ভিপিএন এর নাম কখনো শুনেছেন? হয়তো আপনিও অনলাইন জগতে আপনারা নিজেকে ঢাকতে কিংবা এরকম কিছু ওয়েবসাইটের এক্সেস নেয়ার কথা যখন ভাবছেন, যে ওয়েবসাইট গুলো আপনার নির্দিষ্ট লোকেশনে কখনো এক্সেস নেয়া যায়না, তখনই ভিপিএন এর কথা শুনেছেন।
তবে এই সমস্ত ভিপিএন গুলোর মধ্যে অনেক ভিপিএন রয়েছে যেগুলো আপনাকে পুরো সেফটি দিবে আর অনেক ভিপিএন রয়েছে যেগুলো কানেক্টেড থাকা সত্বেও কোন কাজের নয়।
এক্ষেত্রে আপনি প্রায় সময় ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন হতে পারেন, এগুলো ঠিক মত কাজ না করলে আপনার পুরো কার্যকে ব্যর্থ করে দিতে পারে।
তাই এগুলো থেকে ভালো পারফরম্যান্স পাওয়ার জন্য আপনাকে অবশ্যই এরকম কিছু ভিপিএন সিলেক্ট করতে হবে যেগুলো অবশ্যই কার্যকরী।
আজকের এই পোস্টটিতে আমি আলোচনা করব দশটি ভিপিএন সফটওয়্যার নিয়ে যেগুলো অবশ্যই আপনার ক্ষেত্রে কার্যকরী ভুমিকা পালন করবে।
Turbo Vpn
আপনি যখন গুগল প্লে স্টোরে ভিপিএন সফটওয়্যার লিখে সার্চ করবেন তখন প্রথম রেজাল্ট এই ভিপিএন আপনি পেয়ে যাবেন।
এই ভিপিএন এর অসাধারণ কার্যকরী দক্ষতা এবং ইউজার এক্সপেরিয়েন্স সবাইকে মুগ্ধ করেছে। গুগল প্লে স্টোরে এর রেটিং 4.6।
এছাড়াও এটি প্রায় 100 মিলিয়নের বেশি ডাউনলোড করা হয়েছে। নির্মাণ করেছে ইনোভেটিভ কানেকশন সফটওয়্যার কোম্পানি।
Touch Vpn
এটিও একটি অসাধারণ ভিপিএন সফটওয়্যার। আপনি যদি এই ভিপিএন এর এক্সেস নিতে চান তাহলে আপনাকে কোন লগইন কিংবা রেজিস্ট্রেশন সংক্রান্ত সমস্যায় পড়তে হবে না।
তাছাড়াও আপনি এই ভিপিএন এর মধ্যে অনেক ফ্রী প্রক্সি পাবেন যেগুলো আপনি সারাজীবনের জন্য ফ্রিতে ব্যবহার করতে পারবেন।
গুগল প্লে স্টোরে অ্যান্ড্রয়েড 4.4 এবং ডাউনলোড করা হয়েছে 10 মিলিয়নের অধিক সময়।
Psiphon
অসাধারণ ভিপিএন সফটওয়্যার যার মাধ্যমে আপনি শুধু ফ্রী প্রক্সি ব্যাবহার করতে পারবেন তা কিন্তু নয়, তাছাড়াও আপনি এই ভিপিএন এর সহযোগিতায় ফ্রী ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
এটি খুবই তাড়াতাড়ি কানেক্ট হয়ে যায় এবং এর মধ্যে থাকা সমস্ত প্রক্সি আপনি একদম ফ্রিতে ব্যবহার করতে পারবেন।
অসাধারণ মনমুগ্ধকর ইউজার এক্সপেরিয়েন্স এবং 4.2 রেটিং নিয়ে বর্তমানে এই অ্যাপসটি ডাউনলোড করা হয়েছে প্রায় 50 মিলিয়নের অধিক সময়।
Hola Vpn
এটি একটি ফ্রি ভিপিএন যাতে থাকা সমস্ত প্রক্সি আপনি একদম ফ্রিতে ব্যবহার করতে পারবেন। গুগল প্লে স্টোরে এই ভিপিএন এর রেটিং 4.5।
এবং এটি শতভাগ ফ্রিতে আপনি ব্যবহার করতে পারবেন। তাছাড়াও আপনাকে কোন ধরনের লগইন এবং রেজিস্ট্রেশন সংক্রান্ত সমস্যায় পড়তে হবে না।
এই অ্যাপসটি সর্বপ্রথম রিলিজ করা হয়েছিল 2012 সালে এবং আজ অব্দি এটা আপডেট দিয়ে, এর কার্যকরী দক্ষতা বৃদ্ধি করা হয়েছে।
Panda Vpn
এটাও একটি অসাধারন ফ্রি ভিপিএন সফটওয়্যার, এই ভিপিএন প্রায় 5 মিলিয়ন এর অধিক সময় ডাউনলোড করা হয়েছে।
এটি কতটা কার্যকরী তা আপনি ভিপিএন এর রেটিং দেখলে বুঝতে পারবেন, এছাড়াও আপনি এটি ডাউনলোড করার আগে এর গুরুত্বপূর্ণ ফিডব্যাক গুলো দেখে নিতে পারেন।
আর উপরে উল্লেখিত ভিপিএন সফটওয়্যার গুলো আপনি ডাউনলোড করে রেখে দিতে পারেন ভার্চুয়াল জগতে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা ভোগ করতে, যেগুলো আপনার কাছ থেকে ছিনিয়ে নেয়া হয়েছে।
কারণ আপনি যে দেশে অবস্থান করেন সেই দেশে অনেক ধরনের সুযোগ-সুবিধা আপনি ভোগ নাও করতে পারেন, সেক্ষেত্রে ওই দেশের লোকেশন পরিবর্তন করার জন্য আপনি ভিপিএন ব্যবহার করতে পারেন!