ভালোবাসার ছন্দ | সমগ্র ভালোবাসার ভালোবাসার ছড়া |

আপনি যদি আপনার ভালবাসার মানুষের কাছে সমস্ত ধরনের নতুন ভালোবাসার ছন্দ গুলো পৌঁছে দিতে চান তাহলে হয়তো এগুলো মিলাতে গিয়ে অনেকটাই হিমশিম খেয়েছেন।


কারণ ভালোবাসার ছন্দ গুলো এরকম হওয়া প্রয়োজন যার মাধ্যমে আপনার ভালোবাসার মানুষটি ইমপ্রেস হয়, এবং আপনার দামটা অনেকটাই বৃদ্ধি পায়।

 

আর আপনি যদি সমস্ত ধরনের নতুন ভালোবাসার ছন্দ গুলো নিজের কাছে নিয়ে আসতে চান তাহলে আজকের এই পোস্টটি আপনি ফলো করতে পারেন।

 

 

 

আম মিষ্টি, জাম মিষ্টি, তেঁতুল বড় টক। তোমার সঙ্গে প্রেম করতে আমার ভারি সখ।

 

গোলাপ ফুল তুলতে গেলে হাতে লাগে কাঁটা। তোমার কথা মনে পরলে মনে লাগে ব্যাথা।
প্রথম সেই দেখা যায় কি কখনো ভোলা। প্রেমের বাঁধনে বেঁধে তোমায়, গাঁথবো স্মৃতির মালা।

   

মিষ্টি তোমার মুখখানি, সুন্দর তোমার রূপ। তাই না দেখে এ মন আমার দিয়েছে প্রেমে ডুব।
দু চোখ ভোরে দেখি শুধু তোমার সুন্দর মুখখানা। পাগল হয়ে দেখে আঁখি, পলক আর পরে না।
তোমার দুটি ডাগর চোখে আমার মনের ছবি। এসো প্রিয়া কাছে এসো, দেখে যাও সবই…

  

আমার এ ভালোবাসা করো নাকো অবহেলা। আমার হৃদয় নিয়ে করো নাকো খেলা।
কাছেতে যদি না আসো, গোপন কথা বলি কেমন করে… আমার যত প্রেম পিরিত, রেখেছি তা তোমার তরে…
কণ্ঠে পরে ফুলের মালা, অভিসারে এসো প্রিয়। বসে আছি দুয়ার খুলে, আমি তোমার পথ চেয়ে।

  

তোমার নুপুর ধ্বনি আমি যখন শুনতে পাই। প্রেমের আবেগে আমি তখন ডুবে যাই…

  

হে প্রেয়সী মিষ্টি হাঁসি, জাগায় প্রাণে সাড়া। আবার কবে দেখবো তোমায়, তাইতো এতো তাড়া।
আমার মনের মাধুরী মিশায়ে তোমার মূর্তি গড়েছি। তোমার লাগি ওগো প্রিয় মোর ফুলের শয্যা পেতেছি।
প্রেমের সাথী চির সাথী, থাকে চিরকাল। সাদা নয় প্রেমের রং, রং যে তার লাল…
রাগ করোনা রাধিকা, তোমায় বড়ো ভালোবাসি। তাইতো কত দূরে থেকে তোমার কাছে আসি।
চিরটা কাল থেকো আমার, এমন করে কাছে। ডাকলে যেন কাছে এসো, আমায় ভালোবেসে।
রাত আরও বাকি, আছে অনেক কথা। জানি না এমনভাবে, কবে হবে দেখা…!!!
চাঁদের মতো মুখ তোমার দেখে আমি প্রথমবার, আপন শাখায় ফুল হয়ে তোমায় চায় মন আমার।

  

সারাদিনে কাজের ফাঁকে যখন সময় পাই, মনে পরে বারে বারে, তোমার মুখটাই।

  

তুমি আমার প্রেম সাগরে, তুলেছো যে তরঙ্গ। মাথার দিব্যি শেষে রণে দিও নাগো ভঙ্গ।

  

আজ এই সময় আমার থাকবে মনে, তোমার আমার মিলন হলো এই শুভ দিনে।

  

কত তোমায় চিঠি দিলাম, দিলে না কেন জবাব। এমন করে ছলনা করা মেয়েদের কি স্বভাব…!!!

   

অনেক কথা বলার ছিল আজকের এ রাতে। এমনি করে চিরটা কাল থাকবে আমার সাথে।

  

এসেছ যখন আর যেও না চলে। একা আমি ওগো প্রিয়া, যেওনা আমারে ফেলে…

তাহলে আর দেরি না করে এখুনি উপরে উল্লেখিত সমস্ত নতুন ভালোবাসার ছন্দ গুলো আপনার প্রিয়জনের কাছে পৌঁছে দিন আর উপভোগ করুন অন্য রকম অনুভূতি।

1 thought on “ভালোবাসার ছন্দ | সমগ্র ভালোবাসার ভালোবাসার ছড়া |”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top