রবি বন্ধ সিম অফার 2021 সম্পর্কে সর্বশেষ তথ্য |

আপনি যদি আপনার ব্যবহৃত যে কোন অপারেটরের সিম কে কিছুদিনের জন্য ব্যবহার অনুপোযোগী করে রেখে দেন, তাহলে এটি বন্ধ সিম বলে গণ্য হবে।

এক্ষেত্রে আপনার ওই ব্যবহৃত সিমটিকে যদি আপনি দুই থেকে তিন মাস ব্যবহার না করেন তাহলে এটি বন্ধ সিমের আওতাধিন হবে

ওই নির্দিষ্ট শর্তে আওতাধীন আপনার রবি সিম হয় তাহলে আপনার রবি সিম বন্ধ সিমের অভিহিত হবে। এক্ষেত্রে আপনার রবি সিম কে দুই থেকে তিন মাস বন্ধ করে রাখতে হবে।

আর আপনি যদি আপনার রবি সিম কে কিছুদিন বন্ধ করে রেখে দেন তাহলে এই সিম থেকে আপনি নানা ধরনের সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন

আর এই সিমটি কে বন্ধ করে আবার খোলার পরে আপনি এই সিম থেকে যে অফার গুলো উপভোগ করবেন সে গুলোকে বলা হবে রবি বন্ধ সিম অফার।

কি সেই রবি বন্ধ সিম অফার গুলো? আপনি কি জানতে চান? তাহলে অবশ্যই আজকের এই পোস্টটি শেষ পর্যন্ত দেখুন।

প্রথমেই জেনে নিন আপনার সিমটি বন্ধ সিমের আওতাধিন হতে হলে কি কি শর্ত মেনে চলতে হবে।

রবি বন্ধ সিম অফার এর জন্য: 

  • দুই থেকে তিন মাস বন্ধ রাখুন।
  • বন্ধ রাখার সময় কার ইন সিমটিকে কখনো কোন হ্যান্ডসেটে লাগাবেন না।
  • সিম থেকে এভাবেই রেখে দিন যেভাবে আপনার কোন সিম নেই বলে আপনি মনে করেন। মনে করুন যে আপনার কোন সিম নেই।

আর উপরুক্ত শর্তগুলো আপনি যখন যথাযথভাবে পালন করবেন এবং আপনার সিমটি দুই থেকে তিন মাস বন্ধ করে রাখবেন তখন আপনি রবি বন্ধ সিমের অফার উপভোগ করতে পারবেন।

কিভাবে রবি বন্ধ সিম অফার চেক করবেন?

আপনি চাইলে কয়েকটি সহজ পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে আপনার রবি বন্ধ সিমের অফার গুলো চেক করে নিতে পারেন।

এতে করে আপনি একেবারে নিশ্চিত হয়ে যেতে পারবেন যে আপনি যে সিমটি ব্যবহার করছেন ওই সিমে কি অফার গুলো বর্তমানে কাজ করছে। অর্থাৎ আপনি আপনার রবি বন্ধ সিম অফার সম্পর্কে পুরোপুরি অবহিত হতে পারবেন।

▪ যেকোনো রবি নম্বর থেকে এসএমএস করুন A<space>০১৮xxxxxxxx লিখে ৮০৫০ তে সেন্ড করুন। আপনি ফ্রিতে তাদের কাছে এই এসএমএসটি পাঠাতে পারবেন।

এক্ষেত্রে কোন ডাটা চার্জ প্রযোজ্য হবে না। শুধুমাত্র উপরে উল্লেখিত নিয়ম অনুসারে মেসেজটি সেন্ড করে দিলে আপনার রবি বন্ধ সিমের অফার গুলো সম্পর্কে আপনার জেনে যাবেন।

▪ অথবা আপনি চাইলে ডায়াল করার মাধ্যমে আপনার রবি সিমের অফার গুলো জেনে নিতে পারবেন। 


এক্ষেত্রে আপনার মোবাইল ফোনের কিবোর্ড থেকে *8050# ডায়াল করলে অফার গুলো সম্পর্কে জেনে নিতে পারবেন।

আর উপরে বর্ণিত উপায়ে গুলোর মাধ্যমে আপনি খুব সহজেই আপনার রবি বন্ধ সিমের অফার গুলো সম্পর্কে পুরোপুরি জানতে পারবেন।

*999# ডায়াল করলে আপনি আরো বেশি সহজ ভাবে আপনার যেকোন রবি সিমের অফার গুলো সম্পর্কে জেনে নিতে পারবেন।

তাহলে এবার এক নজরে জেনে নিন যেকোনো রবি বন্ধ সিমের অফার গুলো আপনি অবশ্যই পাবেন এবং সেই অফার গুলো পেতে হলে আপনাকে কি কি পদক্ষেপ নিতে হবে?

এক্ষেত্রে আপনাকে প্রথমে গুগল প্লে স্টোর থেকে রবি সিমের অফিশিয়াল অ্যাপসটি মাই রবি অ্যাপসটি ডাউনলোড করতে হবে।

অ্যাপসটি ডাউনলোড করা হয়ে গেলে এবার আপনি আপনার নাম্বারটি দিয়ে অ্যাপসটিতে লগইন করুন, এবং এর পরে আপনি যখনই অ্যাপসটি ড্যাশবোর্ডে চলে যাবেন, তখন আপনি সমস্ত অফার গুলো দেখতে পারবেন।

অ্যাপসটির সহযোগিতায় আপনি খুব সহজেই আপনার সিমের অফার গুলো সম্পর্কে জেনে নিতে পারবেন। এক্ষেত্রে আপনাকে কোন কোড ডায়াল করতে হবে না, শুধুমাত্র ক্লিক করলেই আপনার অফারগুলো ক্রয় করা হয়ে যাবে।

সমস্ত রবি বন্ধ সিম অফার 2020 |

উপরে উল্লেখিত অ্যাপসটি ব্যবহার করার মাধ্যমে আপনি আপনার সিমের জন্য সমস্ত লেটেস্ট অফার গুলো সহ যে কোন ধরনের প্যাকেজ ক্রয় করতে পারবেন।

একনজরে সমস্ত রবি বন্ধ সিম অফার গুলো:

▪ 9 টাকা রিচার্জে 1 জিবি ইন্টারনেট মেয়াদ  10 দিন, উপভোগের জন্য 9 টাকা রিচার্জ করুন
▪ 3 জিবি ইন্টারনেট এর সাথে রয়েছে 60 মিনিট, মেয়াদ 7 দিন। অফারটি ক্রয় করতে 48 টাকা রিচার্জ করুন
▪ 119 টাকায় 4 জিবি ইন্টারনেট, সাথে রয়েছে আরও 120 মিনিট, মেয়াদ 30 দিন।
▪ 41 টাকা রিচার্জে 6 জিবি ইন্টারনেট মেয়াদ 7 দিন। উপভোগের জন্য আপনার রবি বন্ধ সিমে 41 টাকা রিচার্জ করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top