৯টি গুগল সার্চের নিয়ম যা আপনি আগে জানতেন না

গুগল বর্তমানে সবচেয়ে বহুল ব্যবহৃত সার্চ ইঞ্জিন, যার মাধ্যমে আপনি আপনার সমস্যাগুলো সমাধান পেতে পারেন। তবে গুগল সার্চের নিয়ম রয়েছে, যার সম্পর্কে আমরা অনেকেই জানিনা।

প্রকৃতপক্ষে,  গুগল সার্চের এই নিয়মগুলো সম্পর্কে আমাদের অনেকেরই বিন্দুমাত্র কোন ধারণা নাই, যার ফলে আমরা গুগল সার্চ ভিন্নভাবে ব্যবহার করতে পারি না।

আজকের এই পোস্টটিতে আমি কিছু গুগল সার্চের নিয়ম সম্পর্কে আলোচনা করব, যা আপনি আগে কখনো জানতেন না।

না জানা শব্দ খুঁজে বের করা

আপনি হয়তো গুগলে অনেক সময় বিভিন্ন ধরনের প্রয়োজনীয় জিনিস সার্চ করতে গিয়ে ভুলে যান, যে এরপরে আসলে কি হবে?

এক্ষেত্রে আপনি যদি আপনার না জানারই বিষয়বস্তুটি খুঁজে বের করতে চান, তাহলে একটি সিক্রেটস সার্চ নিয়মে ব্যবহার করতে হবে, যার মাধ্যমে আপনি তা করতে সক্ষম হবেন।

এক্ষেত্রে আপনি যে জিনিসটি ভুলে গেছেন, ওই জিনিসটির পাশে স্টার নামক সিম্বল টি ব্যবহার করতে পারেন।

বিষয়টি প্র্যাকটিক্যালি ব্যবহার করলে এরকম হয় My dog* এটা লিখে আপনি যখন গুগোল সার্চ ইঞ্জিনে সার্চ করবেন। তখন এই রিলেটেড যে সমস্ত বিষয়গুলো বাদ পড়েছে, যেগুলো আপনার মনে পড়ছে না সেগুলো গুগল আপনাকে বের করে দিবে।

আর এভাবেই আপনি গুগলকে ব্যবহার করার মাধ্যমে আপনার মনে না পড়া জিনিসগুলো কে খুঁজে বের করতে পারবেন।

গুগল পেজটিকে 180 ডিগ্রী অ্যাঙ্গেলে ঘোরান

আপনি চাইলে একটি সিক্রেট গুগল সার্চের নিয়ম মাধ্যমে গুগলের সমস্ত সার্চ ইঞ্জিনকে কিছু সময়ের জন্য প্রায় 180 ডিগ্রি অ্যাঙ্গেলে গুলিয়ে ফেলতে পারবেন।

আপনি যখনই ওই সিক্রেট কিওয়ার্ড গুগলে সার্চ করবেন, তখনই আপনি লক্ষ করতে পারবেন আপনার ওই পেইজটি কিছু সময়ের জন্য প্রায় চারদিকে ঘুরপাক খাচ্ছে।

এটি করতে হলে আপনাকে প্রথমে গুগল সার্চ ইঞ্জিনে টাইপ করতে হবে do a barrel roll . তারপরে আপনি যখন এন্টার প্রেস করবেন, তখনই দেখতে পারবেন যে, গুগল এর সমস্ত পেইজটি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে একবার ঘুরে আসছে।

 

 

বিষয়টা খুবই মজার তাই না।

গুগলের পেইজটি ভেঙ্গে ফেলুন

আমি কি বলছি বুঝতে পারছেন? আপনি চাইলে একটি সিক্রেট সার্ভিসের মাধ্যমে গুগলের পেইজটিকে একেবারে ভেঙ্গে ফেলতে পারেন।

এক্ষেত্রে আপনি যখন গুগলে সার্চ করবেন এবং তারপরে এর প্রথম পেইজে ক্লিক করবেন, তখনই আপনি এই রেজাল্ট দেখতে পারবেন।

এটা করতে হলে প্রথমে গুগলে সার্চ করুন Google gravity এবং তারপরে সার্চ ইঞ্জিনের প্রথম সার্চ রেজাল্টের উপর ক্লিক করুন, তাহলে আপনি দেখতে পারবেন গুগলের পেইজটি ভেঙ্গে গেছে।

 

৯টি গুরুত্বপূর্ণ গুগল সার্চের নিয়ম যা আপনি আগে জানতেন না |

 

যখনই আপনি প্রথম সার্চ রেজাল্টের উপর ক্লিক করবেন, তখন আপনি আপনার পেইজটিকে নিচে দেয়া স্ক্রীনশটএর মত দেখতে পারবেন।

 

 

গুগল পেইজটিকে একদিকে বাঁকিয়ে নেওয়া

আপনি চাইলে গুগল এর সমস্ত পেইজটিকে ডানদিকে একেবারে বাঁকিয়ে নিতে পারেন, এক্ষেত্রে শুধুমাত্র আপনাকে গুগলে সার্চ করতে হবে “asknew”.

যখনই আপনি গুগল এ সার্চ করবেন, তখনই আপনি রেজাল্ট দেখতে পারবেন, আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন গুগল এর সমস্ত পেজটি ডানদিকের একবার বেঁকে গেছে।

 

৯টি গুরুত্বপূর্ণ গুগল সার্চের নিয়ম যা আপনি আগে জানতেন না |

 

আপনার ভাগ্য পরীক্ষা

বিষয়টা এরকম যে আপনি কখনো নিজে থেকে আপনার ভাগ্য পরীক্ষা করতে পারবেন না।

তবে আমরা অনেকেই অনুমানের ক্ষেত্রে একটি কয়েন ব্যবহার করে থাকি এবং তারপরে এর দু’পাশের অংশগুলোর মধ্যে একটিকে বেছে নেয় যেটি উঠলেই মনে করব যে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো।

এক্ষেত্রে আপনাকে একটি কয়েন এর প্রয়োজন হতে পারে, কিন্তু আপনি চাইলে গুগল সার্চের এই গুরুত্বপূর্ণ নিয়ম এর মাধ্যমে কোন ধরনের কয়েন ছাড়াই এটি পর্যালোচনা করতে পারবেন।

এজন্য গুগলে সার্চ করুন flip a coin এবং তারপরে এখানে দেয়া প্রথম রেজাল্ট টি দেখে নিশ্চিত হয়ে যান।

 

 

এটি আপনি বারবার করার জন্য flip again নামের বাটনটিতে ক্লিক করতে পারেন।

গুগোল যথাযথভাবে কাজ করছে কিনা?

আপনি চাইলে গুগল সার্চ ইঞ্জিন ব্যবহার করার মাধ্যমে সহজেই জেনে নিতে পারেন বর্তমানে গুগল যথাযথভাবে কাজ করছে কিনা।

এটা জানতে হলে প্রথমে গুগলে সার্চ ইঞ্জিনে টাইপ করুন  “is google down” তাহলে গুগল আপনাকে জানিয়ে দেবে বর্তমান গুগলের অবস্থা কিরূপ।

 

 

এভাবে আপনি খুব সহজেই জেনে নিতে পারবেন, গুগল বর্তমানে ডাউন হয়েছে কিনা অথবা এটি যথাযথভাবে কাজ করছে কিনা?

গুগলের সাথে মজা করা

আপনি চাইলে প্রতিনিয়ত গুগল সার্চ ইঞ্জিনের সাথে মজা করতে পারেন, এক্ষেত্রে আপনাকে গুগোল এ টাইপ করতে হবে fun fact ,  তাহলে আপনি নানা ধরনের মজার মজার কুয়েশন পেয়ে যাবেন।

আপনি যদি এতে সন্তুষ্ট না হন এবং তারপরে আরেকটি মজার কোয়েশ্চন পেতে চান, তাহলে সিম্প্লি টাইপ করুন Ask another question তাহলে আপনি পরবর্তী কোশ্চেন পেয়ে যাবেন।

এভাবে আপনি প্রতিনিয়ত গুগলের সাথে মজা করতে পারবেন, যা আপনার অবসর সময় কাটাতে সাহায্য করবে

কোন প্রাণী কি রকম শব্দ করে?

গুগল আসলে এটাও জানে যে পৃথিবীতে যত সমস্ত প্রাণী রয়েছে, সে সমস্ত প্রাণী গুলো সাধারণত কি রকমের শব্দ করে ডাকে।

এক্ষেত্রে এটা সম্পর্কে আপনিও নিশ্চিত হতে চাইলে গুগলে টাইপ করুন what sound a zebra make. তাহলেই জেব্রা আমরা কি রকম ধরনের শব্দ করে তা শুনতে পারবেন।

এক্ষেত্রে আপনি অন্যান্য প্রাণীদের শব্দ শোনার জন্য শুধুমাত্র Zebra এর জায়গায় অন্য যেকোনো ধরনের প্রাণীর নাম উল্লেখ করতে পারেন, তাহলেই আপনি তার সঠিক শব্দ শুনতে পারবেন।

গুগল ক্যালকুলেটর

আপনি চাইলে গুগলের মাধ্যমে আপনার যে কোন সাধারন অংকের সমস্যার সমাধান করতে পারবেন।

এক্ষেত্রে শুধুমাত্র আপনাকে গুগলে সার্চ বারে অংকটি আপনার সমস্যা রয়েছে অর্থাৎ যোগ বিয়োগ ভাগ গুন টাইপ করে এন্টার প্রেস করুন, তাহলে আপনার সমাধান পেয়ে যাবেন।

এক্ষেত্রে আমি 7272×45 এই সমস্যাটির সমাধান পাওয়ার জন্য গুগলে সার্চ করলাম এবং এর সঠিক উত্তর পেয়ে গেলাম।

৯টি গুরুত্বপূর্ণ গুগল সার্চের নিয়ম যা আপনি আগে জানতেন না |

 

আর এভাবে চাইলে আপনি খুব সহজে গুগল সার্চ ইঞ্জিন ব্যবহার করার মাধ্যমে আপনার সমস্যার সমাধান পেয়ে যেতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top