Gp Balance Transfer | Grameenphone Money Transfer|

আপনি যদি গ্রামীনফোন সিম ইউজার হন এবং আপনার সিমে যদি খুব বেশি পরিমাণ টাকা থাকে এবং এই টাকাগুলো যদি আপনি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে চান অর্থাৎ আপনি Gp Balance Transfer করতে চান তাহলে আপনাকে একটি সহজ প্রসেস মান্য করতে হয়  

তবে পূর্ব সময়ে আপনি যদি Gp Balance Transfer করতে চাইতেন তখন আপনাকে বিভিন্ন ধরনের জটিলতার সম্মুখীন হতে হতো।

বিষয়টা এরকম যে আপনি ব্যালেন্স ট্রান্সফার করার সময় যখন আপনি আপনার সিমটি রেজিস্ট্রেশন করতে চাইতেন, তখন নানা ধরনের জটিলতার সম্মুখীন হতে হতো। অনেক সময় দেখা যায় করার কারণে রেজিস্ট্রেশন হচ্ছে না।

তবে চিন্তার কোন কারণ নেই আজকের এই পোস্টটিতে আমি Gp Balance Transfer এর সময়উপযোগী এবং সবচেয়ে কার্যকরী দুটি প্রসেস সম্পর্কে আলোচনা করব যা অবশ্যই আপনার কাজে আসবে।

যেকোনো ফোন দিয়ে Gp Balance Transfer : 

আপনি যদি যেকোনো ধরনের ডিভাইস দ্বারা গ্রামীণফোন সিমে ব্যালেন্স ট্রান্সফার করতে চান তাহলে আপনাকে প্রথমত আপনার সিমের নাম্বারটি রেজিস্ট্রেশন করে নিতে হয়। 

যা আমরা সাধারণত যে কোন ধরনের ফ্লেক্সিলোডের দোকানে গেলে দেখতে পারি।

এক্ষেত্রে তারা প্রথমে তাদের সিম থেকে ব্যালেন্স ট্রান্সফারের জন্য রেজিষ্ট্রেশন করে নেয়, এবং তারপরে সহজ একটি পদ্ধতি অবলম্বনের মাধ্যমে যেকোনো সিমে ব্যালেন্স ট্রান্সফারের কাজ সম্পাদন করতে পারে।

আপনিও যদি এরকম Gp Balance Transfer করতে চান এবং আপনার সিম রেজিস্ট্রেশন করে নিতে চান তাহলে নীচে দেয়া পদক্ষেপ অনুযায়ী কাজটি সম্পাদন করুন।

রেজিস্ট্রেশন করতে হলে প্রথমে আপনার ফোনের মেসেজ অপশনে যান এবং তারপরে টাইপ করুন REGI এবং সেন্ড করে দিন 1000 নাম্বারে, তাহলে আপনার সিমটি ব্যালেন্স ট্রান্সফারের জন্য রেজিস্ট্রেশন হয়ে যাবে।

এবং আপনি যে ফিরতি মেসেজ পাবেন এর মাধ্যমে আপনার পিন নাম্বার সহ যাবতীয় ডিটেলস গুলো পেয়ে যাবেন।

ব্যালেন্স ট্রান্সফার কিভাবে করবেন?

আপনি যদি রেজিস্ট্রেশন এর কাজ কি কমপ্লিট করে ফেলেন, তাহলে এবার Gp Balance Transfer এর কাজটি সম্পাদন করতে হবে। 

প্রথমে মেসেজ অপশনে চলে যান এবং তারপরে BTR এরপরে স্পেস দিন আপনার পিন নাম্বার স্পেস যে মোবাইল নাম্বারে টাকা পাঠাতে চান সেই নাম্বার স্পেস কত টাকা পাঠাতে চান তার হিসাব এবং তার পরে পাঠিয়ে দিন 1000 নাম্বারে। 

উপরে উল্লেখিত প্রসেস না বুঝে উঠতে পারলে নিচের দেয়া সহজ মাধ্যম ব্যবহার করতে পারেন আপনি নিচে দেয়া ডেমো দেখে নিতে পারেন।

BTR(space)****(PIN)(space)0171***(mb no)(space)100(amount)

আপনি যখন উপরুক্ত উপায় ব্যালান্স ট্রান্সফার করবেন, তখন আপনি  সফল হয়ে গেলে একটি কনফারমেশন মেসেজ পাবেন।  

যার মাধ্যমে আপনি নিশ্চিত হতে পারবেন যে আপনি যে নাম্বারে টাকা প্রেরণ করেছেন সে নাম্বারে টাকা প্রবেশ করেছে কিনা।

কিভাবে পিন নাম্বার পরিবর্তন করবেন?

আপনি যদি আপনার ব্যালেন্স ট্রান্সফার করার পিন নাম্বার পরিবর্তন করতে চান তাহলে প্রথমে মেসেজ অপশনে চলে যান।

এবং তারপর CPIN লিখে স্পেস দিয়ে তারপরে আপনার পূর্বে যে পিন নাম্বার রয়েছে সেই পিন নাম্বার দিন এরপরে লিখুন NEWPIN আবারো স্পেস দিন এরপরে আপনি যে নতুন পিন নাম্বার দিতে চান সেটি দিন সবশেষে পাঠিয়ে দিন 1000 নাম্বারে।

CPIN (space) OLDPIN (space) NEWPIN (space) NEWPIN.

Example: CPIN 1234 4321 4321

 

আর উপরে উল্লেখিত উপায়ে আপনি খুব সহজেই ব্যালেন্স ট্রান্সফারের এর জন্য আপনার পিন নাম্বার পরিবর্তন করতে পারবেন।

আর এভাবেই মূলত যেকোনো ধরনের ফোন ব্যবহার করার মাধ্যমে আপনি  Gp Balance Transfer এর কাজ সফলভাবে সম্পাদন করতে পারবেন

 

বিকল্প আরেকটি সহজ পদ্ধতিতে  Grameenphone Money Transfer :

আপনি চাইলে ইন্টারনেট কানেকশন এর সাথে একটি সহজ পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে  Grameenphone Money Transfer সফলভাবে করতে পারবেন।

এজন্য প্রথমে আপনাকে প্রথমে গ্রামীনফোন সিমের দেয়া একটি ফ্রি অ্যান্ড্রয়েড অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। 

Mygp

 

অ্যাপসটি ডাউনলোড করা হয়ে গেলে এবার আপনার ফোন নাম্বার দিয়ে লগ ইন করে নিন এবং তারপরে আপনি এই অ্যাপসটির হোমপেইজে চলে যেতে পারবেন।

অ্যাপসটিতে প্রবেশ করার পরে আপনি যে বক্সটিতে আপনার একাউন্টে যত টাকা রয়েছে তা দেখতে পারবেন তার উপরে ক্লিক করুন।

 

Gp Balance Transfer | Grameenphone Money Transfer|

 

 

তাহলে আপনি এর পরের পেইজে Transfer নামক একটি অপশন পেয়ে যাবেন এই অপশনটিতে ক্লিক করার মাধ্যমে আপনি খুব সহজেই যে কোন নাম্বারে টাকা রিচার্জ করে নিতে পারবেন।

 

Gp Balance Transfer | Grameenphone Money Transfer|

 

 

এর পরের পেজে আপনি যখন আসবেন তখন আপনাকে নিম্নলিখিত উপায়ে ব্যালেন্স ট্রান্সফারের কাজ সম্পাদন করতে হবে। 

Enter Recipient Number: এবক্সটিতে   আপনি যার কাছে টাকা প্রেরণ করতে চান সেই নাম্বারটি লিখে দিন।

Enter Amount: আপনি ওই নাম্বারটিতে কত টাকা পেমেন্ট করতে চান সেটি এখানে উল্লেখ করুন এবং মনে রাখবেন এই টাকার পরিমাণ কমপক্ষে 10 টাকা এবং সর্বোচ্চ 100 টাকা অবধি হলে হবে।

Enter Pin: এখানে আপনাকে আপনি পূর্বে উল্লেখিত উপায় যে পিন নাম্বার পেয়েছিলেন রেজিস্ট্রেশন করার মাধ্যমে সে পিন নাম্বার লিখতে হবে। 

কিভাবে আপনি পিন নাম্বার করবেন তা আমি পোস্টের সর্বপ্রথমে উল্লেখ করেছি।

 এবং উপরে উল্লেখিত প্রত্যেকটি পদ্ধতি অবলম্বন করার পরে সর্বশেষে আপনাকে Transfer  বাটনে ক্লিক করতে হবে, তাহলে সফলভাবে আপনি  Grameenphone Money Transferএর কাজ সম্পাদন করতে পারবেন। 

 

Gp Balance Transfer | Grameenphone Money Transfer|

 

 

আর মূলত এভাবেই আপনি খুব সহজেই জিপি ব্যালেন্স ট্রান্সফার করতে পারেন আশা করি পোস্টটি আপনার কাজে এসেছে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top