বাংলালিংক এসএমএস অফার 2021 |

বাংলালিংক সিমের এসএমএস ক্রয় করা ক্ষেত্রে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ পদ্ধতি অনুসরণ করতে হয়। কিছু গোপন এবং সিক্রেট কোড ডায়াল করতে হয় এই প্যাকেজগুলো ক্রয় করার জন্য।

কিভাবে বাংলালিংক sms কেনা যায় এই নিয়ে হয়তো আপনি অনেক টিউটরিয়াল দেখেছেন, তবুও আপনি আপনার মনের মত কোন এসএমএস প্যাকেজ এর অফার খুঁজে পাননি।

তবে আপনি হয়তো এটা জানেনই না যে আপনি যদি বাংলালিংক ব্যবহারকারী হন তাহলে বাংলালিংক সিমের অপারেটরের কাছ থেকে আপনি অন্যান্য সিম এর চেয়ে সুলভ মূল্যে এসএমএস প্যাকেজ ক্রয় করতে পারেন।

বাংলালিংক এসএমএস প্যাকেজ স্বল্প সময়ে কিভাবে ক্রয় করবেন?



বাংলালিংকের যেকোনো ধরনের এসএমএস প্যাকেজ আপনার সামর্থ্য অনুযায়ী করার জন্য আপনি তাদের অফিশিয়াল অ্যাপসটি ব্যবহার করবেন।

কারণ আপনি বাংলালিংক সিমের অফিশিয়াল অ্যাপসটি যদি ব্যবহার করে থাকেন তাহলে অ্যাপসটি থেকে আপনি নানামুখী সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন।

সুযোগ সুবিধা গুলো এরকম হবে যে আপনি চাইলে আপনার বাংলালিংক সিমের জন্য আপনার সামর্থ্য অনুযায়ী যে কোন এসএমএস অফার ক্রয় করতে পারবেন।

এক্ষেত্রে আপনার সিমের জন্য প্রয়োজনীয় মেয়াদ এবং প্রয়োজনীয় এসএমএস এর লিমিট সিলেক্ট করে তারপরে আপনার সামর্থ্য অনুযায়ী বাংলালিংক এসএমএস প্যাকেজ ক্রয় করতে পারবেন।

তাহলে আর দেরি না করে এখুনি নিচের দেয়া লিঙ্ক থেকে বাংলালিংকের অফিশিয়াল অ্যাপস টি ডাউনলোড করে নিন।

অ্যাপসটি ডাউনলোড করা হয়ে গেলে তারপর এতে প্রবেশ করুন এবং আপনার এতগুলো এসএমএস দরকার তা আপনার সামর্থ্য অনুযায়ী ক্রয় করুন।

একনজরে বাংলালিংক এসএমএস অফার 2020:

 
▪ 100 টি এসএমএস মাত্র 2.92 টাকায়। উপভোগ করতে ডায়াল করুন: *222*8#
 
▪ 500 টি এসএমএস 5 টাকা। উপভোগ করার জন্য ডায়াল করুন : *132*1#



▪ 30 টাকায় 500 এসএমএস মেয়াদ 30 দিন। যা আপনি যেকোন অপারেটরে সেন্ড করতে পারবেন।


অফারটি উপভোগ করতে হলে ডায়াল করুন: *১১০০*৯*১#

▪ 15 টাকায় 200 এসএমএস মেয়াদ 15 দিন,  উপভোগ করতে ডায়াল করুন: ১১০০*৯*২#


▪ 7 টাকায় 70 এসএমএস মেয়াদ 7 দিন, Dial : *১১০০*৯*৩#


▪ মাত্র 3 টাকায় 30 টা এসএমএস মেয়াদ 3 দিন, Dial : *১১০০*৯*৪#


উপরোক্ত কোড গুলোর মাধ্যমে আপনার পছন্দের বাংলালিংক এসএমএস প্যাক ক্রয় করার পর এগুলো চেক করার জন্য ডায়াল করুন : *1100# 

জেনে রাখা ভালো যে উপরোক্ত এসএমএস প্যাকেজগুলো আপনি যেকোনো অপারেটর সিমের গ্রাহকের কাছে প্রেরণ করতে পারবেন।

আর উপরোক্ত বাংলালিংক এসএমএস অফার 2020 এর সমস্ত অফারগুলো সবচেয়ে পপুলারিটি অর্জন করেছে।

অফার গুলো আপনি চাইলে মাসজুড়ে কিংবা সপ্তাহজুড়ে উপভোগ করতে পারবেন। তাছাড়াও সুলভ মূল্যের মধ্যে এই বাংলালিংক এসএমএস অফার গুলো আপনার জন্য অবশ্যই কার্যকরী।

About The Author

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top