিউটার শিখা কি সম্ভব?

আপনি যদি সঠিক পদক্ষেপ অনুসরণ করতে পারেন, তাহলে যেকোনো কিছুই সম্ভব। এক্ষেত্রে আপনাকে অবস্থা বুঝে সঠিক ভাবে এগোতে হবে।

আপনি যদি সঠিকভাবে এই কাজটি সম্পন্ন করতে চান, তাহলে কি কি উপায়ে কাজটি সম্পন্ন করতে পারবেন সেই সম্পর্কে বিস্তারিতভাবে এই আর্টিকেল আলোচনা করা হবে।

তবে এই কাজটি শেখার পূর্বে আপনাকে এই বিষয়ে প্রথমেই সঠিক অবস্থানে যেতে হবে যে আপনি আসলে কি শিখতে চাচ্ছেন?

কম্পিউটার শিখা মানে এরকমটা কিন্তু নয় যে, কিবোর্ড মাউস কিভাবে চালাতে হয় কিংবা কিভাবে টিপতে হয় সেটি শিখতে চান।

কম্পিউটার শেখা মানে হল, কম্পিউটারের প্রোগ্রাম গুলো সম্পর্কে ভালোভাবে জ্ঞান অর্জন করা এবং সেই সম্পর্কে নিজেকে ভালোভাবে ঝালিয়ে নেয়া এবং দক্ষ একজন চালক হওয়া।

যখনই আপনি আপনার লক্ষ্য স্থির করে নিতে পারবেন যে আপনি আসলে কি শিখতে চান? তখন এই সম্পর্কে জেনে নেয়ার প্রয়োজন পড়বে যে, কিভাবে আপনি এটি শিখতে পারবেন?

এবং আপনি যদি এখনো কম্পিউটারের কাজ গুলো সম্পর্কে ধারণা রাখেন বা কম্পিউটার দিয়ে কি কি করা যায় সে সম্পর্কে অবগত না থাকেন, তাহলে নিচে থেকে যে কোন একটি অপশন সিলেক্ট করে নিতে পারেন।

১. ফান্ডামেন্টাল অফ কম্পিউটার
২. মাইক্রোসফট ওয়ার্ড
৩. এক্সেল
৪. পাউয়ার পয়েন্ট
৫. এক্সেস
৬. এডোব ফটোশপ
৭. ম্যাক্রোমিডিয়া ফ্লাশ
৮. অটোকাড
৯. ইলাস্ট্রেটর
১০. ইন্টারনেট এন্ড ইমেল
১১. জুমলা
১২. Html
১৩. Php
১৪. Quark Expression
১৫. সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন
১৬.  ইন্টারনেটে টাকা আয়
১৭. কম্পিউটার যাদুকর
১৮. কম্পিউটার পারফর্মেন্স
১৯. মাইক্রোসফট পেন্ট

এছাড়াও আরো থাকছে-

  • Office Applications & Unicode Bangla under WID.
  • Digital Marketing.
  • Graphics Design & Multimedia (Animation, Audio & Video Editing, Photo Editing).
  • Hardware Maintenance & Troubleshooting.
  • Advanced Office Applications specialized on Excel and Access.
  • “Certified Web Development Specialist”Web Site Design , Development and Outsourcing Techniques.
  • Cryptography, Information and Cyber Security.
  • Java Programming.
  • Network Administration (Windows & Linux).

উপরে যে সমস্ত কাজের কথা মেনশন করা হয়েছে, সে সমস্ত কাজ ছাড়া আরও বিভিন্ন রকমের কাজ রয়েছে যেগুলো আপনি কম্পিউটার শেখার মাধ্যমে করতে পারেন।

এছাড়াও আপনি যদি এই সম্পর্কে আরো বেশি জেনে নিতে চান , তাহলে ইন্টারনেটে সার্চ করার মাধ্যমে কম্পিউটার দিয়ে করা সমস্ত কাজগুলো সম্পর্কে ধারণা নিতে পারেন।

এবার তাহলে জেনে নেয়া যাক কি কি উপায়ে আপনি চাইলে ঘরে বসে কম্পিউটার শিখার কাজ সম্পন্ন করতে হবে।

ঘরে বসে কম্পিউটার শিখার নিয়ম

তাহলে আর দেরী না করে এখনই এই সম্পর্কে মুল আলোচনা শুরু করা যাক।

ইউটিউব

বর্তমান সময়ে সবচেয়ে বড় ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম হল ইউটিউব। এখনকার পৃথিবীতে এরকম কোন জিনিস নেই, যে জিনিসের ভিডিও আপনি ইউটিউবে পাবেন না।

আপনি যদি কম্পিউটার শেখার কাজ সম্পন্ন করতে চান, তাহলে আপনার জন্য এক অনন্য সহযোগী হবে ইউটিউব প্ল্যাটফর্ম।

ইউটিউব ব্যবহার করা মাধ্যমে আপনি কম্পিউটার শেখার কাজ আরো বেশি সহজ ভাবে সম্পন্ন করতে পারবেন। ইউটিউবে সার্চ করে আপনি আপনার পছন্দের কিওয়ার্ড লিখে দিলে, সেই রিলেটেড ভিডিও গুলো চলে আসবে।

আপনি আপনার পছন্দমত যেকোনো ভাষায় এই ভিডিওগুলো দেখতে পারবেন এবং পরিপূর্ণ কোর্স করার মাধ্যমে এই রিলেটেড এক্সপার্ট হতে পারবেন।

উদাহরণস্বরূপ, আমি যদি মাইক্রোসফট এক্সেলে একজন এক্সপার্ট হতে চাই, কিংবা মাইক্রোসফট এক্সেল এর কাজ শিখতে চাই, তাহলে ইউটিউবে দিয়ে আমার সার্চ করতে হবে Microsoft Exel Course.

এখানে আমি এটা লিখে সার্চ দিয়ে দিবো,তখন এই রিলেটেড সমস্ত ভিডিও গুলো আমার হাতের নাগালে চলে আসবে। এবং আমি প্লেলিস্ট দেখার মাধ্যমে রিলেটেড এক্সপার্ট হতে পারব।

কম্পিউটার শিখা কাজ সম্পন্ন করুন ঘরে বসে ( ৬ টি উপায়ে)

উপরে উল্লেখিত উপায়ে আপনার প্রয়োজন অনুসারে যেকোন রকমের কিইওয়ার্ড লিখে সার্চ করার মাধ্যমে সেই রিলেটেড ভিডিওগুলো হাতের নাগালে পেয়ে যাবেন।

বিভিন্ন রকমের টিউটোরিয়াল এবং পিডিএফ দেখা

এছাড়াও ইন্টারনেটের জগতে এরকম অনেক ফ্রী পিডিএফ রয়েছে, যে সমস্ত পিডিএফ ডাউনলোড করে ভালোভাবে পড়ার মাধ্যমে সেই রিলেটেড জ্ঞান অর্জন করতে পারবেন।

এই কাজটি করার জন্য গুগলে গিয়ে যখনই আপনি আপনার প্রয়োজন অনুসারে যেকোনো একটি কিওয়ার্ডের পাশে পিডিএফ লিখে সার্চ করবেন, তখন রিলেটেড পিডিএফ পেয়ে যাবেন।

কম্পিউটার শিখা কাজ সম্পন্ন করুন ঘরে বসে ( ৬ টি উপায়ে)

পিডিএফ সংগ্রহ করে নেয়ার পরে সেই পিডিএফটি ভালোভাবে অধ্যায়ন করার মাধ্যমে আপনি যে কোন বিষয়ে জ্ঞান অর্জন করতে পারেন।

এছাড়াও, আপনি যদি উপরে উল্লেখিত বিষয়গুলোর মধ্যে থেকে যে সমস্ত পিডিএফ রয়েছে, সে সমস্ত পিডিএফ গুলো ডাউনলোড করে নিতে চান তাহলে নিম্নলিখিত লিংক থেকে ডাউনলোড করতে পারেন।

উপরে উল্লিখিত লিংক থেকে আপনার পছন্দ অনুযায়ী পিডিএফ বই ডাউনলোড করে নিতে পারবেন এবং এগুলো পড়ার মাধ্যমে এই রিলেটেড জ্ঞান অর্জন করতে পারবেন।

ফেসবুকে লাইভ ক্লাস

বর্তমান সময়ে অনেকে ফ্রিতে ফেসবুকে কম্পিউটারে লাইভ ক্লাস নিয়ে থাকে। যেখান থেকে আপনি ফ্রিতে কম্পিউটার রিলেটেড জ্ঞান অর্জন করতে পারবেন।

এ কাজটি করার জন্য ফেসবুক সার্চ বার রয়েছে, সেই সার্চবারে আপনার পছন্দের কিইওয়ার্ড লিখে সার্চ করুন, তাহলে এই রিলেটেড কোন লাইভ চলে আসলে আপনি নোটিফিকেশন পাবেন।

এছাড়াও পুর্বে থেকে সেভ করে রাখা অনেক ভিডিও আপনি ফেসবুকে পাবেন, যেগুলো সার্চ করার মাধ্যমে বের করে নিতে হবে।

অনেকে ফেসবুকে ফ্রিতে ট্রায়াল দিয়ে থাকে, যে সমস্ত ট্রায়ালের মাধ্যমে আপনি কম্পিউটার শেখার ক্লাস শুরু করতে পারেন।

হোম টিউটর এর মাধ্যমে

এছাড়াও আপনি যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে থাকেন, তাহলে হোম টিউটর রাখার মাধ্যমে কম্পিউটার শেখার কাজ শুরু করতে পারেন।

এক্ষেত্রে নির্দিষ্ট একটি টপিক এর উপরে আপনি যদি হোম টিউটর রেখে দেন,  তাহলে এই রিলেটেড বিষয়গুলো জেনে নিতে পারবেন।

তবে হোম টিউটর রাখলে সেই ব্যক্তি আপনাকে যেকোনো একটি বিষয় শিখতে পরিপূর্ণভাবে সহায়তা করবে। এটি অনেক ব্যয়বহুল ও বটে।

ফ্রী কোর্স এবং পেইড কোর্সের মাধ্যমে

ইন্টারনেটে এরকম অনেক ফ্রি কোর্স এবং পেড কোর্স রয়েছে, যে সমস্ত কোর্সের মাধ্যমে আপনি কম্পিউটার শেখার কাজ সম্পন্ন করতে পারেন।

ফ্রী কোর্সের থেকে পেইড কোর্সগুলো বেশি কার্যকরী। সেজন্য ফ্রী এর দিকে গা না ভাসিয়ে,  কার্যকরী যে সমস্ত পেইড কোর্স রয়েছে, সে সমস্ত কোর্সের দিকে মনোনিবেশ করতে পারেন।

তবে বাংলাদেশ সরকার কর্তৃক ফ্রী কোর্সটি আপনার জন্য কার্যকরী হতে পারে, সেই কোর্সের লিঙ্ক নিচে মেনশন করা হলো।

Enrol now

উপরে উল্লেখিত লিংকে ভিজিট করার পরে আপনি অনেকগুলো কোর্স পেয়ে যাবেন, যে সমস্ত কোর্সগুলো করতে আপনার কোনো রকমের টাকা খরচ করতে হবে না।

এবং এখান থেকে আপনি আপনার ইচ্ছামতো যেকোনো একটি কোর্স বা প্রত্যেকটি কোর্স ইনরোল করে রিলেটেড জ্ঞান অর্জন করতে পারেন।

জেনে নিনঃ  কম্পিউটার সফটওয়ার ডাউনলোড করার ওয়েবসাইট 

ঘরে বসে কম্পিউটার শিখা যে পরিপূর্ণ নিয়ম ছিল, সেই সম্পর্কে উপরে বিস্তারিতভাবে আলোচনা করা হলো।

এছাড়াও এই বিষয় নিয়ে আপনার যদি কোন রকমের অভিযোগ কিংবা মতামত থেকে থাকে তাহলে সেটি আমাদের কাছে জানাতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top