আপনি যদি ১০ হাজার টাকার নিচে স্যামসাং মোবাইল কিনতে চান, তাহলে স্যামসাং মোবাইল ফোন গুলোর মধ্যে থেকে কোন মোবাইল ফোন গুলো কিনা আপনার জন্য ভাল হবে?
যে বা যারা স্যামসাং মোবাইল কিনতে চান এবং তাদের বাজেট খুবই কম এর মধ্যে রয়েছে, তারা চাইলে এই আর্টিকেলটি দেখে নিতে পারেন এবং মোবাইল ফোন ক্রয় করার ইচ্ছা পুরন করতে পারেন।
আজকের এই আর্টিকেলে আলোচনা করা হবে, ১০ হাজার টাকার নিচে স্যামসাং মোবাইল ফোন যে রয়েছে, সে সমস্ত মোবাইল ফোনের ফিচারস এবং লিস্ট সম্পর্কে।
তাহলে আর দেরি না করে এখনি এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক।
পোস্টের ভিতরে যা থাকছে
৫- স্যামসাং গ্যালাক্সি এম ০২ – Samsung Galaxy M02
১০ হাজার টাকার নিচে যে সমস্ত স্যামসাং মোবাইল রয়েছে, সে সমস্ত মোবাইল গুলোর মধ্যে থেকে যে মোবাইল কে মেনশন করা দরকার তার মধ্যে থেকে উল্লেখযোগ্য একটি হলোঃ Samsung Galaxy M02.
এই মোবাইল ফোনটি মেনশন করার প্রধান কারণ হলো এই মোবাইল ফোনে অনেকগুলো অত্যাধুনিক ফিচার রয়েছে। যে সমস্ত ফিচারস এ মোবাইলকে অতুলনীয় করে তুলেছে।
তাহলে আর দেরি না করে এখনই এই মোবাইল ফোনের গুরুত্বপূর্ণ ফিচারস সম্পর্কে জেনে নেয়া যাক।
- ডিসপ্লেঃ ৬.৫ ইঞ্চি।
- ক্যামেরাঃ ১৩,২ মেগাপিক্সেল( ব্যাক), ৫ মেগাপিক্সেল (সেলফি)।
- ব্যাটারীঃ ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার।
- অপারেটিং সিস্টেমঃ এন্ড্রোয়েড ১০।
- স্টোরেজঃ ২ জিবি / ৩২ জিবি এবং ৩ জিবি / ৩২ জিবি।
মোবাইল ফোনের ফিচার সম্পর্কে জানার পরে, এবার জেনে নেয়া যাক এই মোবাইল ফোন ক্রয় করার জন্য আপনাকে কত টাকা খরচ করতে হবে সে সম্পর্কে।
আপনি চাইলে এই মোবাইল ফোনটি দুইটি ভেরিয়েন্ট এরমধ্যে ক্রয় করতে পারবেন। এই দুইটি ভেরিয়েন্ট এর মধ্যে ক্রয় করতে হলে, যত টাকা খরচ হবে সেটি নিচে মেনশন করা হলো।
দামঃ ৮৫৯৯ টাকা ( ২/৩২ জিবি) এবং ৯৯৯৯ টাকা (৩/৩২ জিবি)
৪- Samsung Galaxy M01 Core
সেরা স্যামসাং ফোনের লিস্টে রাখার মত আরেকটি অসাধারণ মোবাইল ফোন হলো Samsung Galaxy M01 Core
এই মোবাইল ফোনটিও আপনি চাইলে ১০,০০০ টাকার নিচে ক্রয় করতে পারবেন।
এই মোবাইল ফোনের কিছু অত্যাধুনিক ফিচার রয়েছে, যে সমস্ত ফিচার সম্পর্কে নিচে আলোচনা করা হলো।
- সিমঃ একক সিম (ন্যানো-সিম) বা ডুয়াল সিম (ন্যানো-সিম, ডুয়াল স্ট্যান্ড-বাই)
- ওজনঃ ১৫০ গ্রাম (5.29 oz)
- ডিসপ্লেঃ ৫.৩ ইঞ্চি
- টাইপঃ PLS TFT ক্যাপাসিটিভ টাচস্ক্রিন, 16M রঙ
- রেজুলেশনঃ 720 x 1480 পিক্সেল, 18.5:9 অনুপাত
- পিপিআইঃ 311 পিপিআই ঘনত্ব
- মাল্টি-টাচঃ হ্যাঁ
- নেটওয়ার্ক: 2G,3G,4G
- গতিঃ HSPA 21.1/5.76 Mbps, LTE
- EDGE: হ্যাঁ
- র্যাম: 1GB/2GB
- স্টোরেজ: 16GB/32GB
- কার্ড স্লটঃ মাইক্রোএসডিএক্সসি (ডেডিকেটেড স্লট)
উপরে উল্লেখিত ফিচারস এর সহায়তায় আপনি যদি মোবাইল ফোন ক্রয় করতে চান, তাহলে এই মোবাইল ফোনের প্রাইস হবে ৭,০৭০ টাকা।
Price Of 2GB+32GB: ৮,৯৯৯ টাকা।
৩- Samsung Galaxy Grand Prime Pro
Samsung মোবাইলের মধ্যে অসাধারণ একটি মোবাইল ফোনের নাম হলো Samsung Galaxy Grand Prime Pro. মোবাইল ফোনের অত্যাধুনিক ফিচারস রয়েছে।
এবং এই মোবাইল ফোনটি আপনি চাইলে ১০ হাজার টাকার নিচে ক্রয় করতে পারবেন।
মোবাইল ফোনে যে সমস্ত ফিচারস রয়েছে, এ সমস্ত ফিচারস মধ্যে থেকে উল্লেখযোগ্য কয়েকটি নিচে মেনশন করা হলো।
- সিমঃ একক সিম (ন্যানো-সিম) বা ডুয়াল সিম (ন্যানো-সিম, ডুয়াল স্ট্যান্ড-বাই)
- ওজনঃ ১৫৩ গ্রাম।
- ডিসপ্লেঃ ৫.০ ইঞ্চি
- রেজুলেশনঃ 540 x 960 pixels
- পিপিআইঃ 311 পিপিআই ঘনত্ব
- মাল্টি-টাচঃ হ্যাঁ
- নেটওয়ার্ক: 2G,3G,4G
- EDGE: হ্যাঁ
- র্যাম: 1.5GB/2GB
- স্টোরেজ: 16GB
- কার্ড স্ল: মাইক্রোএসডিএক্সসি (ডেডিকেটেড স্লট)
দামঃ ৮,০৮০ টাকা মাত্র।
১০ হাজার টাকার নিচে মোবাইল ফোনের মধ্যে থেকে আপনি চাইলে এই ফোনটিকে আপনার পছন্দের লিস্টে রাখতে পারেন।
২- Samsung Galaxy A01
Samsung মোবাইল ফোন গুলোর মধ্যে থেকে আরেকটি অসাধারণ মোবাইল হল Samsung Galaxy A01. মোবাইল ফোনটিও আপনি চাইলে ১০ হাজার টাকার নিচে ক্রয় করতে পারবেন।
এবং ১০ হাজার টাকার নিচে যে সমস্ত মোবাইল ফোন রয়েছে, সে সমস্ত মোবাইল ফোনের মধ্যে থেকে এটি আমাদের লিস্টে দুই নম্বর স্থান দখল করে রেখেছে।
মোবাইল ফোন এর কিছু গুরুত্বপূর্ণ ফিচারস রয়েছে যে সমস্ত ফিচার সম্পর্কে কিছুটা আলোচনা করা যাক।
- নেটওয়ার্কঃ 2G, 3G, 4G
- সিমঃ ডুয়েল ন্যানো সিম।
- ডিসপ্লেঃ ৫.৭ ইন্ঞ্চি।
- পিছনের ক্যামেরাঃ ৫ মেগাপিক্সেল।
- র্যামঃ ২ জিবি।
- রোমঃ ১৬ জিবি।
- ব্যাটারীঃ ৩,০০০ mAh
- এন্ড্রয়েড ভার্সনঃ ১০
দামঃ ৯,৯৯৯ টাকা।
১-Samsung Galaxy A03
১০,০০০ নিচে স্যামসাং মোবাইল ক্রয় করার ক্ষেত্রে যে সমস্ত মোবাইল ফোন আপনার পছন্দের লিস্টে রাখা দরকার রয়েছে, সেগুলোর মধ্য থেকে উল্লেখযোগ্য একটি হলো Samsung Galaxy A03.
মোবাইল ফোনটি ১০ হাজার টাকার নিচে যে সমস্ত মোবাইল ফোন রয়েছে, সে সমস্ত মোবাইল ফোনের লিস্টে আমাদের কাছে প্রথম স্থান জায়গা দখল করে রেখেছে।
Samsung Galaxy A03 এর মধ্যে কিছু অসাধারন ফিচারস রয়েছে,যে সমস্ত ফিচারস গুলো এই মোবাইল ফোনটি ক্রয় করতে আপনাকে বাধ্য করবে।
ফিচারসঃ
- নেটওয়ার্কঃ 2G, 3G, 4G
- সিমঃ ডুয়েল ন্যানো সিম।
- ডিসপ্লেঃ ৬.৫ ইন্ঞ্চি।
- পিছনের ক্যামেরাঃ ৮ মেগাপিক্সেল।
- সামনের ক্যামেরাঃ ৪ মেগাপিক্সেল।
- র্যামঃ ২ জিবি।
- রোমঃ ৩২ জিবি।
- ব্যাটারীঃ ৫,০০০ mAh
- এন্ড্রয়েড ভার্সনঃ ১১
এছাড়াও আরও অনেক রকমের ফিচারস রয়েছে এই মোবাইল ফোনটি মধ্যে।
দামঃ ৯,৬৯৯ টাকা। (অফিসিয়াল)
আপনি যদি এই বাজেটের মধ্যে মোবাইল ফোন ক্রয় করতে চান, তাহলে উপরে উল্লেখিত মোবাইল ফোন গুলো আপনার পছন্দের লিস্টে রাখতে পারেন।
স্যামসাং ফোন কেনার ক্ষেত্রে কিছু তীতা সত্য কথা
আপনি যদি স্যামসাং মোবাইল ফোন কিনতে চান এবং স্যামসাং মোবাইল ফোন ক্রয় করার পরে এটি ব্যবহার করে স্বাচ্ছন্দ্যবোধ করতে চান, তাহলে আপনার বাজেট কিছুটা বাড়াতে হবে।
কারন এখনকার যুগে আপনি যদি একটি স্মার্টফোন ক্রয় করতে চান এবং সেই স্মার্ট ফোন ক্রয় করার পর এই স্মার্টফোনটি ব্যবহারে আপনি স্বাচ্ছন্দ্যবোধ করতে চান, তাহলে বাজেট কমপক্ষে ২০ হাজার টাকার উপরে রাখা প্রয়োজনীয়।
আপনি যদি ১০ হাজার টাকার মধ্যে মোবাইল ফোনের অনুসন্ধান করেন, তাহলে দশ হাজার টাকার মধ্যে সেরকম ভাল মোবাইল ফোন খুঁজে বের করা প্রায় অসাধ্য কর।
Samsung ফোন ব্যবহারকারী হিসেবে আপনি যদি মোবাইল ফোন ব্যবহার করে স্বাচ্ছন্দ্যবোধ করতে চান, তাহলে দশ হাজার টাকার নিচে মোবাইল ফোনগুলোর ক্রয় করা থেকে বিরত থাকার দরকার রয়েছে।
কারণ স্যামসাং কোম্পানি এখন যে সমস্ত মোবাইল ফোন তৈরি করছে,সে সমস্ত মোবাইল ফোন গুলোর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ফিচার যুক্ত করা হয়েছে এবং সে সমস্ত ফিচারস গুলো মোবাইল ফোনের দাম কে আরো বেশি বাড়িয়ে তুলেছে।
আপনি যদি এই মোবাইল ফোন ব্যবহার করে পুরোপুরি খুশি হতে চান, তাহলে আপনার বাজেট বাড়িয়ে ২০ হাজার টাকার উপরে তুলুন এবং যদি সম্ভব হয় তাহলে আরো বেশি বাজেটের মধ্যে মোবাইল ফোন করলে আরও বেশি স্বাচ্ছন্দ্যবোধ করতে পারবেন।
কারন এখনকার যুগে যে সমস্ত মোবাইল ফোন তৈরি করা হয়েছে, সেসমস্ত মোবাইল ফোন গুলোর মধ্যে অত্যাধুনিক ম্যাটারিয়াল যুক্ত করা হয়, যাতে করে মোবাইল ফোনের দাম অতি গুণে বৃদ্ধি করা হয়।
তবে, আপনি যদি এমনিতে ব্যবহার করার জন্য মোবাইল ফোন ক্রয় করেন, তাহলে উপরের লিস্টে যে সমস্ত মোবাইল ফোনের কথা মেনশন করা হয়েছে সে মোবাইল ফোন ব্যবহার করতে পারেন।