Olymp Trade কিভাবে কাজ করে ?

olymp trade হল এমন একটি ওয়েবসাইট যেখান থেকে আপনি চাইলে কিছু টাকা ইনভেস্ট করার মাধ্যমে আয় করতে পারেন। 

এক্ষেত্রে আপনাকে প্রথমে তাদের অফিশিয়াল অ্যাপসটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হয়। 

এবং তারপরে এখানে আপনি ডেমো হিসেবে কিছু ডলার একদম ফ্রি তে পান, যেগুলোর সাহায্যে আপনি এর ব্যবহার ভালভাবে উপলব্ধি করতে পারেন।

এখানে ডলারের লাভের পরিমাণ সবসময় উঠানামা করে, অর্থাৎ আপনাকে প্রথমে জানতে হবে যে olymp trade  কিভাবে কাজ করে এবং আপনি এখানে কিভাবে কাজ করতে পারবেন।

olymp trade কিভাবে কাজ করে? 

এক্ষেত্রে প্রথমে আপনাকে নিচে থেকে এর অফিশিয়াল অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে।

Olymp Trade অ্যাপসটি ডাউনলোড করা হয়ে গেলে এতে প্রবেশ করুন এবং তারপরে আপনি আপনার ইমেইল এড্রেস এবং মুদ্রার ধর্ম দেয়ার মাধ্যমে এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করুন। 

অথবা আপনি চাইলে আপনার গুগোল অ্যাকাউন্ট অথবা ফেসবুক দিয়ে লগইন করতে পারবেন।

Olymp Trade কিভাবে কাজ করে?

এবার আপনি যখন এখানে প্রবেশ করবেন তখন আপনি নিচের স্ক্রীনশটএর মত একটি পেজ দেখতে পারবেন। 

এবং এখানে দেয়া একটি লাইনকে আপনি প্রতিনিয়ত ওঠানামা করতে দেখবেন, আপনি প্রথম যখন একাউন্ট করবেন তখন আপনি একাউন্ট হিসেবে কিছু ডলার বিনামূল্যে পাবেন। 

যেটা আপনি ব্যবহার করতে পারবেন তবে এতে আপনার কোন লাভ-ক্ষতি কিছুই হবেনা।

Olymp Trade কিভাবে কাজ করে?

এখানে আপনি চাইলে পরবর্তী সময়ে আপনার মাস্টার কার্ড কিংবা অন্য কোন পেমেন্ট মেথড এর সহযোগিতায় ডলার অ্যাড করতে পারবেন এবং ইনভেস্ট করে আয় করতে পারবেন।

তবে এক্ষেত্রে আপনার লাভ-ক্ষতি সবকিছুই নির্ভর করবে আপনার ভাগ্যের উপর।

এছাড়াও আপনি চাইলে ওই পেইজটির নিচের দিকে থেকে টাকার পরিমাণ কম-বেশি করতে পারবেন। 

এবং এটি কত সময় উঠানামা করবে এটার পরিমাণ নির্ধারণ করে তারপর আপনার ডলার খরচ কিংবা এর সমপরিমাণ ডলার লাভ করতে পারবেন।

Olymp Trade কিভাবে কাজ করে?



এটি মূলত একটি গেমের মত, আপনি চাইলে এখানে ইনভেস্ট করে সমস্ত ডলার হারাতে পারেন আবার চাইলে এখান থেকে খুব বেশী পরিমানে আয় করতে পারেন।

আর মূলত এটাই olymp trade কিভাবে কাজ করে তার একটি ছোট গাইড আশা করি আপনার উপকারে এসেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top