আমাদের মধ্যে অনেকেই আছেন যারা অগ্রণী ব্যাংকে সাথে জড়িত রয়েছেন, তবে তাদের বিভিন্ন ধরনের কার্য সম্পাদনের জন্য হয়তো অগ্রনী ব্যাংক পার্সোনাল লোন সেবাটি নিতে চান।
আর আপনি যদি অগ্রণী ব্যাংক পার্সোনাল লোন চাপাটি নিতে চান তাহলে আপনাকে যে যে কাজ সম্পাদন করতে হবে এবং যে যে রিকোয়ারমেন্ট এর মধ্যে থাকতে হবে তা সম্পর্কে আজকের এই পোস্টটি সাজানো হয়েছে।
পোস্টের ভিতরে যা থাকছে
অগ্রনী ব্যাংক পার্সোনাল লোন কেন নিবেন?
আপনি যদি আপনার বিভিন্ন সাংসারিক কাজ কিভাবে ওয়েবসাইট কাজ সম্পাদনের জন্য লোন নিতে চান তাহলে হয়তো এই পার্সোনাল লোন এর ব্যাপারটা আপনার মাথায় সর্বপ্রথম আসে।
অগ্রনী ব্যাংক পার্সোনাল লোন এর মাধ্যমে আপনি আপনার ব্যবসায়টিকে আরও বেশি এগিয়ে নিতে পারবেন কিছু ইনভেস্টমেন্ট করার মাধ্যমে।
তবে সবার ইচ্ছা আবার এক নয়, যে যার যার ইচ্ছা স্বাধীন এই অগ্রণী ব্যাংকের পার্সোনাল লোন এর ব্যাপারটা মাথায় আনতে পারেন।
অগ্রণী ব্যাংক পার্সোনাল লোন যোগ্যতা?
আপনি যদি অগ্রণী ব্যাংকের পার্সোনাল লোন নিতে চান তাহলে আপনাকে যে সমস্ত যোগ্যতা অর্জন করতে হবে সেগুলো হলো:
- আপনার বয়স সীমা বসে 18 থেকে 44 এর মধ্যে হতে হবে।
- আপনাকে অবশ্যই একজন যেকোনো আয়কর এর ব্যক্তি হতে হবে।
লোন নিতে হলে কি করতে হবে?
আপনি ব্যাংক থেকে লোন নিতে চান তাহলে আপনাকে যে বিষয়গুলো অবশ্যই করতে হবে তার একটি লিস্ট আমি নিচে দিয়ে দিচ্ছি।
- আপনার নিজের সই করা আবেদন পত্র।
- পাসপোর্ট সাইজের ফটো।
- আপনার শেষ তিন মাসের বেতনের একটি স্লিপ।
- জাতীয় পরিচয় পত্র এবং ঠিকানা প্রমাণ ইত্যাদি।
অগ্রণী ব্যাংক থেকে কিভাবে লোন নিবেন?
ঋণ নিতে হলে প্রথমে আপনাকে ব্যাংকের যেকোনো শাখায় যেতে হবে এবং তারপরে উপরোক্ত ডকুমেন্টসগুলো পরিবেশন করতে হবে।
- আপনি যদি এখান থেকে লোন নেন তাহলে আপনি 4 বছরের মধ্যে প্রতি মাসিক হারে এই লোন পরিশোধ করতে পারবেন।
- আপনার কোন সিকিউরিটি fee রিকোয়ারমেন্ট হবে না।
- এবং এটা আপনি খুব সহজেই প্রসেসিং করতে পারবেন।
এবং লোন সম্পর্কে যাবতীয় তথ্য জানতে হলে আপনি চাইলে অগ্রণী ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটের সহযোগিতা নিতে পারেন যার লিংক আমি নিচে দিয়ে দিচ্ছি।
[button url=”https://www.agranibank.org/index.php/home/loan_products/Personal-Loan” target=”self” style=”default” background=”#2D89EF” color=”#FFFFFF” size=”3″ wide=”no” center=”no” radius=”auto” icon=”icon: info-circle” icon_color=”#FFFFFF” text_shadow=”none”]অগ্রনী ব্যাংক [/button]
লিঙ্কে প্রবেশ করার পর এখানে থাকা সমস্ত স্টেটমেন্ট ভালোভাবে বুঝে তারপরে আপনি তাদের যেকোনো এজেন্টের সহযোগিতা নিতে পারেন।
এবং তারপর আপনি অগ্রণী ব্যাংক পার্সোনাল লোন ব্যবহার করতে পারেন।
আমি সরকারি একজন চাকুরীজীবি। আমি আপনাদের ব্যাংক থেকে পার্সোনাল লোন নিতে চাই।কিভাবে জানাবেন প্লিজ
আপনি লোন নিতে চাইলে আপনার আশেপাশে থাকা অগ্রনী ব্যাংকের যেকোন শাখায় কিংবা ব্রান্চে যোগাযোগ করুন।