Banglalink Online Service সুযোগ-সুবিধা |

বর্তমান সময়ে সবাই ইন্টারনেট কে প্রাধান্য দেয়ার কারণে এটা পরিলক্ষিত হয় যেকোনো সিমে তাদের কার্যক্রমকে ইন্টারনেট মুখী করে তুলেছে। Banglalink Online Service.

অর্থাৎ ব্যবহারকারীরা চাইলে ইন্টারনেট সংযোগের মাধ্যমে তাদের যেকোনো ধরনের সমস্যার কথা যেকোনো ধরনের অপারেটরের কাছে তুলে ধরতে পারে।

এরই ধারাবাহিকতায় বাংলাদেশের তৃতীয় সর্ববৃহৎ অপারেটিং সিস্টেম অর্থাৎ বাংলালিংক সেবাগুলো কে অনলাইন ভিত্তিক করে তুলছে, একে সাধারণত বলা হয় Banglalink Online Service।

আপনি যদি Banglalink Online Service উপভোগ করতে চান তাহলে অবশ্যই আপনাকে প্রথমে বাংলালিংক এর অফিশিয়াল একটি ওয়েবসাইটের সহযোগিতা নিতে হবে।

[button url=”http://eselfcare.anglalink.net/” target=”blank” style=”default” background=”#ef2d55″ color=”#FFFFFF” size=”6″ wide=”no” center=”no” radius=”auto” icon=”icon: unlock-alt” icon_color=”#FFFFFF” text_shadow=”none”]EselfCare[/button]

এক্ষেত্রে আপনি যখন লিংকটিতে প্রবেশ করবেন তখন আপনাকে একটি অ্যাকাউন্ট খুলে নিতে হবে, যা খোলার জন্য আপনাকে আপনার বাংলালিংক সিমের নাম্বার এবং ইমেইল এড্রেস দিতে হবে

এবং তারপরে সমস্ত ইনফরমেশন দিয়ে আপনি যখন একটি নতুন অ্যাকাউন্ট খুলে ফেলবেন তখন আপনি  এতে  লগইন করতে পারবেন।

প্রথমবার রেজিস্ট্রেশন করলে আপনি এখান থেকে 100 এমবি বোনাস পাবেন যেগুলো আপনি যেকোন ধরনের কাজে লাগাতে পারবেন।

আপনি যদি নতুন অ্যাকাউন্ট তৈরি করতে চান, তাহলে আপনাকে যে সমস্ত পদ্ধতি অনুসরণ করতে হবে তা হল নিচের স্ক্রীনশট এ দেয়া ডকুমেন্টগুলো ফিলাপ করতে হবে।


Name: এখানে আপনার একটি নাম দিতে হবে।

Email:  আপনি যেই ইমেল এড্রেস সর্বাধিক ব্যবহার করেন অর্থাৎ যে ইমেইল এর সাথে আপনি সার্বক্ষণিক একটি থাকে সেই ইমেইল এড্রেস সিলেক্ট করুন।

Phone number: এখানে আপনি আপনার যে বাংলালিংক সিমের জন্য এই সমস্ত banglalink online service উপভোগ করতে চান সেই সিমটা নাম্বার লিখে দিন।

Password: এই জায়গাতে আপনার অ্যাকাউন্টের জন্য একটি স্ট্রং পাসওয়ার্ড দিন পাসওয়ার্ডের ডেমো এরকমটা হতে পারে: Asnm123#@’

Confirm Password: এই জায়গাতে আপনি পূর্বে যে পাসওয়ার্ড দিয়ে ছিলেন অর্থাৎ এই বক্স এর উপরের বক্সে আপনি যে পাসওয়ার্ড দিয়েছিলেন সেটি আবার টাইপ করুন।

এবং সমস্ত ডকুমেন্টগুলো দেয়া হয়ে গেলে আবার Sign Up বাটনে ক্লিক করার মাধ্যমে আপনার একাউন্ট খোলা নিশ্চিত করুন।



নতুন একাউন্ট খোলার পর এবার আপনাকে যে সমস্ত সুযোগ সুবিধার আওতায় আনা হবে সেগুলো হলোঃ


এই সমস্ত সুযোগ-সুবিধা গুলোর মধ্যে অন্যতম কয়েকটি সুযোগ সুবিধা হল:

 

  • আপনার সিমে রিচার্জ করতে পারবেন।
  • আপনি কি কি ব্যবহার করেছেন সেই সমস্ত হিস্টরি গুলো দেখা।
  • আপনি শেষ কখন আপনার বাংলালিনক সিমে কত টাকা রিচার্জ করেছিলেন সেই সমস্ত হিস্টরি দেখতে পারবেন।
  • এছাড়াও আপনার সিম থেকে আপনি কার কার সাথে কথা বলেছিলেন অর্থাৎ আপনার কল হিস্টোরি দেখতে পারবেন।
  • আপনার সিম এর সমস্ত ইনফরমেশন গুলো সম্পর্কে জানতে পারবেন।
  • ইন্টারনেট অফার গুলো সম্পর্কে জানতে পারবেন।

আপনি যদি সহজেই এবং খুব স্বল্প সময়ে Banglalink Online Service  এর সুযোগ সুবিধা ভোগ করতে চান তাহলে তাদের একটি অফিসিয়াল অ্যান্ড্রয়েড অ্যাপস ডাউনলোড করে নিতে হবে।

Download

এই অ্যাপসটি ডাউনলোড করার পরে আপনি যদি আপনার নাম্বার দিয়ে লগইন করে নেন তাহলে আপনি এটা থেকে না মুখী সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন

আপনার সিমে রিচার্জঃ

আপনি চাইলে খুব সহজেই ঘরে বসেই যেকোনো ধরনের উৎসেচক এর সহযোগিতায় আপনার বাংলালিংক সিমে রিচার্জ করে নিতে পারবেন।

এক্ষেত্রে আপনাকে এই সুযোগ সুবিধা ভোগ করার জন্য Banglalink Online Service  এ রেজিস্ট্রেশন করে নিতে হবে।

বাংলালিংক কাস্টমার কেয়ারের সাথে অনলাইন লাইভ চ্যাটঃ

Banglalink Online Service এরমধ্যে অন্যতম একটি হলো আপনি চাইলে তাদের কাস্টমার কেয়ারের সাথে ইন্টারনেট ব্যবহার করার মাধ্যমে লাইভ চ্যাট করতে পারেন।

এই সুযোগ সুবিধা টি আপনিএই সুযোগ সুবিধা টি আপনি ভোগ করতে পারবেন যদি আপনি উপরে প্রসেস মত বাংলালিংক সিমের eselfcare ওয়েবসাইট কিংবা এন্ড্রয়েড এপ্স এ লগইন করেন তাহলে।

এক্ষেত্রে আপনি তাদের কাছে একদম লাইফ চ্যাটিংয়ের মাধ্যমে যেকোনো ধরনের সমস্যার কথা তুলে ধরতে পারবেন।

আর এভাবে আপনি চাইলে খুব সহজেই Banglalink Online Service এর আওতাধীন নিজেকে আনতে পারবেন এবং বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন।

বাংলালিংক কল লিস্ট চেক with Banglalink Online Service

আপনি চাইলে এর মাধ্যমে খুব সহজে ইতিপূর্বে যা যার সাথে কথা বলেছিলেন এবং কত মিনিট কথা বলেছিলেন তার সঠিক লিস্ট পেয়ে যাবেন।

আপনি চাইলে খুব সহজেই আপনার কল লিস্ট চেক করতে পারবেন এতে করে আপনি নিশ্চিত হতে পারবেন,  যে আপনি কতক্ষণ কথা বলেছিলেন এবং কার কার সাথে ইতিপূর্বে যোগাযোগ রেখেছিলেন।

এছাড়াও আপনি এটা দেখতে পারবেন শেষ দশদিনের আপনি কার কার সাথে সবচেয়ে বেশি কথা বলেছিলেন এবং এজন্য আপনার কত টাকা খরচ হয়েছিল।

Banglalink Online Service | দেখে নিন কতশত সুযোগ-সুবিধা রয়েছে |

আর তাই আপনি যদি আপনার কল লিস্ট চেক করতে চান তাহলে অবশ্যই Banglalink Online Service সহযোগিতা নিন।

ইন্টারনেট অফার গুলো সম্পর্কে জানা with Banglalink Online Service

আপনি যদি Banglalink Online Service ব্যবহার করে থাকেন তাহলে আপনার জন্য বাংলালিংক সিমে টাকা সর্বশেষ সুলভ মূল্যে ইন্টারনেট অফার সম্পর্কে আপনি খুব সহজেই জেনে নিতে পারবেন।

আর আপনাকে এই সমস্ত ইন্টারনেট অফারের খোঁজখবর নিতে হলে বিভিন্ন ধরনের ওয়েবসাইট এর সুযোগ সুবিধা নিতে হয়। 

আপনি শুধুমাত্র তাদের এই সেবার সাথে যুক্ত হলে আপনার সিমে থাকা সমস্ত ইন্টারনেট প্যাকেজ গুলো দেখতে পারবেন।

Banglalink Online Service | দেখে নিন কতশত সুযোগ-সুবিধা রয়েছে |




রিচার্জ হিস্টরিঃ

আপনি আপনার বাংলালিংক সিমে পূর্বে কত টাকা রিচার্জ করেছিলেন তার সঠিক স্টরি আপনি এখানে দেখতে পারবেন। এতে করে আপনি নিশ্চিত হয়ে যাবেন যে এই সিমে রিচার্জের জন্য আপনার ঠিক কত টাকা খরচ হয়েছে।

এছাড়াও Banglalink Online Service এর আওতাধীন যে সমস্ত সুযোগ সুবিধা গুলো রয়েছে সেগুলো হলো।

Roaming History
▪ Priyojon
▪ Amar Offer 

আর এই সমস্ত সুযোগ-সুবিধা ভোগ করার জন্য আপনাকে অবশ্যই banglalink online service এ রেজিস্ট্রেশন করে নিতে হবে। 

যা আমি উপরে বর্ণনা করেছি যে কিভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন?


এই সমস্ত অনলাইন সার্ভিস এর মূল লক্ষ্য হলো এগুলোর মাধ্যমে আপনি চাইলে খুব সহজেই বাংলালিংক এর সাথে যেকোনো ধরনের কার্যক্রম সম্পাদন করতে পারবেন। 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top