যেকোনো ধরনের সিম আপনি যদি খুব বেশি দিন ধরে এটিকে ব্যবহার না করে এটিকে অকার্যকর করে রেখে দেন তাহলে আপনি এই সিম থেকে খুব ভালো পরিমাণ সুলভ মূল্যের অফার গুলো উপভোগ করতে পারবেন।
ঠিক তেমনি ভাবে আপনি যদি রবি সিম ব্যবহারকারী হন এবং আপনার রবি সিম কে বেশ কিছুদিন বন্ধ অবস্থায় রেখে দেন তাহলেও এই সিম থেকে আপনি সুলভ মূল্যে নানা ধরনের অফার উপভোগ করতে পারবেন।
যেগুলোকে সাধারণত বলা হয় robi bondho sim offer।
অনেকেই আছেন যারা আসলে রবি বন্ধ সিম অফার সম্পর্কে খুব বেশি একটি ধারণা রাখেন না, এছাড়াও তারা তাদের সিমটিকে কয়েকদিন অকার্যকর অবস্থায় রাখার পরেও এই বন্ধ সিম থেকে যে সমস্ত সুযোগ-সুবিধা ভোগ করা যায় সেগুলো থেকে তারা বঞ্চিত হচ্ছেন।
আর আপনিও যদি রবি বন্ধ সিমের অফার থেকে বঞ্চিত হয়ে থাকেন, তাহলে আজকের এই পোষ্ট টি আপনার জন্য।
এই পোস্টটিতে আমি আলোচনা করব সমস্ত ধরনের robi bondho sim offer এবং robi bondho sim internet offer গুলো সম্পর্কে।
▪ ৪ জিবি সাথে ১২০ মিনিট কিনুন ১১৯ টাকা রিচার্জে
▪ ৫ জিবি কিনুন ৩৮ টাকা রিচার্জে মেয়াদ ৫ দিন
▪ ৯ টাকায় ১জিবি ইন্টারনেট
#১ 4.5G নেটওয়ার্কের সাথে উপভোগ করুন সেরা ইন্টারনেট অফার।
▪ 101 tk recharge 10gb internet.
▪ টাকা রিচার্জ করেন তাহলে পাবেন আর 500mb free.
▪ ২৯ টাকা রিচার্জে ১ জিবি
এখন যে কোন ইন্টারনেট প্যাক কিনলেই পাচ্ছেন সারপ্রাইজ ইন্টারনেট বোনাস!
স্ট্রিমিং বোনাস: সিনেমা ও নাটক দেখা এবং ভিডিও বানাতে এবং শেয়ার করতে পারবেন।
সোশ্যাল এবং গেমিং বোনাস: যেকোনো মুহূর্ত শেয়ার করা, ইমোতে প্রিয়জনের সাথে চ্যাট কিংবা কল/ভিডিও কল, হোয়াট্স্যাপে মেসেজ পাঠানো, এবং জনপ্রিয় গেম খেলতে পারবেন।
যেমন খুশি ইন্টারনেট বোনাস: যে কোনও কাজে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
এই অফারটি আপনার বন্ধ সংযোগের জন্য প্রযোজ্য কিনা জানতে A<space>০১৮xxxxxxxx লিখে যেকোনো রবি নম্বর থেকে ফ্রি এসএমএস করুন ৮০৫০ নম্বরে অথবা ডায়াল *৮০৫০# এবং নির্দেশাবলি অনুসরণ করুন
এছাড়াও আপনি যদি উপরের এই অফার গুলো নিয়ে সন্তুষ্ট না থাকেন তাহলে আপনি চাইলে রবি সিমের অফিশিয়াল অ্যাপসটি ডাউনলোড করার মাধ্যমে আপনার সিমটি যখন সংযোগ দিবেন তখন এই সিমে থাকা সমস্ত ধরনের অফার সম্পর্কে জানতে পারেন।
এক্ষেত্রে আপনাকে শুধুমাত্র নিচের দেয়া লিঙ্ক থেকে রবি সিমের অফিশিয়াল অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে এবং তারপরে আপনার নাম্বারে দিকে এটিকে অ্যাক্টিভ করে নিতে হবে।
My Robi
অ্যাপসটিতে প্রবেশ করার পর এবার আপনার ফোন নাম্বার দিয়ে এতে লগইন করুন, তারপরে আপনি এতে আপনার সিমের জন্য যে যে অফার বিদ্যমান সেগুলো সহজেই দেখতে পারবেন।
এবং এগুলো কে আপনি খুব সহজেই আপনার সিমে একটিভ করে নিতে পারবেন।
সিমের দরকারি কোড:
ব্যালেন্স চেক: *222#
নিজের নাম্বার দেখতে: *140*2*4#
সিম প্যাকেজ চেক: *140*14#
< সিম পাকেজ বদলাতেঃ *140*24# মিনিট চেক: *222*3#
এস এম এস চেক: *222*11#
এম এম এস চেক : *222*13#
এম বি চেক: *222*81# , 8444*88#
টাকা ধার নিতেঃ *8811*1# অথবা *123*007#
মিনিট ধার নিতেঃ *123*008#
বোনাস টাকা : *222*1#
ফ্রী মিনিট : *222*2#
মিনিট কেনার জন্য : *222*3#
নেট সেটিং রিকুয়েস্ট : *140*7#
মিস কল এলাট (অন): Type ON & Send to 8272
মিস কল এলাট (অফ): Type OFF & Send to 8272
ইন্টারনেট সেটিং : *140*7#
আপনার অফার জানতেঃ *999#
হেল্প লাইনঃ ১২৩ বা ০১৮১৯-৪০০৪০০ বা আপনার সমস্যা লিখে ৮১২৩ তে পাঠান।
কল ইনফু সেন্টারঃ ১২০০
বিভিন্ন প্যাকেজ সমন্ধে জানতেঃ *১৪০*২৪#
এফএনএফ মেনুঃ *১৪০*৫#
ইন্টারনেট কিনতেঃ *৮৪৪৪# বা *১৪০*৭# বা ৮৪৪৪
ব্যালেন্স ট্রান্সফারঃ মেসেজে গিয়ে টাকার পরিমান লিখে ১২১২০১৮xxxxxxxx এ পাঠান।
আজকের অফার জানতেঃ *৯৯৯# বা *৯৯৯*১#
বন্ধ সিমের আওতায় কিনা জানতেঃ মেসেজে গিয়ে A লিখে ৮০৫০ তে পাঠান।
বর্তমান প্যাকেজ দেখতেঃ *১৪০*১৪#
রবি রেডিওঃ ৮০৮০
রবি গুণগুণঃ *১১১# বা ১১১
কমপ্লেইন সেন্টারঃ ১৫৮
ইমারজেন্সি বা ঝটপট ব্যালেন্স আনতেঃ *৮৮১১*১#
ইমারজেন্সি বা ঝটপট ব্যালেন্স বন্ধ করতেঃ ৮৮৮১১*২#
সর্বশেষ রিচার্জ জানতেঃ *৭৭৭#
রিফিল বা রিচার্জ করতেঃ *১১১*কার্ড নাম্বার#
ইন্টারনেট প্যাক মূল্যে যাবতীয় ট্যাক্স অন্তর্ভুক্ত আছে
ইন্টারনেট ব্যালান্স চেক করতে *৩# ডায়াল করুন অথবা মাইরবি অ্যাপে গিয়ে ব্যালান্স চেক করুন।
আর এভাবেই আপনি যদি robi bondho sim offer নিয়ে ঝামেলার মধ্যে থাকেন এবং আপনার robi bondho sim offer সম্পর্কে পুরোপুরি জানতে চান তাহলে আপনি জানতে পারবেন।
এছাড়া উপরে উল্লেখিত অফার গুলো দেয়া হয়েছে সেগুলো আপনার রবি বন্ধ সিমের জন্য প্রযোজ্য।
তবে এক্ষেত্রে আপনার রবি সিম তুই কতদিন বন্ধ রয়েছে এবং এটি বন্ধ সিমের আওতাধিন রয়েছে কিনা সেটাও মুখ্য বিষয়।
তাই আপনার সিমটি কে বন্ধ সিমের অফার এর সাথে সামঞ্জস্যপূর্ণ রাখার জন্য অবশ্যই তিন থেকে চার মাস বন্ধ করে রাখুন।
তাহলে আশা করা যায় আপনি robi bondho sim offer এর জন্য প্রযোজ্য হবে।