Gp Sms Pack | সুলভ মূল্যে জিপি এসএমএস প্যাক |

আপনার জিপি সিমের জন্য যদি আপনি Gp Sms Pack ক্রয় করতে চান এবং এটা একদম সুলভ মূল্যে করতে চান তাহলে  হয়তো বিভিন্ন ধরনের ইউ এস ডি কোড এর দরকার হয়।

যেগুলো না হলে আপনি সুলভ মূল্যে জিপি এসএমএস ক্রয় ক্রয় করতে পারেন।

কিন্তু আপনি যদি Gp Sms Pack ক্রয় না করে কিছু টাকার পরিবর্তে কাউকে এসএমএস প্রেরণ করতে চান তাহলে জন্য আপনার অ্যাকাউন্ট থেকে খুব বেশি পরিমাণ টাকা চার্জ হতে পারে।

শুধু তা নয় আপনি আপনার এসএমএস লেখার পরিসর যত বেশি বৃদ্ধি করবেন ঠিক তত বেশি টাকা আপনার অ্যাকাউন্ট থেকে চলে যাবে। 

তবে আপনি যদি একদম সুলভ মূল্যে Gp Sms Pack ক্রয় করেন তাহলে আপনি যত বড়ই এসএমএস লিখেন না কেন আপনি যতগুলো এসএমএস করা করেছেন। 

সেই এসএমএস গুলো থেকে প্রতি এসএমএসের পরিধির উপর নির্ভর না করে আপনি যতটা এসএমএস প্রেরণ করবেন ঠিক ততটাই আপনার মোট এসএমএস প্যাকেজ এর পরিমাণ থেকে কমে যাবে। 

এছাড়াও অনেক সময় আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন যে আপনার ক্রয় কৃত প্রত্যেক এসএমএস এর দাম এক পয়সা হয়েছে মাত্র। 

যা পূর্বের চেয়ে অনেকটাই সুলভ মূল্যে আপনি আপনার প্রিয়জনের কাছে এসএমএস করেন করতে পেরেছেন।

এসমস্ত সুযোগ-সুবিধা ভোগ করার জন্য আপনাকে অবশ্যই জিপি এসএমএস প্যাকেজ গুলোকে ক্রয় করতে হয়।


▪ 100 এসএমএস 5 টাকা : *111*10*6#
▪ 25 এসএমএস 2 টাকা পেতে ডায়াল করুন *121*1015*2#
▪ 50 SMS 2 Tk “S3” Type to send 8426 1 day
▪ 100 SMS (GP-GP) 7টাকা *121*1015*1# ,4 দিনের জন্য উপরে উল্লেখিত এসএমএস প্যাকেজ গুলো যদি আপনার পছন্দমত না হয়, তাহলে আপনি চাইলে গ্রামীণফোনের কর্তিক আরো দুইটি অ্যান্ড্রয়েড অ্যাপস তারা আপনার ইচ্ছামত আপনার পছন্দের মূল্যের মধ্যে Gp sms pack ক্রয় করতে পারবেন।


এক্ষেত্রে প্রথমে যে অ্যাপসটি রয়েছে সেটি নিচের দেয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিনঃ

অ্যাপসটি ডাউনলোড করা হয়ে গেলে প্রথমে এতে আপনার গ্রামীনফোনের সিম নাম্বার দিয়ে লগইন করে নিন। 

এবং তারপরে আপনি যখন এই অ্যাপসটির ড্যাশবোর্ডে চলে যাবেন তখন আপনি এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন এই অপশন গুলো থেকে আপনাকে flexiplan নামের যে অপশনটি রয়েছে,  তাতে ক্লিক করতে হবে।

Gp Sms Pack | সুলভ মূল্যে কিভাবে ক্রয় করবেন জিপি এসএমএস প্যাক |



এরপরে আপনি আরেকটি পেজে চলে আসতে পারবেন যেখান থেকে আপনি আপনার পছন্দের যেকোন ধরনের প্যাকেজ ক্রয় করতে পারবেন। 

যেমন আপনি চাইলে ইন্টারনেট প্যাক, এসএমএস প্যাক, স্পেশাল কলরেট প্যাকেজ যেকোনো ধরনের প্যাকেজ আপনার পছন্দমত মেয়াদের সাথে ক্রয় করতে পারবেন।

এক্ষেত্রে যখনই আপনি Flexiplan অপশনটিতে ক্লিক করবেন তখন আপনি নিচের পেইজে যখন আসবেন। 

তখন আপনাকে যেহেতু এসএমএস কিনতে হবে তাই এসএমএস নাম্বার অপশন থেকে আপনার যতগুলো এসএমএস প্রয়োজন ততগুলো সিলেক্ট করে নিন।

এবং তারপরে আপনি এই এসএমএস গুলো যতদিন মেয়াদের জন্য ক্রয় করতে চান তা সিলেক্ট করলে দেখতে পারবেন।

আপনার পছন্দমত বেছে নেওয়া এসএমএস গুলোর মূল্য কত টাকা পড়েছে এবং এতে আপনার কত পার্সেন্ট সেভিং হয়েছে।

সবকিছু যদি আপনার আয়ত্তের মধ্যে থাকে তাহলে Buy now অপশনটিতে ক্লিক করার মাধ্যমে আপনার অফারটি নিশ্চিত করে নিন, অর্থাৎ ক্রয় করে নিন Gp Sms Pack।

Gp Sms Pack | সুলভ মূল্যে কিভাবে ক্রয় করবেন জিপি এসএমএস প্যাক |



এছাড়াও আপনি চাইলে গ্রামীনফোন সিমের কাছ থেকে পাওয়া আরেকটি এন্ড্রয়েড এপস এর সহযোগিতায় খুব সহজে আপনার পছন্দমত Gp Sms Pack ক্রয় করতে পারবেন।

এপসটির সহযোগিতায় সহজেই এসএমএস প্যাকেজ করতে হলে, আপনাকে পূর্বের মতো মাই জিপি অ্যাপ এ ঢুকে প্লেক্সিপ্লান সিলেক্ট না করে ডাইরেক্ট অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে।

ডাউনলোড করা হয়ে গেলে পূর্বের মতোই অ্যাপসটিতে আপনার নাম্বারে দিয়ে লগইন করে নিন, এবং তারপরে আপনার পছন্দমত প্যাকেজগুলো বেছে নিয়ে ক্রয় করে নিন।

আপনি যেহেতু এসএমএস প্যাক করে করতে চান সেহেতু আপনাকে শুধুমাত্র নির্দিষ্ট মেয়াদের সাথে এসএমএস প্যাকেজ গুলো কে সিলেক্ট করে নিতে হবে।

এবং উপরের দেয়া মিনিট এবং ইন্টারনেট প্যাকেজ গুলোকে একেবারে শূন্য করে দিতে হবে।

Gp Sms Pack | সুলভ মূল্যে কিভাবে ক্রয় করবেন জিপি এসএমএস প্যাক |



আপনি যদি আপনার পছন্দের জিপি এসএমএস প্যাকেজ গুলো সিলেক্ট করে।

তারপর একটি নির্দিষ্ট মেয়াদের সাথে যথাযথভাবে নির্বাচন করার পর Buy now অপশনটিতে ক্লিক করার পর আপনার প্যাক থেকে কনফার্ম করে নিতে হবে।

আর এভাবেই আপনি চাইলে খুব সহজেই আপনার পছন্দমতো যেকোনো ধরনের Gp Sms Pack ক্রয় করতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top