Agrani Bank Account balance Check (3 Process)

অগ্রণী ব্যাংকের অধীনে যদি আপনার একটি অ্যাকাউন্ট থাকে এবং আপনি যদি এখানে লেনদেন করে থাকেন, তাহলে নিশ্চয়ই আপনাকে agrani bank account balance check করতে হয়।

কারন যখনই আপনার অ্যাকাউন্টের সাথে কোন লেনদেন হয়; অথবা আপনি যখন ফান্ড ট্রান্সফার করেন, তখন আপনাকে নিশ্চয়ই আপনার ব্যালেন্স চেক করে দেখে নিতে হয়।

আর আপনি যদি খুব সহজেই আপনার অগ্রণী ব্যাংকের ব্যালেন্স চেক করতে চান; তাহলে কয়েকটি সহজ প্রসেস ফলো করার মাধ্যমে আপনার কার্য সম্পাদন করে দিতে পারেন।

আপনি চাইলে 3 টি উপায়ে আপনার অগ্রণী ব্যাংকের ব্যালেন্স চেক করতে পারেন। আর এই তিনটি উপায় হলোঃ

  • Agrani bank balance check by Sms
  • এটিএম বুথ থেকে।
  • নিকটস্থ ব্যাংকের উপস্থিত থাকার মাধ্যমে।

তাহলে এবার দেখে নিন কিভাবে খুব সহজেই আপনি আপনার ফোন থেকে এসএমএস করার মাধ্যমে অগ্রণী ব্যাংকের ব্যালেন্স চেক করে নিতে পারেন।

Agrani bank balance check by Sms

আপনি যদি খুব সহজে কয়েকটি সিম্পল প্রশ্ন করার মাধ্যমে আপনার ফোন দিয়ে এসএমএস করে অগ্রণী ব্যাংকের ব্যালেন্স চেক করতে চান তাহলে নিচের স্টেপ ফলো করুন।

আপনি যদি এসএমএস এর মাধ্যমে আপনার ব্যালেন্স চেক করে নিতে চান তাহলে আপনার কাছে যে সমস্ত ইনফরমেশন গুলো থাকতে হবে সেগুলো হলোঃ

  • রেজিস্টারকৃত ফোন নাম্বার (যে নাম্বার দিয়া একাউন্ট অপেন করছেন)।
  • আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার।
  • এসএমএস করা একটি সিক্রেট কোড।

এসএমএস করার জন্য আপনি নিচের দেয়া প্রসেস ফলো করুন।

Sms Process

BAL> স্পেস দিন> আপনার অ্যাকাউন্ট নাম্বারে লাস্ট 5 ডিজিট> সেন্ড >01969900059

উপরে উল্লেখিত প্রসেসটি মূলত এসএমএস করার মাধ্যমে আপনার একাউন্ট চেক করার একটি প্রসেস; এবার এটিকে যদি ডাইরেক্ট লেখা হয় তাহলে নিচের মত হবে।

Live

BAL 89098 SEND 01969900059

সর্বশেষ পাঁচটি লেনদেন দেখার জন্য

সর্বশেষ পাঁচটি লেনদেন দেখার জন্য

STM 12345 SEND 01969900059

Agrani Bank Account balance Check
Agrani Bank Account balance Check

আপনি উপরে উল্লেখিত উপায় খুব সহজে আপনার রেজিস্ট্রেশন কৃত ফোন নাম্বার দিয়ে এসএমএস এর মাধ্যমে ব্যাংক ব্যালেন্স চেক করতে পারবেন এবং আপনার লাস্ট পাঁচটি লেনদেন দেখতে পারবেন।

এটিএম বুথের মাধ্যমে

আপনি যদি খুব সহজে এটিএম বুথের মাধ্যমে আপনার অগ্রণী ব্যাংকের ব্যালেন্স চেক করতে চান; তাহলে আপনাকে মূলত একটি ডেবিট কার্ড সংগ্রহ করে নিতে হবে।

অর্থাৎ আপনি যে ব্রাঞ্চ এর অধীনে একাউন্ট তৈরি করেছিলেন; সেই ব্রাঞ্চে যোগাযোগ করার মাধ্যমে আপনার একাউন্ট রিলেটেড একটি ডেবিট কার্ড সংগ্রহ করতে হবে।

আপনি যখনই ডেবিট কার্ড সংগ্রহ করে নিবেন, তখন আপনি চাইলে আপনার নিকটস্থ অগ্রণী ব্যাংক সাপোর্টেড কোন এটিএম বুথের মাধ্যমে একাউন্ট ব্যালেন্স চেক করতে পারবেন।

নিকটস্থ ব্যাংকে উপস্থিত থেকে

আপনার আশেপাশে যদি অগ্রণী ব্যাংকের কোন শাখা থাকে তাহলে আপনি খুব সহজেই ওই ব্যাংকের শাখায় গিয়ে আপনার ব্যাংক ব্যালেন্স চেক করতে পারেন।

আপনি যদি আপনার ব্যাংক ব্যালেন্স চেক করতে চান; তাহলে আপনাকে আপনার অ্যাকাউন্ট নাম্বার এবং আপনার যে ফোন নাম্বার রয়েছে তার প্রয়োজন হতে পারে।

আর মূলত উপরে উল্লেখিত উপায় খুব সহজেই আপনি agrani bank account balance check করতে পারবেন; যে প্রসেস গুলো একদম ফ্রি এবং সময় সাপেক্ষ।

6 thoughts on “Agrani Bank Account balance Check (3 Process)”

    1. আমার প্রশ্ন হলো,মেসেজ পাঠিয়ে ব্যালেন্স দেখব। কিন্তু কোন নাম্বারে মেসেজ করব?

      লিখা আছে, send (01888××××) নিজের নাম্বার
      একটু বুঝিয়ে বলবেন

  1. Ok
    01969900059
    এই নাম্বারটা কার/কিসের নাম্বার?
    এই নাম্বারেই Send করব কেন?
    আর ডেমু হলে এর স্থলে কোন নাম্বারে send করব?
    একটু বুঝিয়ে বলবেন please.

  2. 01969900059
    এই নাম্বারটা কার/কিসের নাম্বার?
    এই নাম্বারেই Send করব কেন?
    আর ডেমু হলে এর স্থলে কোন নাম্বারে send করব?
    একটু বুঝিয়ে বলবেন please.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top