যেকোনো ধরনের সাইট তৈরি করার আগে অবশ্যই তার জন্য একটি নাম নির্বাচন করা জরুরি।
আর এই নাম নির্বাচন করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার কাজের রিলেটেড একটি নাম নির্বাচন করতে হয়।
ঠিক এরকম ভাবে ই কমার্স সাইট তৈরি করার জন্য আপনাকে ই কমার্স সাইটের নাম নির্বাচন করতে হয়, যা আমরা অনেকেই করতে সক্ষম হয় না।
তবে আজকের এই পোস্টটিতে আমি ই কমার্স সাইটের নাম নিয়ে আলোচনা করব, যেগুলো অবশ্যই আপনার ভালো লাগবে।
আর এই ই কমার্স সাইটের নাম রিলেটেড নাম দিয়ে আপনি চাইলে আপনার জন্য কার্যকরী একটি ই-কমার্স সাইট তৈরি করতে পারবেন।
তাহলে আর দেরি না করে এখনি আজকের পোস্ট শুরু করা যাক।
পোস্টের ভিতরে যা থাকছে
ই-কমার্স সাইটের নাম নির্বাচনের আগে কিছু কথা:
একটি ই কমার্স সাইটের নাম নির্বাচনের আগে আপনাকে অবশ্যই কিছু বিষয় মাথায় রাখতে হয়।
তার মধ্যে উল্লেখযোগ্য হলোঃ আপনি যখন ই-কমার্স সাইট তৈরি করবেন তখন এই সাইটের ডোমেইন নেমের পাশে .store যুক্ত করলে এই সাইটের নাম কি আরও বেশি আকর্ষণীয় হয়।
এছাড়াও ই কমার্স সাইটের নাম নির্বাচনের ক্ষেত্রে আপনাকে যে বিষয়গুলোকে গুরুত্ব সহকারে দেখতে হয় সেগুলোর মধ্যে অন্যতম হলো।
▪ সাইটের নাম যেন অর্থপূর্ণ হয়
▪ ব্যবহারকারীদের জন্য সহজ হয়
▪ নামটি যেন ছোট হয়, যা সহজে টাইপ করা যায়
▪ নামটি পরিষ্কার এবং ইউনিক হয়
▪ রিলেটেড পণ্যগুলো আপনি বিক্রি করবেন সেই রিলেটেড নামটি যেন হয়
এছাড়াও আপনি চাইলেই ই কমার্স সাইটের জন্য কিছু গুরুত্বপূর্ণ ডোমেইন নেম সংগ্রহ করতে পারেন । এগুলো অবশ্যই নিচের দেয়া ডোমেইন নেমের সাথে সামঞ্জস্যপূর্ণ হলে ভালো হয়।
ডোমেইন নেমের শেষের অংশটুকু এরকম হলে ভালো হয়ঃ
▪ store
▪ shop
▪ outlet
▪ bazzar
▪ market
▪ showroom ইত্যাদি
এছাড়াও আপনি চাইলে কিছু ট্রেন্ডিং ইকমার্স সাইটের নাম নিচে থেকে সংগ্রহ করতে পারেন।
▪ lifesetupbd
▪ Shop Non stop
▪ Digital shopping bd
▪ Trendsshopping
▪ Bigshop bd
▪ Onlinesite store
▪ Shopbaazar
▪ tech shopping
▪ sweetpant shopping
▪ future tech shopping
এছাড়াও আপনি চাইলে আপনার পছন্দমত জায়গায় বিজনেস করতে চান, সেই জায়গার সাথে সামঞ্জস্য রেখে আপনার ই-কমার্স সাইটের জন্য নাম নির্বাচন করতে পারবেন।
ই কমার্স সাইটের জন্য নাম নির্বাচনের আগে আপনাকে অবশ্যই আপনার প্রতিদ্বন্দ্বীর যদি থাকে তাহলে তার সাথে মিল রেখে একটি নাম তৈরি করবেন যাতে করে আপনার বিজনেসে অনেক বেশি সেল করতে পারেন।
আশা করি পোস্টটি দ্বারা উপকৃত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য।