আপনার রবি সিমের জন্য এসএমএস ক্রয় করতে চান? এই পোস্টের মাধ্যমে জেনে নিন robi sim sms প্যাকের মেয়াদ এবং টাকার পরিমাণ সহকারে একটি পরিপূর্ণ গাইড।
যেকোনো অপারেটরে সেন্ড করার উপযোগী robi sms pack
▪ আপনি চাইলে মাত্র 10 টাকা খরচ করার মাধ্যমে যে কোন অপারেটরে পাঠানোর উপযোগী 100 Robi sms ক্রয় করতে পারেন।
যার মেয়াদ থাকবে 1 দিন। এই Robi sms Pack অ্যাক্টিভ করতে হলে আপনার মুঠোফোন থেকে ডায়াল করুন- *8666*1000#
▪ 200 টি এসএমএস ক্রয় করুন মাত্র 5 টাকায়, 1 দিন মেয়াদের সাথে। একটি এক্টিভ করতে ডায়াল করুন- *123*6*5*5#
▪ 1দিন মেয়াদের জন্য 500 টি Robi sms pack কিনুন মাত্র 5 টাকায় যেকোন অপারেটরে প্রেরণের জন্য।
▪ 200 টি এসএমএস কিনে 10 টাকায় মেয়াদ 2 দিন। কিনতে হলে ডায়াল করুন- *123*6*5*6#
▪ এবার 28 দিনের জন্য নিশ্চিত হন 1000 robi sms pack ক্রয় করার মাধ্যমে, কিন্তু হলে ডায়াল করুন *8666*2000#
এবার আপনি চাইলে পূর্বের গুলো ব্যবহার করতে পারেন Robi sms pack ক্রয় করার জন্য।
📣বিজ্ঞপ্তি: এই কোড গুলো পূরনো হওয়ার কারণে সবার ক্ষেত্রে কাজ নাও করতে পারে।
▪ 200 টি এসএমএস 10 টাকা মেয়াদ 3 দিন, কিনতে ডায়াল করুন *123*6*5*6#
▪ 200 এসএমএস 5 টাকায় মেয়াদ 1 দিন, কিনতে ডায়াল করুন *123*6*5*5#
▪ 500 এসএমএস কিনুন মাত্র 10 টাকায় মেয়াদ 1 দিন, ডায়াল করুন *123*6*5*7#
আর উপরে দেয়া কোডগুলো মাধ্যমে আপনি চাইলে রবি সিম দিয়ে যেকোনো অপারেটরের কাছে পাঠানোর উপযোগী Robi sms pack ক্রয় করতে পারবেন।
এবার জেনে নিন আপনার রবি সিম দিয়ে আরেকজন রবি সিম গ্রাহকের কাছে এসএমএস পাঠানোর জন্য কত টাকা দিয়ে কিভাবে ক্রয় করবেন Robi sms pack?
রবি টু রবি Sms প্যাক ক্রয় করুন-
▪ 100 টি এসএমএস মাত্র 5 টাকায় মেয়াদ 2 দিন কিনতে ডায়াল করুন *8666*5555#
▪ 1000 এসএমএস মেয়াদ 3 দিন মাত্র 10 টাকা। *123*6*5*8#
▪ 7 দিন মেয়াদের জন্য 250 টি এস এম এস 15 টাকা। *8666*07#
▪ 28 দিন মেয়াদে 2000 এম এস 130.43 টাকায়। *8666*1500#
▪ 1000 এসএমএস মেয়াদ 2 দিন পেতে হলে আপনার স্মার্টফোনে রবি সিমের ব্যালেন্স 10 টাকা রেখে ডায়াল করুন-*123*6*5*8#
উপরে দেয়া কোডগুলো আপনার হ্যান্ডসেটে ডায়াল করে উপরোক্ত টাকার এসএমএস কিনতে চান, তা খরচ করার মাধ্যমে আপনি Robi sms pack সফলভাবে ক্রয় করতে পারবেন।
এবার আপনি যদি উপরের এসএমএস প্যাক গুলোতে সন্তুষ্ট না হন এবং আপনি ইচ্ছামত টাকা এবং মেয়াদে robi sms pack ক্রয় করতে চান তাহলে আপনার জন্য ব্যবস্থা আছে।
এক্ষেত্রে আপনাকে রবি সিম অপারেটরের অফিশিয়াল অ্যাপস ডাউনলোড করতে হবে যার মাধ্যমে আপনি অফুরন্ত সুবিধা ভোগ করবেন।
মাই রবি অ্যাপস
মাই রবি অ্যাপ ডাউনলোড করা হয়ে গেলে এবার আপনাকে ওয়েবসিতে প্রবেশ করে আপনার রবি নাম্বার দিয়ে লগইন করতে হবে।
তাহলে আপনি অ্যাপসটির হোমপেইজে অনেকগুলো অপশন পেয়ে যাবেন এর মধ্যে থেকে আপনাকে সিলেক্ট করতে হবে My plan নামক অপশনটি।

এত যখন আপনি ক্লিক করবেন তখন আপনি চাইলে আপনার রবি সিমের জন্য ইন্টারনেট প্যাক সহ Robi sms pack ক্রয় করতে পারবেন।
এক্ষেত্রে আপনাকে আপনার প্রয়োজনীয় মেয়াদ এবং এসএমএস এর পরিমাণ লিখে দিলেই তা ক্রয় করতে কত টাকা খরচ হবে তার পরিমান পেয়ে যাবে।

এক্ষেত্রে যখনই আপনি Buy now অপশনটিতে ক্লিক করবেন তখন আপনার একাউন্ট থেকে ওই পরিমাণ টাকা চলে যাবে এবং আপনার জন্য Robi sms pack সফলভাবে ক্রয় করা হয়ে যাবে।