স্কিটো সিমের ইন্টারনেট অফার | স্কিটো সিমের দাম কত?

স্কিটো সিমের বর্তমানে খুব একটা বেশি জনপ্রিয়তা লক্ষ করা না গেলেও, যারা বেশি সময় ধরে ইন্টারনেটে থাকতে পছন্দ করেন তাদের কাছে এটি একটি পছন্দের নাম।

স্কিটো সিমের অবিশ্বাস্য সব অফার এর কারণে এটি দিনে দিনে সকলের কাছে জনপ্রিয়তা অর্জন করতে চলেছে।

বলাবাহুল্য যে এই সিমের জনপ্রিয়তা দিন দিন আরও বেশি বৃদ্ধি পাবে এবং এই সিম ব্যবহারের প্রায় সকলেই আগ্রহী হবে।

তবে অনেকেরই কাছে স্কিটো সিম নতুন একটি নাম, অনেকেই এই সিমের সম্পর্কে পুরোপুরি জানেন না যে কিভাবে এই সিমটি করতে হবে আর কল করতে হলে কত টাকা খরচ হবে?


এছাড়াও অনেকে এটাও জানি না যে যদি আপনি স্কিটো সিম ব্যবহারকারী হন তাহলে এই সিম থেকে আপনি কি কি সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন?

সবমিলিয়ে আজকের এই পোস্টটিতে আমি আলোচনা করব। এই পোস্টটিতে আমি আলোচনা করব স্কিটো সিমের দাম কত? এবং স্কিটো সিমের ইন্টারনেট অফার গুলো সম্পর্কে।

স্কিটো সিমের দাম কত?

এই সিমটি বর্তমানে মার্কেটে খুব বেশি একটি না আসার কারণে, এবং সিম এর শুরুর দিক হয় এর দামটা অন্যান্যদের তুলনায় একটু বেশি।

স্কিটো সিম সাধারণত দুই ভাবে আপনি ক্রয় করতে পারবেন, এর মধ্যে একটি হলো অফিশিয়ালি এবং অন্যটি হলো আনঅফিসিয়াল।

এই দুটো ক্ষেত্রে স্কিটো সিমের দাম কিছুটা পার্থক্য পরিলক্ষিত হয়। 2020 সালের সর্বশেষ সমীকরণ অনুযায়ী আপনি অফিশিয়ালি ভাবে স্কিটো সিম মাত্র 220 টাকায় ক্রয় করতে পারেন।

তবে আপনি যখন এই সিমটি অন্যত্র থেকে ক্রয় করবেন তখনই জন্য আপনাকে টাকার পরিমাণ একটু বাড়িয়ে দিতে হবে।

এক্ষেত্রে আপনি দামের একটি বিশাল পার্থক্য লক্ষ্য করতে পারেন, সিম কিছুতেই আপনি আনঅফিসিয়ালি ক্রয় করতে চান তাহলে আপনাকে 400-500 কিংবা তার চেয়েও বেশি টাকা দিয়ে সিম ক্রয় করতে হয়।

সিমটিতে ফোরজি সেবা রয়েছে যার কারণে আপনি খুব ভালো নেটওয়ার্ক কানেকশন এর সহায়তায় ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

এছাড়াও স্বল্পদামে এবং স্বল্প খরচের বিনিময় ডাটা প্যাক ক্রয় করার জন্য কি ব্যবহার করাটাই বুদ্ধিমানের কাজ।

স্কিটো সিম অফার:

স্বল্পমূল্যে প্যাক ক্রয় করার জন্য আপনি চাইলে স্কিটো সিম কে আপনার প্রধান পছন্দ হিসেবে বেছে নিতে পারেন। তাহলেই সিম ব্যবহারে রয়েছে নানা রকমের সুযোগ-সুবিধা।

তাছাড়াও স্কিটো সিম অফার গুলো খুবই অবিশ্বাস্য রকমের হয় যা আপনি কল্পনাও করতে পারবেন না। বিষয়টা এরকম যে আপনার কাছে এটা খোলাসা হয়ে যাবে, আপনি আগে কত বেশি মূল্যে যে কোন প্যাকেজ ক্রয় করতেন।

স্কিটো সিম অফার আপনি কয়েক পর্যায়ে পাবেন, এক্ষেত্রে কিছু অফার রয়েছে যেগুলো আপনি যতবার ইচ্ছা ততবার নিতে পারবেন। আর কিছু অফার রয়েছে যেগুলো সীমিত।

তবে আপনি যে কোন অফার ক্রয় করেন না কেন এই অফার গুলো ক্রয় করার বেলায় আপনি অনেক বড় ডিসকাউন্ট পাবেন এবং সুলভ মূল্যে যেকোনো ধরনের প্যাকেজ ক্রয় করতে পারবেন।

স্কিটো নতুন সিম অফার:

 

আপনি যদি একটি স্কিটো নতুন সিম ক্রয় করেন তাহলে আপনি এই সিম থেকে প্রথমে নানা ধরনের অফার উপভোগ করতে পারবেন।

▪ আপনি স্কিটো সিম ক্রয় করার পরেই 1gb ফ্রী ইন্টারনেট পাবেন, যা আপনি যেকোন ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন।

▪ প্রতি 100 টাকা কিংবা এর চেয়ে বেশি টাকা রিচার্জ করার মাধ্যমে আপনি এক মাসের জন্য ফ্রি তে 1gb ইন্টারনেট প্যাক পেয়ে যাবেন।

▪ স্কিটো সিম অফার হিসেবে আপনি যখন নতুন কোন সিম ক্রয় করবেন তখন যেকোন নাম্বারে 64 পয়সা খরচে প্রতি মিনিট কথা বলতে পারবে।


স্কিটো সিমের অফিশিয়াল অ্যাপস ব্যবহার করে অফার:


আপনি যদি আপনার এন্ড্রয়েড ফোনে স্কিটো সিমের অফিশিয়াল অ্যাপসটি ডাউনলোড করে তারপরে এতে সাইনআপ করেন তাহলে আকর্ষণীয় অফার উপভোগ করতে পারবেন।

এক্ষেত্রে প্রথমে আপনি স্কিটো সিমের অফিশিয়াল অ্যাপসটি রয়েছে তা নিচের দেয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন।

Download Skitto App

▪এক্ষেত্রে প্রথমে আপনি যখন স্কিটো সিমে সাইন আপ করবেন তখনই 3gb ইন্টারনেট প্যাকেজ পেয়ে যাবেন একদম ফ্রিতে, এই অফারটির মেয়াদ কাল 7 দিন।

▪ সাইন আপ করার পরে আপনি 10 টাকা মোবাইল রিচার্জ এর সাথে; 30 দিন মেয়াদে 100 এসএমএস পাবেন। যে এসএমএসগুলো আপনি যেকোন অপারেটরে সেন্ড করতে পারবেন।

▪ শুধু যে আপনি 3 জিবি ডাটা প্যাক পাবেন তা কিন্তু নয়, আপনি যখন স্কিটো সিমের অফিশিয়াল অ্যাপস সাইন আপ করবেন তখন স্কিটো বোনাস অফার হিসেবে 50 এমবি পাবেন।

প্লিজ নোট: আপনি যদি কোন প্রমো কোড দিয়ে স্কিটো নতুন সিম ক্রয় করেন তাহলে আপনি 1gb ফ্রী পাবেন যার মেয়াদ থাকবে 7দিন।

আর উপরে উল্লেখিত প্রত্যেকটি অফার আপনি যদি স্কিটো সিমের নতুন ইউজার হন তাহলে পেয়ে যাবেন একদম নিশ্চয়তা সহকারে।

আর একদম শেষে বর্ণিত অফার অর্থাৎ ফ্রিতে 1gb পাওয়ার জন্য আপনাকে অবশ্যই প্রমো কোড ব্যবহার করার মাধ্যমে স্কিটো সিম ক্রয় করতে হবে।

যে স্কিটো সিম অফার গুলো সবাই পাবেন:

পোস্টের শুরুতেই মেনশন করেছি যে আপনি স্কিটো সিম ব্যবহার করার মাধ্যমে একদম সুলভ মূল্যে যেকোনো ধরনের প্যাকেজ ক্রয় করতে পারবেন।

আর এরই প্রমাণ হিসেবে আমি এখন কিছু স্কিটো সিম অফার 2020 সম্পর্কে আলোচনা করব, যেগুলো অবশ্যই আপনার পছন্দের তালিকায় থাকবে।

তাহলে কি সেই স্কিটো সিম অফার গুলো? যেগুলো প্রায় সকলেই ব্যবহার করতে পারবেন।

 

প্রথমেই কিছু কম টাকার মধ্যে সিম অফার:

 

আপনি চাইলে ট্যাক্স সহ মাত্র 2 টাকার বিনিময়ে 60 এমবি ইন্টারনেট প্যাকেজ ক্রয় করতে পারবেন।

যার মেয়াদ থাকবে 3 দিন এবং আপনি এটি যতবার খুশি ততবার উপভোগ করতে পারবেন।

  • 3 দিন মেয়াদের 1 জিবি ইন্টারনেট আপনি পাচ্ছেন মাত্র 24 টাকায়। এই অফারটি আপনি আপনার প্রয়োজন অনুসারে যতবার খুশি ততবার নিতে পারবেন।
  •  3gb ইন্টারনেট প্যাকের মূল্য 50 টাকা, মেয়াদ 3 দিন। এই অফারটি আপনি যতবার খুশি ততবার নিতে পারবেন।এই অফার গুলো আপনি তিন দিন মেয়াদে জন্য ক্রয় করতে পারবেন, তাছাড়া এগুলো স্বল্প মূল্যের মধ্যে অবিশ্বাস্য অফার।

 

7 দিনের অফার সমূহ:

 

 আপনি চাইলে স্কিটো সিম ব্যবহার করে সপ্তাহ জুড়ে ইন্টারনেট প্যাকেজ ব্যবহার করতে পারবেন, এছাড়াও মূল্যের দিক থেকে তা খুবই স্বল্প।

 

▪ 8 টাকায় 100 এমবি মেয়াদ 7 দিন যতবার খুশি ততবার।

▪ 31 টাকায় 1 জিবি 7 দিন যতবার খুশি ততবার।

▪ 1.5 জিবি ইন্টারনেট 37 টাকা মেয়াদ 7 দিন।

 

উপরে উল্লেখিত অফারগুলো আপনি 7 দিন মেয়াদে ক্রয় করতে পারবেন।

 

মাসজুড়ে অফার:

আপনি চাইলে প্রতি মাস নিশ্চয়তা সহকারে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে স্কিটো সিমের কাছ থেকে কিছু অফার সুলভ মূল্যে ক্রয় করতে পারেন।

  •  53 টাকায় 1 জিবি ইন্টারনেট, মেয়াদ 30 দিন।
  •  79 টাকায় 2gb ইন্টারনেট মেয়াদ 30 দিন।
  •  97 টাকায় 30 জিবি।
  •  147 টাকায় 5 জিবি 30 দিন।
  •  189 টাকায় 8 জিবি।
  •  291 টাকায় 17 জিবি।
  • 390 টাকায় 25 জিবি।

 

আর উপরে উল্লেখিত প্রত্যেকটি অফার পুরো মাস জুড়ে আপনি ব্যবহার করতে পারবেন, এবং এই অফার গুলো আপনি যতবার খুশি ততবার ক্রয় করতে পারবেন।

এবং এই প্রত্যেকটি অফার উপভোগ করতে হলে আপনাকে অবশ্যই স্কিটো সিমের অফিশিয়াল অ্যাপস ডাউনলোড করতে হবে, অথবা আপনি যখন সিম ব্যবহার করবেন তখন তারা এস এম এস আকারে আপনাকে অফার গুলো জানিয়ে দেবে।

আর এগুলোই হল স্কিটো সিম অফার 2020 এর সর্বশেষ আপডেট। আশাকরি আপনার ভালো লেগেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top