আপনার কাছে যদি একটি আইফোন থেকে থাকে এবং কোন কারণে সেই আইফোন যদি হারিয়ে যায় তাহলে আইফোন হারিয়ে যাওয়ার পূর্বে এবং পরে কিছু পদক্ষেপ অনুসরন করা যেতে পারে।
যেকোনো কারনে যে কারো ফোন হারিয়ে যাওয়া খুবই দুঃখজনক একটি ব্যাপার। তবে আপনি সঠিক পদক্ষেপ অনুসরণ করলে সেই ফোন খুঁজে বের করতে পারেন।
এই আর্টিকেলে আলোচনা করা হবে আইফোন হারিয়ে যাওয়ার পূর্বে এবং পরের পদক্ষেপ সম্পর্কে, যে পদক্ষেপ অনুসরণ করে আপনি আইফোন খুঁজে পেতে পারেন, যদি আপনার হাতে থাকা ফোন হারিয়ে যায়।
পোস্টের ভিতরে যা থাকছে
হারিয়ে যাওয়া আইফোন খুঁজে পাওয়ার পূর্বশর্ত
বর্তমানে যদি আপনার কাছে স্মার্টফোন হিসেবে আইফোন থেকে থাকে, তাহলে সেই আইফোনকে আপনি চাইলে পূর্বে থেকে সিকিউর রাখতে পারেন।
যাতে করে কোনো ভাবে আপনার হাতে থাকা এই ফোনটি হারিয়ে গেলে সেটি আপনি খুঁজে বের করতে পারেন এবং খুঁজে বের করতে আপনার তেমন অসুবিধা না হয়।
সেজন্য আপনার আইফোনের ডিফল্ট কিছু সেটিং রয়েছে, সে সমস্ত সেটিং করার মাধ্যমে আপনার ডিভাইসের মধ্যে সিকিউরিটি নিশ্চয়তা বৃদ্ধি করতে পারবেন এবং হারিয়ে গেলে সেটি ফিরে পাওয়ার নিশ্চয়তা বৃদ্ধি করতে পারবেন।
অর্থাৎ আপনার হাতে থাকা আইফোন ডিভাইস এ ছোট্ট একটি সেটিং করতে হবে, যার মাধ্যমে আপনার আইফোন বর্তমানে কোন জায়গায় রয়েছে, সেই লেটেস্ট লোকেশন সম্পর্কে জেনে নিতে পারবেন।
এই সেটিং করার জন্য আপনাকে নিম্নলিখিত পদক্ষেপ অনুসরণ করতে হবে এবং এই লোকেশনে যাওয়ার পরে সেটিং করে নিতে হবে।
আইফোনের সেটিংসে প্রবেশ করুন। সেটিং অপশনে প্রবেশ করার পরে আপনার নামের উপর ট্যাপ করুন।
যখনই আপনি আপনার নামের অপশন এর উপরে ক্লিক করবেন, তার পরে আপনাকে Find My এ ট্যাপ করতে হবে।
Find My iPhone এ ট্যাপ করুন, এবং একদম সর্বশেষ পদক্ষেপ হিসেবে ভেতরের অপশনগুলো অন করে দিন।
যখন আপনি উপরে উল্লেখিত পদক্ষেপ যথাযথভাবে অনুসরণ করে নিবেন তখন আপনি আপনার ফোনের এই সেটিং ওপেন করে নিতে পারবেন।
এই সমস্ত স্টেপ আপনি যদি একসাথে দেখে নিতে চান, তাহলে নিচের লেখা গুলোর দিকে লক্ষ্য করুন।
- আইফোনের সেটিংসে প্রবেশ করুন।
- আপনার নামের উপর ট্যাপ করুন।
- Find My এ ট্যাপ করুন।
- Find My iPhone এ ট্যাপ করুন।
- ভেতরের অপশনগুলো অন করে দিন।
উপরে উল্লেখিত উপায়ে আপনি খুব সহজেই আপনার ডিভাইস হারিয়ে যাওয়ার পূর্বে ডিভাইসের লোকেশন সেট করে নিতে পারবেন।
আপনি যদি উপরে উল্লেখিত লোকেশনে গিয়ে সেটিং করে নেন, তাহলে যখন আপনার ডিভাইস হারিয়ে যাবে, তখন আপনার ডিভাইস বর্তমানে কোন অবস্থানে রয়েছে সেই অবস্থান সম্পর্কে জেনে নিতে পারবেন।
এবার তাহলে জেনে নেয়া যাক,আপনার ডিভাইসে যদি এই সেটিংস ওপেন করা থাকে, তাহলে এই সেটিং ব্যবহার করার মাধ্যমে কিভাবে সহজেই আপনার ডিভাইস খুঁজে বের করতে পারবে।
হারানো আইফোন খুঁজে বের করার নিয়ম
উপরে উল্লেখিত সেটিং করার পরে কোন ভাবে যদি আপনার আইফোন হারিয়ে যায়, তাহলে সেটি খুঁজে বের করার কয়েকটি উপায় রয়েছে।
- আইক্লাউড ব্যবহার।
- অন্য আইফোন ব্যবহার।
উপরে উল্লিখিত দুইটি উপায় ফলো করার মাধ্যমে আপনি হারানো ফোন খুঁজে বের করতে পারবেন।
এবার তাহলে জেনে নেয়া যাক, এসমস্ত উপায়ে কিভাবে আইফোন খুজে বের করবেন।
আইক্লাউড ব্যবহার
আপনার ডিভাইসের ফাইন্ড মাই লোকেশন যদি ওপেন করা থাকে, তাহলে আই ক্লাউড ব্যবহার করার মাধ্যমে আপনার ডিভাইসের বর্তমান লোকেশন খুব সহজেই জেনে নিতে পারবেন।
কিভাবে আই ক্লাউড ব্যবহার করে ডিভাইসের লোকেশন জানতে হয় সেটি নিতে হয়, তা নিচে মেনশন করা হলো।
এই কাজটি করার জন্য আপনাকে প্রথমত নিম্নলিখিত লিংকে ভিজিট করতে হবে।
উপরে উল্লেখিত লিংকে ভিজিট করার পরে আপনার হারানো মোবাইল ফোনের যে অ্যাপেল আইডি রয়েছে, সেই অ্যাপেল আইডির পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিন।
তারপরে যদি টু-স্টেপ ভেরিফিকেশন থেকে থাকে তাহলে, টু স্টেপ ভেরিফিকেশন এর মাধ্যমে অ্যাকাউন্ট চালু করে নিন।
যখনই লগইন সম্পন্ন করে নিবেন তখন Find iPhone এ ক্লিক করুন। এবং তারপরে এই লিস্টে থাকা অনেক গুলো আইফোন এর লোকেশন থেকে আপনার বর্তমান লোকেশন খুজে বের করে নিন।
এখানে একটি বিষয় বলে রাখা ভাল আর সেটি হল, আই ক্লাউড ব্যবহার করার মাধ্যমে আপনার আইফোনের সর্বশেষ লোকেশন স্ট্যাটাস সম্পর্কে জেনে নিতে পারবেন।
অর্থাৎ আপনার আইফোন যদি বন্ধ করা হয়ে থাকে, তাহলে আপনি ফোন বন্ধ করার পূর্বে কোথায় শেষবার ওপেন করা ছিল। সেই লেটেস্ট লোকেশন সম্পর্কে জেনে নিতে পারবেন।
অন্যের আইফোন ব্যবহার করে লোকেশন বের করা
এছাড়াও আপনার আশেপাশের অন্য কারো আইফোন যদি থেকে থাকে, তাহলে সেই আইফোন ব্যবহার করার মাধ্যমে আপনার আইফোনের বর্তমান লোকেশন জেনে নিতে পারবেন।
তাহলে, জেনে নিন কিভাবে খুব সহজে আপনার আইফোন উদ্ধার করে নিতে পারবেন।
অন্য কারো আইফোন দিয়ে আপনার আইফোন খুঁজে বের করার জন্য নিম্নলিখিত পদক্ষেপ অনুসরণ করতে পারেন।
এই কাজটি করার জন্য আপনাকে সর্বপ্রথম অন্য যে কারো আইফোন থেকে ফোনের ফাইন্ড মাই অ্যাপে প্রবেশ করুন।
এবং এই অপশনটি তে প্রবেশ করার পরে আপনাকে পরবর্তীতে Me ট্যাবে প্রবেশ করতে হবে।
যখনই আপনি মি ট্যাবে প্রবেশ করবেন, তখন আপনাকে পেইজটিকে একটু নিচের দিকে স্ক্রল করে Help A Friend সিলেক্ট করতে হবে।
এরপর আইক্লাউড একাউন্টে লগিন করতে বলা হলে Use Different Apple ID সিলেক্ট করুন ও হারানো ফোনে লগিন থাকা অ্যাপল একাউন্টে লগিন করুন।
হারানো আইফোন খুঁজে পেতে ডিভাইসের তালিকা থেকে আপনার ডিভাইসটি খুঁজে বের করুন।
মানে আপনি আপনার ডিভাইস খুঁজে বের করতে পারবেন, তারপরে সর্বশেষে স্ক্রিনে একটি সার্কেল দেখতে পাবেন। যেখানে আপনার আইফোন সর্বশেষ লোকেটেড হয়েছিলো।
এই সার্কেলের মধ্যে যে লোকেশন দেখানো হবে, সেই লোকেশন এর মধ্যে থেকে আপনি সর্বশেষ লোকেশন সম্পর্কে অবগত হতে পারবেন এবং তারপরে সেই লোকেশন ট্র্যাক করার মাধ্যমে আইফোন খুঁজে বের করতে পারবেন।
এবার তাহলে জেনে নেয়া যাক লোকেশন জেনে নেয়া হয়ে গেলে, কিভাবে পরবর্তী স্টেপে আপনার আইফোন খুঁজে বের করার কাজে নিয়োজিত হবেন।
লোকেশন খুজে বের করার পরে
যখনই উপরে উল্লেখিত দুটি স্টেপ এর মধ্যে থেকে যে কোন একটি উপায় আপনার আইফোনের লোকেশন জেনে নিবেন, তখন আপনার আইফোন খুঁজে বের করার মিশনে নামতে হবে।
আপনি যদি লোকেশন খুজে বের করে নেন, তাহলে আপনাকে সর্বশেষে আপনার নিকটস্থ কোনো একটি থানায় জিডি করে নিতে হবে এবং তার পরে তাদের সহায়তায় আপনার স্বাদের ফোন বের করে নিতে হবে।
এখানে সবচেয়ে উল্লেখযোগ্য একটি বিষয় হলো, আপনার আইফোনের সেটিং করে নেয়া।
যদি আইফোন ক্রয় করার পরেই সেটিং করে নেন, তাহলে আপনার আইফোন হারিয়ে গেলেও এটি বের করার অনেক বেশি নিশ্চয়তা থাকে।
সেজন্য নতুন আইফোন ক্রয় করার পূর্বে অবশ্যই আই ফোনের সমস্ত সুরক্ষার সেটিং সম্পর্কে জেনে নেয়ার প্রয়োজন রয়েছে এবং ক্রয় করার পর এই সমস্ত সেটিং করে নেয়ার দরকার রয়েছে।
এছাড়াও আইফোন যেহেতু অনেক বেশি দামি একটি ফোন, সেজন্য এর দিকে সবার নজর অনেকাংশে বেশি থাকে। যাতে করে আপনার ফোন হারিয়ে যাওয়ার ঝুঁকি অনেক বেশি পরিমাণে রয়েছে।
Also Read: হোয়াটসঅ্যাপ ব্যবহার করার নিয়ম এবং সিক্রেট টিপস
কাজেই নতুন একটি আইফোন ক্রয় করে নেয়ার পরে সর্বপ্রথম আইফোনের সমস্ত সিকিউরিটি সেটিং নিশ্চিত করে নিন এবং তারপরে স্বাচ্ছন্দে এটি ব্যবহার করুন।
কারণ, আপনি যদি আইফোনের সিকিউরিটি নিশ্চয়তা দিতে পারেন, তাহলে আপনার হাতের আইফোন আপনার হাতে অনেককাল থাকবে।