ফ্রীতে দেখুন মার্কশিট এবং নাম্বার সহ রেজাল্ট JSC,SSC,HSC|

বাংলাদেশের অনেক ধরনের শিক্ষা ব্যবস্থা বিদ্যমান, এর মধ্যে থেকে আপনি যখন প্রাথমিক শিক্ষা পাস করে জুনিয়র পর্যায়ে পৌঁছাবে তখন আপনাকে একটি পরীক্ষা দিতে হয়।

এই পরীক্ষা কে আমরা সাধারনত জুনিয়র স্কুল সার্টিফিকেট বা JSC পরীক্ষা নামে চিনি। এবং এর পরের পর্যায়ে আপনি যখন পৌঁছাবেন তখন এটাকে সাধারণত সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট বা SSC নামে আমরা চিনি।

আর এ এস এস সি লেভেল আপনি যখন পাশ করে ফেলবেন তখন কলেজ পরীক্ষা অর্থাৎ এইচএসসি পরীক্ষার সম্মুখীন হতে হবে।

তবে আমরা যখন জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা দিয়ে দেই, এর কয়েকদিনের মধ্যে এই পরীক্ষা কিরকম রেজাল্ট করেছি তা প্রকাশ পায়।

ঠিক একই রকম ভাবে আপনি যখন এসএসসি পরীক্ষা দেয়ার 60 দিনের মধ্যে আপনি আপনার পরীক্ষার ফলাফল পেয়ে যাবেন।

আর যখন আপনি ইন্টারমিডিয়েট লেভেল অর্থাৎ এইচএসসি পরীক্ষা দিবেন এর ফলাফল আপনি কিছুদিনের মধ্যেই পেয়ে যেতে পারেন।

আপনি যদি আপনার ফোন নিয়ে এসএমএস এর মাধ্যমে রেজাল্ট সম্পর্কে জানতে চান তাহলে তারা শুধু আপনাকে গ্রেড (A+ 5. 00)  হিসাবে তা জানিয়ে দেবে।

কিন্তু আমরা আসলে এটা চাইনা, আমাদের  মনোবাসনা এটা যে আমরা কোন সাবজেক্টে কিরকম মার্কস পেয়েছে সে সহকারে রেজাল্ট অনুধাবন করা।

ফলশ্রুতিতে আমরা দেখতে পারি যে আমাদের কোন বিষয়ে ঘাটতির কারণে আমরা আমাদের লক্ষ্য থেকে দূরে সরে গেছি বা পূরণ হয়েছে।

আর এটা জানার জন্য আপনাকে অবশ্যই ইন্টারনেট সহযোগিতা নিতে হয়, কিন্তু আপনি গুগলে সার্চ বারে সার্চ করার পরে এরকম অনেকগুলো ওয়েবসাইট টাইটেলে লিখা পেয়ে যাবেন আপনি মার্কশিটসহ রেজাল্ট দেখতে পারবেন।

তবে অনেক সময় দেখা যায় আমরা ঐ সমস্ত ওয়েবসাইটগুলোতে রিডাইরেক্ট করতে করতে রীতিমত হিমশিম খেয়ে যায়।

তবুও কিন্তু আমরা আমাদের নিজ লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হই না, অনেক রিডাইরেক্ট সমস্যার পরেও আমরা মার্কশিট সহ জেএসসি রেজাল্ট খুঁজে পাইনা।

তবে আজকের এই পোস্টটি আপনি যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে এই সমস্যার সম্মুখীন আপনাকে আর কখনোই হতে হবে না।

কারণ আজকের এই পোস্টটিতে আমি আলোচনা করব কিভাবে আপনি মার্কশিটসহ আপনার JSC,SSC কিংবা HSC রেজাল্ট সহজেই দেখতে পারবেন।

এক্ষেত্রে আপনাকে অবশ্যই একটি কার্যকরী ওয়েবসাইটের সহযোগিতা নিতে হবে যার মাধ্যমে আপনি মার্কশীট নম্বর সহ জেএসসি এসএসসি এবং এইচএসসি এর রেজাল্ট দেখতে পারবেন।

JSC/SSC/HSC পরীক্ষার জন্য নাম্বার সহ রেজাল্ট দেখতে হলে আপনাকে প্রথমে নিচের দেয়া লিঙ্কে ভিজিট করতে হবে।

নাম্বার সহ রেজাল্ট দেখুন

লিঙ্কে ক্লিক করা হয়ে গেলে এবার আপনাকে নিচের স্ক্রীনশটএর মত একটি পেইজ এ নিয়ে যাওয়া হবে, আপনি শুধুমাত্র এখান থেকে প্রথম অপশনটিতে (SSC/HSC/JSC Equivalent result) ক্লিক করুন।

ফ্রীতে দেখুন মার্কশিট এবং নাম্বার সহ রেজাল্ট JSC,SSC,HSC পরীক্ষার জন্য|



এবার আপনি এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন এগুলো আপনাকে যথাযথভাবে ফিলাপ করতে হবে।।

ফ্রীতে দেখুন মার্কশিট এবং নাম্বার সহ রেজাল্ট JSC,SSC,HSC পরীক্ষার জন্য|

Examination: এই অপশনটি উপর ক্লিক করার পরে আপনি এখান থেকে যে পরীক্ষার জন্য রেজাল্ট দেখতে চান সেটি সিলেক্ট করে নিন, যেমন আপনি যদি  SSC পরীক্ষার জন্য রেজাল্ট তাহলে চয়েজ করে নিন SSC/DHAKIL/Equivalent ‘ 

Board:  এখান থেকে আপনি যে বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছিলেন সেটি সিলেক্ট করে নিন।

Result Type: এই অপশনটিতে ক্লিক করার পর আপনাকে সিলেক্ট করতে হবে প্রথম যে অপশনটিতে আছে সেটি, অর্থাৎ সিলেক্ট করে নিন Individual Result’

Roll: আপনি আপনার রেজিস্ট্রেশন কার্ডে পরীক্ষা আছে রোল নাম্বার পেয়েছিলেন  সেই  রোলনাম্বার এই পাশের বক্সটিতে বসিয়ে দিন।

Registration : আপনাকে আপনার পরীক্ষায় ব্যবহৃত রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে, রেজিস্ট্রেশন নাম্বার আপনি আপনার এডমিট কার্ডে পেয়ে যাবেন।

Security key: এটি হলো রিক্যাপচা এখানে আপনি যে সংখ্যা গুলো দেখতে পারবেন তা যে কোন টাইপের হোক না কেন সেগুলো আপনাকে পাশের বক্সে বসিয়ে দিতে হবে।

এবং একদম শেষে আপনাকে ক্লিক করতে হবে Get Result বাটন টি তে।

তাহলেই আপনি কিছু সময় অপেক্ষা করার পর আপনার JSC/SSC/HSC পরীক্ষার রেজাল্ট পেয়ে যাবেন নাম্বার সহ।

মার্কসিটসহ রেজাল্ট


যখনই আপনি এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করবেন তখন আপনার সামনে নিচের স্ক্রীনশটএর মত একটি পেইজ ওপেন হবে।

নাম্বার সহ রেজাল্ট JSC,SSC, এবং এইচএসসি পরীক্ষার জন্য|



এই পেইজটিকে আপনার প্রয়োজনীয় তথ্য অনুযায়ী যথাযথ ভাবে ফিলাপ করতে হবে।

Examination- এখানে আপনি কোন লেভেলের স্টুডেন্ট অর্থাৎ জেএসসি এসএসসি নাকি এইচএসসি অথবা দাখিল মাদ্রাসা স্টুডেন্ট হলে তা সিলেক্ট করুন। 

যেমন আপনি যদি এইচএসসি পরীক্ষার্থী হন এবং আপনার রেজাল্ট মার্কশীট সহকারে পেতে চান তাহলে HSC/Alim  এই অপশনটি সিলেক্ট করুন।

Year: এই অপশনটি তে আপনি কোন বছরে পরীক্ষার্থী তা মেনশন করতে হবে, যেমন আপনি যদি 2018 সালে পরীক্ষা দিয়ে থাকেন তাহলে এখানে সিলেক্ট করতে হবে 2018।

Board- আপনি কোন বোর্ডের অধীনে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তা এখানে সিলেক্ট করতে হবে। আপনি যদি সিলেট বোর্ডের অধীনে পরীক্ষা দিয়ে থাকেন তাহলে সিলেক্ট করতে হবে Sylhet’

Rool- আপনি আপনার পরীক্ষায় যে রোল নাম্বার এর সহিত অংশগ্রহণ করেছিলেন তা এখানে মেনশন করতে হবে। আপনার পরীক্ষার রোল নাম্বার এডমিট কার্ড এর সহযোগিতায় পেয়ে যাবেন।

Reg: No – এখানে আপনার পরীক্ষায় ব্যবহৃত রেজিস্ট্রেশন নাম্বার উল্লেখ করতে হবে, এটাও আপনি আপনার রেজিস্ট্রেশন কার্ড বা এডমিট কার্ডের সহযোগিতা পেয়ে যাবেন।

Capcha: সবকিছু উল্লেখ করা হয়ে গেলে আপনি একটু নিচের দিকে একটি রি ক্যাপচা দেখতে পারবেন, এখানে যেভাবে যাই দেয়া হোক তার ফলাফল কি হবে তা আপনাকে ওই ডানপাশের বক্সটিতে লিখতে হবে।

নাম্বার সহ রেজাল্ট JSC,SSC, এবং এইচএসসি পরীক্ষার জন্য|

এবং সব কয়টি বক্স ভালোভাবে ফিলাপ করার পরে আপনাকে নিচের দেয়া Submit  অপশনটিতে ক্লিক করতে হবে। তাহলে আপনি আপনার পরীক্ষা অনুযায়ী মার্কশিট নাম্বার সহ রেজাল্ট পেয়ে যাবেন।

নাম্বার সহ রেজাল্ট JSC,SSC, এবং এইচএসসি পরীক্ষার জন্য|



তাহলে আজকে এই পর্যন্ত আশাকরি উপরে দেয়া পদ্ধতি অনুসরণ করার মাধ্যমে আপনি আপনার কাঙ্খিত লক্ষ্যে সহজেই পৌঁছে যাবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top