আমাদের মধ্যে অনেকেই আছেন যারা এয়ারটেল সিম ব্যবহার করেন এবং এই সিমের সর্বশেষ সমস্ত অফারগুলো সম্পর্কে জানতে চান।
আর এয়ারটেল সিমের যে সমস্ত অফার গুলো রয়েছে সেই অফার গুলোর মধ্যে আপনি হয়তো আজকের এই পোস্টটিতে পদার্পণ করেছেন এয়ারটেল রিচার্জ অফার সম্পর্কে জানার জন্য।
আর আজকে পোস্টটিতে আমি এয়ারটেল রিচার্জ অফার সম্পর্কে সমস্ত তথ্য আপনার সামনে তুলে ধরবো, আশা করি এগুলো আপনার কাজে আসবে।
পোস্টের ভিতরে যা থাকছে
এয়ারটেল রিচার্জ অফার কল রেট অফারঃ
▪ আপনি যদি 24 টাকা রিচার্জ করেন তাহলে ০.48 পয়সা প্রতি মিনিট কল রেটে কথা বলতে পারবেন। যার মেয়াদ থাকবে 3 দিন।
▪ আপনি যদি 42 টাকা রিচার্জ করেন তাহলে 0.48 পয়সা প্রতি মিনিট কল রেটে কথা বলতে পারবেন। যার মেয়াদ থাকবে 7 দিন।
▪ 94 টাকা রিচার্জে আপনি 0.48 পয়সা প্রতি মিনিট কল রেটে কথা বলতে পারবেন। যার মেয়াদ থাকবে ৩০ দিন।
▪ এবং একদম সর্বশেষ আপনি 133 টাকা রিচার্জ করলে 60 দিন পর্যন্ত 0.48 পয়সা প্রতি মিনিট কল রেটে কথা বলতে পারবেন।
এয়ারটেল রিচার্জ অফার, এমবি প্যাকঃ
এয়ারটেল সিমে আপনি রিচার্জ করার মাধ্যমে খুব ভালো পরিমাণের এমবি প্যাক উপভোগ করতে পারেন।
আর এয়ারটেল রিচার্জ অফার এর মধ্যে যে সমস্ত এমবি প্যাক আপনি রিচার্জ করার মাধ্যমে এক্টিভেট করতে পারবেন তার একটি ছোট লিস্ট আমি নিচে দিয়ে দিচ্ছিঃ
▪ এয়ারটেল সিমে আপনি যদি 101 টাকা রিচার্জ করেন তাহলে 10 জিবি পাবেন যার মেয়াদ থাকবে 5 দিন
▪ ৪২৯ টাকায় ৬ জিবি মেয়াদ ৩০ দিন।
▪ ১০ জিবি ইন্টারনেট সাথে থাকছে ৫০ টাকা ক্যাশব্যাক মেয়াদ ৪৫ দিন৷ রিচার্জ ৫৯৮ টাকা।
এয়ারটেল রিচার্জ অফার, কম্বো প্যাকঃ
এয়ারটেল এ রিচার্জ করার মাধ্যমে আপনি বিভিন্ন রকমের প্যাকেজ গুলোকে একসাথে ক্রয় করতে পারেন যা আপনার অর্থ অপচয় রোধ করবে।
মূলত নির্দিষ্ট একটি এমাউন্টের উপরে বিভিন্ন ধরনের পেকেজ গুলোকে একসাথে ক্রয় করাকে কম্বো প্যাক বলা হয়।
আর এয়ারটেল সিমে আপনি রিচার্জ করার মাধ্যমে যে সমস্ত কম্বো প্যাক এক্টিভেট করতে পারবেন তার কয়েকটি হলোঃ
আপনি যদি আপনার এয়ারটেল সিমে ৩৪ টাকা রিচার্জ করেন তাহলে আপনি কয়েকটি প্যাক এক্টিভেট করতে পারবেন আর এগুলোর মধ্যে যা থাকবেঃ 500mb, ৩০ মিনিট এবং ৩০ টি এসএমএস যার মেয়াদ ৩ দিন।
▪ এছাড়াও ২২৮ টাকা রিচার্জে আপনি পাচ্ছেন ৩৯৫ মিনিট, ৫০০ এমবি এবং এর সাথে রয়েছে ৮০০ টি এসএমএস যার মেয়াদ ৩০ দিন।
▪ ১০ জিবি ৫০০ মিনিট ৫০ টাকা ক্যাশবেক মেয়াদ ৪৫ দিন রিচার্জ ৬৪৮।
আর মূলত উপরে উল্লেখিত অফারগুলো এয়ারটেল সিমে রিচার্জ অফার হিসেবে পরিচিত।
আপনি চাইলে আপনার সিমে উপরে উল্লেখিত পরিমাণ টাকা রিচার্জ করে এই অফার গুলো একটিভেট করে নিতে পারবেন।