বাংলালিংক ইন্টারনেট অফার 2020 | ( সর্বশেষ আপডেট)

আপনি যদি বাংলালিংক সিম ব্যবহারকারী হন তাহলে নিশ্চয়ই এই সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করার সময় সবচেয়ে ভালো বাংলালিংক ইন্টারনেট অফার সম্পর্কে জানতে চাইবেন।


আর এক্ষেত্রে আপনি যদি সর্বশেষ বাংলালিংক ইন্টারনেট অফার সম্পর্কে পুরোপুরি জানতে চান এবং কোড গুলো নিয়ে ডিসকাউন্ট অফার প্যাকেজ ক্রয় করতে চান তাহলে এই পোস্টটি কন্টিনিউ করুন।


বাংলালিংক ইন্টারনেট অফার:


বাংলালিংক ইন্টারনেট অফার আপন  দুইভাবে ক্রয় করতে পারেন এর মধ্যে একটি হলো রিচার্জ করার মাধ্যমে, আর অন্যটি হলো আপনার ফোনে ডায়াল প্যাডে কোড ডায়াল করার মাধ্যমে।


রিচার্জ করে বাংলালিংক ইন্টারনেট অফার 2020:


আপনি যদি কিছু টাকা রিচার্জ করার মাধ্যমে বাংলালিংক এর ইন্টারনেট প্যাক ক্রয় করতে চান তাহলে নিচের দেয়া সমীকরণ অবশ্যই লক্ষ্য রাখবেন।


▪ 36 টাকা 1 জিবি মেয়াদ 4 দিন
▪ 49 টাকায় 1 জিবি মেয়াদ 4 দিন




▪ 7 দিন মেয়াদ 1 জিবি 99 টাকা
▪ 108 টাকায় 4 জিবি 7 দিন
▪ 6gb 129 টাকা 7 দিন




▪ 1gb, 119 টাকা 30 দিন
▪ 2gb, 209 টাকা 30 দিন
▪ 3gb 249 টাকা মেয়াদ 30 দিন
▪ 5gb 399 টাকা মেয়াদ 30 দিন




এক্ষেত্রে আপনি যদি উপরোক্ত অফার গুলো আপনার বাংলালিংক সিমে নিতে চান তাহলে আপনাকে অবশ্যই যেকোনো নিকটস্থ ফ্লেক্সিলোডের দোকান থেকে সমপরিমাণ টাকা রিচার্জ করে নিতে হবে।


অ্যাক্টিভিশন বাংলালিংক ইন্টারনেট অফার 2020:


1-6 দিন মেয়াদের সকল প্যাক:






▪ 9 টাকায় 32mb মেয়াদ 1 দিন নিতে ডায়াল করুন *5000*529#
▪ 10 টাকায় 45 এমবি মেয়াদ 1 দিন, ডায়াল: *5000*543#




▪ 15 টাকায় 60 এমবি মেয়াদ 3 দিন ডায়াল:*5000*502#
▪ 1gb ইউটিউব প্যাক 2 দিন মেয়াদ,  ডায়াল করুন: *5000*345#






▪ 13 টাকায় 75mb মেয়াদ 4 দিন, এক্টিভেশন কোড: *50005*43#
▪  36 টাকায় 1 জিবি মেয়াদ 4 দিন, এক্টিভেশন কোড: *5000*36#
▪ 2gb 49 টাকা মেয়াদ 4 দিন, Dial: *5000*49#




7 দিন মেয়াদের সমস্ত প্যাক: 




▪ 100mb 20 টাকা মেয়াদ 7 দিন, একটিভেট: *5000*522#
▪ 3 GB 99 টাকা সাত দিন, Dial: *5000*799#
▪ 5 GB , 108 টাকা ডায়াল *5000*108# , মেয়াদ 7 দিন
▪  199 টাকায় 10 জিবি মেয়াদ 7 দিন, Dial: *5000*199#
▪ 7 দিন মেয়াদে 15gb, 1500 টাকা ডায়াল: *5000*510#




30 দিন মেয়াদের সমস্ত ইন্টারনেট প্যাক:


▪ 120 এমবি 50 টাকা নিতে ডায়াল করুন: *5000*523#
▪ 300mb, 99 টাকা, Dial: *5000*503#
▪ 600 MB 150 টাকা Dial: *5000*504#
▪ 1 GB199 টাকা, Dial: *5000*503#
▪ 1GB 210 টাকা Dial: *5000*581#
▪  1.5 GB, 275 টাকা Dial: *5000*511#




▪ 2 GB 209 টাকা, Dial: *5000*581#
▪ 4 GB500 টাকা, Dial: *5000*508#
▪ 8 GB 900 টাকা Dial: *5000*509#
▪ 12 জিবি 499 টাকা, Dial: *5000*508#
▪ 15 GB, 1500 টাকা Dial: *5000*510#


সোসিয়াল ইন্টারনেট প্যাক: 


▪ 7 দিন মেয়াদের 250mb ইমু প্যাক 10 টাকায়, নিতে ডায়াল করুন: *5000*725#


▪ 100 MB Social 7  টাকা, মেয়াদ 7 দিন, নিতে ডায়াল*5000*576#






প্রথমে একটা বিষয়ে সতর্ক করা দরকার সেটা হলো, আপনি যদি বাংলালিংক ইন্টারনেট অফার কোড ডায়াল করার মাধ্যমে ক্রয় করতে চান তাহলে এর পরিমাণ হয়তো কমবেশি হতে পারে।


ব্যাপারটা এরকম যে আপনি যখনই কোন অফার ক্রয় করবেন তখন বর্তমান সময়ের মূল্য হয়তো খুব কম থাকতে পারে এবং পরবর্তীতে হয়তো এর মূল্য বেশি হতে পারে।


বাংলালিংক ইন্টারনেট চেক: 


আপনি যদি বাংলালিংক সিম ব্যবহার করেন এবং বাংলালিংক সিমে কোন একটি ইন্টারনেট প্যাকেজ ক্রয় করার পরে ওই বাংলালিংক ইন্টারনেট ব্যালেন্স চেক করতে চান তাহলে তাদের দুটি কোড ব্যবহার করতে পারেন।


বাংলালিংক ইন্টারনেট চেক করতে হলে ডায়াল করুন: * 5000* 500 #


অথবা আপনি আরেকটি উপায় বাংলালিংক ইন্টারনেট ব্যালেন্স চেক করতে পারেন আর সেটি হল ডায়াল প্যাড থেকে টাইপ করুন: *121*1#


অথবা এ কাজটি আপনি আরো সহজতর ভাবে করতে চাইলে তাদের যে অফিসিয়াল অ্যান্ড্রয়েড কিংবা আইফোনের জন্য অ্যাপস রয়েছে সেটি ডাউনলোড করতে পারেন।




বাংলালিংক ইন্টারনেট সেটিং: 


আপনি যদি বাংলালিংক সিমে ইন্টারনেট সেটিং করতে চান তাহলে ছোট একটি প্রসেস ফলো করতে পারেন।


বাংলালিংক ইন্টারনেট সেটিং করতে হলে প্রথমে আপনার ফোনের Setting-Connection-Mobile network- Access Point এই অনুযায়ী সেটিংস এ যান।


যখনই আপনি সেটিং অপশনে চলে যাবেন তখন আপনি এখান থেকে একটি এক্সেস পয়েন্ট সেভ করে নিবেন, এতে করে আপনার বাংলালিংক সিমে ইন্টারনেট সেটিং চালু হয়।


Add- অপশনটি উপরে ক্লিক করার পরে, এখান থেকে আপনি Name এ জায়গায় লিখে দিন Banglalink Internet, এবং Apn এ বক্সটিতে Internet লিখে তারপরে সেটিংস সেট করে দিন।


বাংলালিংক ইন্টারনেট সেটিং: 
বাংলালিংক ইন্টারনেট সেটিং



এবার আপনি চাইলে আপনার ফোনটিকে রিস্টার্ট করতে পারেন অথবা রিফ্রেশ করে তারপর এতে আবার ডাটা অন করতে পারেন, যখন ডাটা অন করে ফেলবেন তখন অটোমেটিক আপনার ইন্টারনেট কানেকশন এসে যাবে।




বাংলালিংক ইন্টারনেট মেয়াদ বৃদ্ধি:


আপনি যদি বাংলালিংক সিমের কোন একটি ইন্টারনেট প্যাক করার করেন এবং লক্ষ্য করেন, এই প্যাকেজ এর মেয়াদ শেষ হয়ে যাচ্ছে তাহলে আপনি চাইলে বাংলালিংক ইন্টারনেট মেয়াদ বৃদ্ধি করতে পারেন।


বাংলালিংক ইন্টারনেট প্যাকেজের মেয়াদ বৃদ্ধি করতে হলে আপনাকে ওই সমপরিমাণ প্যাকেজ ক্রয় করতে হবে, যেমন আপনি 1gb 10 টাকা দিয়ে কিনলে, আবার আপনাকে 1 জিবি 10 টাকা দিয়ে কিনতে হবে।


বাংলালিংক ইন্টারনেট লোন:


কোন একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে যদি আপনার বাংলালিংক সিমের ইন্টারনেট প্যাক শেষ হয়ে যায় তাহলে আপনি  বাংলালিংক ইন্টারনেট লোন নিতে পারেন।


ইমার্জেন্সি ইন্টারনেট সার্ভিসটি নিতে *875# ডায়াল করতে হবে,  তাহলে আপনি লক্ষ্য করবেন আপনার ইন্টারনেট সেবা নিশ্চিত হয়েছে, এবং আপনি বাংলালিংক ইন্টারনেট লোন পেয়েছেন।


বাংলালিংক ইন্টারনেট ট্রান্সফার:


প্রথমে P লিখে 9999 নাম্বারে প্লে প্যাকেজ করে নেন,  আগের প্লে প্যাকেজ করা থাকলে করতে হবেনা।


যাকে এমবি ট্রান্সফার করবেন তার ও বাংলালিংক প্লে প্যাকেজ থাকতে হবে।বাংলালিংক এ ৫ এমবি গিফট এর জন্য ডায়াল করুন *132*15* যে নাম্বারে mb ট্রান্সফার করবেন ঐ নাম্বার #।


মনে করি এমবি ট্রান্সফার করবেন 01966xxxxxx এই নাম্বারে।তাহলে এইভাবে ডায়েল করুন, *132*15*01966xxxxxx# এবার আপনার নাম্বার থেকে ২ টাকা কেটে নেয়া হবে। 


এবং ঐ নাম্বারে গিফট হিসেবে ৫ এমবি চলে যাবে। ৫। MB ইউজেস এর পরিমান জানতে ডায়াল করুন*222*3#।


বাংলালিংক ইন্টারনেট অফার দেখার নিয়ম: 


আপনি চাইলে আরো একটি সহজ উপায় বাংলালিংক ইন্টারনেট অফার দেখতে পারেন, এক্ষেত্রে আপনাকে অবশ্যই বাংলালিং সিমের অফিশিয়াল অ্যাপ ডাউনলোড করে নিতে হবে।

Banglalink App

উপরোক্ত লিঙ্ক থেকে অ্যাপসটি ডাউনলোড করে নেয়ার পরে আপনি যখন এতে আপনার ফোন নাম্বার দিয়ে লগিন করবেন, তখন আপনার নাম্বারে থাকা সমস্ত তা জানতে পারবেন।


আর এভাবেই মূলত আপনি খুব সহজেই বাংলালিংক সিমের ইন্টারনেট অফার সম্পর্কিত সর্বশেষ তথ্য সম্পর্কে নিশ্চিত হতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top