বন্ধুমহলে এসএমএস ছড়িয়ে-ছিটিয়ে দেয়ার মনো বাসনা জাগে নি এরকম মানুষ আপনি খুবই কম খুঁজে পাবেন।
আমাদের মধ্যে প্রায় প্রত্যেকেরই অনেক সময় এই মনোভাব কাজ করে, আমরা যাতে বন্ধুমহলে কিন্তু আমাদের প্রেমিক প্রেমিকার কাছে একটি সুন্দর অর্থ বাহক এসএমএস পাঠিয়ে দেয়ার।
তবে অনেকেরই হয়তো সৃজনশীল মনোভাব কম, যার কারণে আমরা কোন কারণে একটি অর্থবহুল এসএমএস লিখতে পারিনা।
তার মানে কি এটা যে আপনি আর আপনার বন্ধু-বান্ধব কিংবা প্রেমিকাকে এসএমএস পাঠাতে ব্যর্থ হবেন? অবশ্যই নয়।
আজকের এই পোস্টটি সহযোগিতায় আপনি চাইলে যেকোনো ধরনের এসএমএস যেমন- ভালোবাসার এসএমএস, নতুন বাংলা এসএমএস এবং বোকা বানানোর এসএমএস পেয়ে যাবেন।
এক্ষেত্রে আপনাকে শুধুমাত্র এই পোস্টটি শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলেই আপনি যে উদ্দেশ্যে এই পোস্টে পদার্পণ করেছেন তা সফল হবে।
ভালোবাসার এসএমএস-
টিপ টিপ বৃষ্টি পড়ে, তোমার কথা মনে পড়ে। এ মন না রয় ঘরে, জানি না তুমি আসবে কবে! এ প্রান শুধু তোমায় ডাকে,আমায় ভালবাসবে বলে! ফুল হাতে থাকবো দাঁড়িয়ে, বলবো আমি তোমায় পেয়ে। সাত সমুদ্র পাড়ি দিয়ে পেয়েছি তোমায় খুঁজে…
পৃথিবীটা তোমারি থাক,পারলে একটু নীল দিও।আকাশটা তোমারি থাক,পারলে একটু তারা দিও।মেঘটা তোমারি থাক,শুধু একটু ভিজতে দিও।মনটা তোমারি থাক,পারলে একটু জায়গা দিও!
তোমার সুখের জন্য যদি তোমাকে ভুলে যেতে হয়,,তাহলে আমি ভুলে যেতে রাজি..ভুলতে হয়তো কোনদিন ও পারবো না,, তবে ভুলে থাকার অভিনয় করতে পারবো..!!
শুধু তোমায় ভালোবাসি বলে!!
কেউ যদি অভিমানে তোমার সাথে কথা না বলে,,বুঝে নিবে সে তোমায় আড়ালে মিস করে.. আর কেউ যদি না দেখে কাঁদে,,বুঝে নিবে সে তোমায় ভীষণ ভালবাসে..!!
যদি পৃথিবীর সব গোলাপ প্রতিদিন একটা করে তোমাকে দিয়ে বলি আমি তোমাকে ভালবাসি ,সব গোলাপ শেষ হয়ে যাবে ..তবুও আমার ভালবাসা শেষ হবে না ..হয়তো আজও আমার ভালবাসার গভীরতা বুঝতে পারো নি …!!
..
..
খুঁজিনি কারো মন,তোমার মন পাব বলে।ধরিনি কারো হাত,তোমার হাত ধরবো বলে।হাঁটিনি কারো সাথে,তোমার সাথে হাঁটবো বলে।কাউকে বাসিনি ভালো,তোমাকে ভালবাসি বলে।
মন যদি আকাশ হত তুমি হতে চাঁদ,ভালবেসে যেতাম শুধু হাতে রেখে হাত,সুখ যদি হৃদয় হত তুমি হতে হাসি,হৃদয়ের দুয়ার খুলে দিয়ে বলতাম তোমায় ভালবাসি।।!
..
এতো কষ্ট পেয়েও,তোমাকে ভুল বুঝি নি ।এতো দূরে রয়েও,তোমাকে ভুলে যায় নি । নির্ঘুম রাত জেগেও,স্বপ্ন নিয়ে বেঁচে আছি ।কেনো জানো ? তোমায় খুব ভালোবাসি তাই ।
সূখের জন্য “স্বপ্ন”,দুখের জন্য “হাসি”,দিনের জন্য “আলো”,চাঁদের জন্য “নিশি”,মনের জন্য “আশা”, তোমার জন্য রহিল আমার “ভালোবাসা”
….
তোমায় ভালোবাসা ছিলো আমার জীবনের দ্বিতীয় শ্রেষ্ঠ কাজ , আর প্রথমটি ছিলো তোমায় খুজে বের করা।ভালোবাসি তোমায় এবং সর্বদা বাসবো,আজ বললাম ও সারা জীবন বলবো।
আমি চাইনা তুমি আমাকে বার বার বলো আমি তোমাকে ভালোবাসি!!কিন্তু আমি চাচ্ছি তুমি আমার জন্য একটু অপেক্ষা করো, আমি বলছিনা তুমি আমাকে অনেক ভালোবাসবে কিন্তু আমি বলছি তুমি আমাকে একটু সুযোগ দিও তোমাকে মন উজার করে ভালোবাসতে।
….
দূর নীলিমায় নয়, আছি তোমার পাশে, খুজে দেখ আমায়, পাবে হৃদয়ের মাঝে, শুনবনা কোন গল্প,গাইবো শুধু গান যে-গান-এ আছে শুধু ভালোবাসার টান…
কারো সাথে প্রেম করনা তাকে ভালোবাসো কারন,প্রেম চিরদিন থাকে না আর ভালোবাসা তো অমর সেটা কোনোদিন নষ্ট হয় না
….
আমি চাঁদ চাইনা, যে শুধু উঠবে রাতে..!!
আমি রাত চাইনা, যে হারাবে প্রভাতে।
আমি ফুল চাইনা, যে ঝরবে দিনের শেষে..!!
আমি ফল চাই না, যে ঝরবে বাতাসে।
আমি শুধু এমন এক জনকে চাই, যে কখনো ভুলবে না আমাকে…!! .
আমার সুখ তোমার পছন্দ নয় তাই নতুন সুখের আশায়,
ছেড়ে যেতে চাও আমায় –তাই তো !!!!
যাও , ছেড়ে দিলাম তোমায় – থাকো সুখে ,
নতুন ভালোবাসায় —। আমি ও আর ধরে রাখবো না
তোমায় বলবো না – কষ্টে আছি তুমি হীনা – বলবো না –
আমার রাত গুলো কাটবে , নিদ্রাহীন তুমি ছাড়া –
বলবো না – সত্যি বলবো না আমি —
তুমি হীনা এ দু চোখ আর , স্বপ্ন কারোর দেখবে না
——। তুমি হীনা নতুন সুখে , আমি আর নিজেকে ভাসাবো না
— যাও , ছেড়ে দিলাম তোমায় থাকো সুখে , নতুন ভালোবাসায় —-
আমার কোন কষ্ট নেই| হয়ত এই পৃথিবীতে সবথেকে সুখী আমি|
ভালবাসি বলে আমি সুখি| ভালবাসতে পারি বলে আমার কষ্টগুলো আমাকে ছুঁতে পারেনা|
তোকে আবারো বলছি, আমার কোন কষ্ট নেই| আমি জানি,
যে হৃদয় ভালবাসতে পারে তার কোন কষ্ট থাকেনা| তুই কাঁদছিস?
আমার কথা শুনে তোর চোখে জল? ভেবে ভেবে অবাক হচ্ছি…
কেন কাঁদছিস? তুই যে ভালবাসতে পারিসনা তা তো নয়|
শুধু তোর ভালবাসার মানুষটা আমি নই| …
কাউকে কাঁদিয়ে যদি নিজেকে বড় ভাবো সেইটা হবে বড় ভুল..
কারণ বিধাতা একান্ত কারো জন্য কষ্ট সৃষ্টি করেনি,অভিশাপ বলে একটি বাক্য আছে..
আর সেই কষ্টের অভিশাপে একদিন তুমিও কাঁদবে…
কিছু কিছু মানুষ ব্যতিক্রম হতে চায় ভিন্নতা খুঁজে।
নিজেকে আলাদা করার প্রয়াসচালায় অন্যের কাছ থেকে ভিন্ন হবার।
কতটুকু পারে? কেউ কি পারে ?
আমি নিজে ও সবার থেকে আলাদা হতে চাই কিন্তু কতটুকু হতে পেরেছি ??
জানি না , , ব্যতিক্রমহতে গিয়ে অনেক কিছু হারিয়েছি জীবনে হয়তোবা আরও অনেক কিছু হারাতে হবে ।।
এমনি করেই জীবন টা পার করে দেব ……। ভিন্নতার খুজে,,
একজন প্রকৃত প্রেমিক শত শত মেয়েকে ভালবাসে না,
বরং সে একটি মেয়েকেই শত উপায়ে ভালোবেসে থাকে!
সমস্ত বাংলা এসএমএসঃ
বন্ধু মানে জীবনের পরিচয় বন্ধু মানে খেলার সথী বন্ধু
মানে অজানা এক পরীর গল্প তাই বন্ধুকে কখনো কষ্ট
দিও না বন্ধুর ভালবাসা আছে বলেই পৃথিবী
এত সুন্দর তাই বন্ধুর মতো বন্ধু একটা হলে হয়।
চোখের আড়াল মানে হারিয়ে যাওয়া নয়,
হারিয়ে গেলে খুজে নিতে হয়,
খুজে না পেলে হাত বাড়াতে হয়,
হাত ধরে বুঝে নিতে হয়।
আসল বন্ধু কয়জন এ বা
.
জন্মের পর মানুষের কথা শিখতে লাগে সর্বোচ্চ ২ বছর,
কিন্তু কোন জায়গায় কি কথা বলতে হবে সেটা শিখতে লেগে যায় ।
সারাটি জীবন..!!
সুখী হতে অনেক কিছুর দরকার নেই।
দরকার এমন কিছু মানুষের যারা সত্যিই আপনাকে বোঝে !!
নিজেই প্রতিশোধ নিও না, আল্লাহর জন্য অপেক্ষা কর।
তাহলে তিনি তোমাকে রক্ষা করবেন। হযরত সুলাইমান (আঃ) ।
নিরব রাতে ঘুম পরীরা হাসছে মিটি মিটি, মনে রেখ আমার এই বন্ধুত্বের চিঠি। বন্ধু তোমায় দেখতে আমার মনটা দিল পাড়ি, এবার তবে ঘুমিয়ে পর। না ঘুমালে আড়ি।
স্বপ্ন মানে বাতির খেলা!! স্বপ্ন ভালোবাসা!! স্বপ্ন মানে রাতের মাঝে লুকিয়ে রাখা আশা!! স্বপ্ন মানে দুঃখ ভুলে নতুন পথযাত্রী!! স্বপ্ন মানে মিষ্টি মুখে জানায়।।
স্বপ্ন মানে বাতির খেলা!! স্বপ্ন ভালোবাসা!! স্বপ্ন মানে রাতের মাঝে লুকিয়ে রাখা আশা!! স্বপ্ন মানে দুঃখ ভুলে নতুন পথযাত্রী!! স্বপ্ন মানে মিষ্টি মুখে জানায়।।
আকাশ জুড়ে তারার মেলা আর চাঁদের খেলায় ভুলা মন।মন চাইছে খুশি থাকুক আমার আপনজন। নীল রঙ্গের আকাশ এখন দেখা যাচ্ছে কালো, আমি আছি বিন্দাস আর তুমিও থেক ভালো।
বোকা বানানোর এসএমএস-
স্বামী: জলদি ঘরের সব দামি জিনিসপত্র লুকিয়ে ফেলো! আমার কিছু বন্ধু বাড়ি আসছে। স্ত্রী: কেন? তোমার বন্ধুরা কি সেসব চুরি করবে? স্বামী: না। নিজেদের জিনিস চিনে ফেলবে।
বউয়ের সঙ্গে ঝগড়া করে এক লোক হোটেলে গিয়ে উঠল। : ম্যানেজার সাহেব, আপনার হোটেলে শান্তিতে থাকা যাবে তো? : নিশ্চয়ই, মনে হবে একেবারে নিজের বাড়িতেই আছেন। : দুঃখিত, আপনার হোটেলে থাকতে পারছি না।
হিমালয়থেকে নয়.ওই দুর আকাশথেকেও নয়.সাত সাগর তেরো নদীর ওপার থেকে ও নয়.এই হৃদয়েরগভীর থেকে বলছি,ভিশন ‘ঠান্ডা’লাগতাছে!
তোমায় দেখেছি ফাগুনেরো সাজে, তোমায় দেখেছি স্বপ্ন মাঝে।পুকুর পাড়ে, ঝিলের ধারে, দেখেছি তোমার ২টা লম্বা ঠ্যাং, তুমি যে আমার প্রিয়কোলা ব্যাঙ।
তুমি বির, তুমি দুর্জয়,তুমি বাঙ্গালি, তুমি সাহসী,তুমার বুকে অনেক জোর,তুমি আমাদের গ্রাম’এরমুরগী চোর!
এ দুটি চোখে স্বপ্ন ছিল মনে ছিল আশা।গরুরঘরে থাকবে তুমি মারবে অনেক মশা। ভাবনা ছিল খাবে তুমি রাস্তা ঘাটে মার, কেন তুমি চলে গেলে গরুনিয়ে আমার !
আম গাছে আম ধরে,নারিকেল গাছে ডাব, ছেলেদেরকে মিসকলমারা মেয়েদের সভাব ।গাছের বল লতাপাতা মাছের বল পানি এ যুগের মেয়েরা চায় পঁয়সাওয়ালা স্বামী ।।
প্রথম বন্ধুঃ জানিস, আমাদের বাসার সবাই বাথরুমে গান গায়। দ্বিতীয় বন্ধুঃ সবাই ? প্রথম বন্ধুঃ সবাই, চাকর-বাকর পর্যন্ত। দ্বিতীয় বন্ধুঃ তোরা তাহলে সবাই খুব গানের ভক্ত! প্রথম বন্ধুঃ দূর, তা নয়। আসলে আমাদের বাথরুমের ছিটকিনিটা নষ্ট তো, তাই!
প্রথম বন্ধুঃ জানিস, আমাদের বাসার সবাই বাথরুমে গান গায়। দ্বিতীয় বন্ধুঃ সবাই ? প্রথম বন্ধুঃ সবাই, চাকর-বাকর পর্যন্ত। দ্বিতীয় বন্ধুঃ তোরা তাহলে সবাই খুব গানের ভক্ত! প্রথম বন্ধুঃ দূর, তা নয়। আসলে আমাদের বাথরুমের ছিটকিনিটা নষ্ট তো, তাই!
এখন আমার হাতে এক বোতল বিশ। আমি মুক্তি পেতে চাই এতো জালা আমার আর এখন সহ্য হয় না। জানি এটা পাপ। এতো যন্ত্রণা আর ভালো লাগে না। তাই যাচ্ছি ইদুর মারতে।
…
এইযে ভাইয়েরা শুনছেন, কুকুরের বাচ্চারা, শুয়োরের বাচ্চারা, বানরের বাচ্চারা, গাধার বাচ্চারা, বিড়ালের বাচ্চারা, শেয়ালের বাচ্চারা যদি কামরায়, তবে কোন মলম লাগাবেন জানেন?
চাই না আমি শাহারুক খান এর প্রিয়া, চাই না আমি নায়িকা ঐশরিয়া চাই আমি তোমার মত এক্সপার্ট কাজের বুয়া। কি হবেনা…
এল শীত তোমার দারে,, একলা তুমি থাক নারে… সাথে রাখ শুধু তারে,, ভালবাস তুমে যারে… এখন শুধু তার কাম,, জানি আমি তার নাম… সে তোমার সম্বল,, তার নাম কম্বল…
এল শীত তোমার দারে,, একলা তুমি থাক নারে… সাথে রাখ শুধু তারে,, ভালবাস তুমে যারে… এখন শুধু তার কাম,, জানি আমি তার নাম… সে তোমার সম্বল,, তার নাম কম্বল…
আর উপরে দেয়া ভালোবাসার এসএমএস, নতুন বাংলা এসএমএস এবং বোকা বানানোর এসএমএসগুলো উপভোগ করুন আর ছড়িয়ে ছিটিয়ে দিন বন্ধুমহলে!