সমস্ত Bangla Sms কালেকশন শুধুমাত্র আপনার জন্য |

আপনার প্রিয়জনকে কিংবা অন্য কাউকে আপনার দিকে আকৃষ্ট করার জন্য যে কোন এসএমএস এর কোন বিকল্প নেই।

আপনি যখন সবেমাত্র প্রেমের জগতে বিচরণ করেন তখন আপনার দরকার হয় রোমান্টিক বাংলা এসএমএস, আর যখন কোন রকমে ব্যর্থ হয়ে যান তখন দরকার হয় স্যাড এসএমএস।

এক্ষেত্রে আপনাকে এগুলো নিজে থেকে লিখতে হয় অনেক সময় দেখা যায় আমাদের লেখা বাংলা এসএমএস গুলো কেউ পড়তে চায় না

তবে আজকের এই পোস্টটিতে আমি আলোচনা করবো সমস্ত Bangla sms নিয়ে, যা অবশ্যই আপনার মন কাড়বে।

ভালোবাসার Bangla sms

“কাউকে সারা জীবন কাছে পেতে চাও? 
তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রেখো, কারন, প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কোনদিন হারায় না।”
কারো জন্য বুকের মধ্যে শূন্যতা অনুভব করার নাম ভালবাসা ” . 
“কারো সাথে পাশাপাশি চলার তীব্র ইচ্ছার নাম ভালবাসা ” . 
“কারো সাথে কথা বলতে না পেরে ছটফট করার নাম ভালবাসা ” . 
“কাউকে নিয়ে ভাবতে ভাল লাগার নাম ভালবাসা ” . 
“কাউকে সুখী দেখে নিজেকে সুখী ভাবার নাম ভালবাসা ” . 
“কারো চোখের কোনে দু ফোটা জ্বল দেখে কেঁদে ফেলার নাম ভালবাসা ” . . 
“কারো কাছ থেকে কিছু পাবো না ভেবেও কিছু পাওয়ার আশা করার নাম ভালবাসা “
কিছু না ” এই কথার মাঝে অনেক কিছু লুক্কায়িত থাকে..কখনো থাকে রাগ,কখনো থাকে না বলা কষ্ট.!আবার কখনো থাকে আবেগ মিশ্রিত ভালবাসা..
তোর হৃদয়ের মাঝখানে তে রাখবি আমায় বেঁধে ?”
ঠোঁট বাঁকিয়ে বললি হেসে “মাথা খারাপ !পাগল নেবো সেধে !”
“ভালো লাগা থেকেই জন্ম নেয় ভালোবাসা, আর তার মাঝে গড়ে ওঠে ছোটো ছোটো আশা…
ভালোবাসা” শব্দটা হয় না কখনো পুরানো..হয় না কখনো মলিন..হয় না ধূসর কিংবা বর্নহীণ..যা শুধু রংধনুর রঙে রঙিন..হোক না সেটা এপার কিংবা ওপারের..তারপরেও ভালোবাসা তো শুধুই “ভালোবাসা”!!
মনে পড়ে তোমাকে যখন থাকি নিরবে” “ভাবি শুধু তোমাকে সবসময় অনুভবে” “স্বপ্নে দেখি তোমাকে চোখের প্রতি পলকে” “আপন ভাবি তোমাকে আমার প্রতি নিশ্বাসে ও বিশ্বাসে॥
যদি কেউ আপনাকে ভালবাসে , তবে কোন কিছুই তাকে আপনার থেকে দূরে সরাতে পারবে না ! আর,যদি ভালবাসার অভিনয় করে , যাওয়ার সময় কোন কিছুই তাকে ধরে রাখতে পারবে না……..!! . নির্মম বাস্তব সত্য…
যদি ভালবাসাকে মৌচাক ধরি,♥♥ তাহলে
বিশ্বাস হল মৌমাছি। ♥♥কেননা উভয়ের
বিশ্বাসের মাধ্যমেই ভালবাসার অমৃত মধু পাওয়া
যায়।
“ভালোবাসা” শব্দটা হয় না কখনো পুরানো..হয় না কখনো মলিন..হয় না ধূসর কিংবা বর্নহীণ..যা শুধু রংধনুর রঙে রঙিন..হোক না সেটা এপার কিংবা ওপারের..তারপরেও ভালোবাসা তো শুধুই ভালোবাসা “!!
।নয়ন তোমারে পায় না দেখিতে,
রয়েছ নয়নে-নয়নে…
হৃদয় তোমারে পায় না জানিতে, 
হৃদয়ে রয়েছ গোপনে।।
৩০টি ভাষায় প্রকাশ করুন আপনার “ভালবাসা”“
“আমি তোমাকে ভালবাসি”–
১. বাংলা = আমি তোমাকে ভালবাসি
২. ইংরেজি = আই লাভ ইউ
৩. ইতালিয়ান = তি আমো
৪. রাশিয়ান = ইয়া তেবয়া লিউব্লিউ
৫. কোরিয়ান =তাঙশিনুল সারাঙ হা ইয়ো
৬. কানাডা = নান্নু নিনান্নু প্রীতিসুথিন
৭. জার্মান = ইস লিবে দিস৮. রাখাইন = অ্যাঁই সাঁইতে
৯. ক্যাম্বোডিয়ান = বোন স্রো লানহ্উন
১০. ফার্সি = দুস্তাত দারাম
১১. তিউনিশিয়া = হাহেক বাক
১২. ফিলিপিনো = ইনবিগ কিটা
১৩. লাতিন = তে আমো
১৪. আইরিশ = তাইম ইনগ্রা লিত
১৫. ফ্রেঞ্চ = ইয়ে তাইমে
১৬. ডাচ = ইক হু ভ্যান ইউ
১৭. অসমিয়া = মুই তোমাকে ভাল্ পাও
১৮. জুলু = মেনা তান্দা উইনা
১৯. তুর্কি = সেনি সেভিউর ম
২০. মহেলি = মহে পেন্দা
২১. তামিল = নান উন্নাই কাদালিকিরেন
২২. সহেলি = নাকু পেন্দা
২৩. ইরানি = মাহ্ন দুস্তাহ্ত দোহ্রাহম
২৪. হিব্রু = আনি ওহেবওটচে (মেয়েকে ছেল) আনি ওহেব ওটচা (ছেলেকে মেয়ে)
২৫. গুজরাটি = হুঁ তানে পেয়ার কার ছু
২৬. চেক = মিলুই তে
২৭. পোলিশ = কোচাম গিয়ে
২৮. পর্তুগীজ = ইউ আমু তে
২৯. বসনিয়ান = ভলিম তে
৩০. তিউনেশিয়ান = হাএহ বাদ
Gf বা Bf থাকা মানেই
ভালোবাসা না …
কিন্তু জীবনে এমন একজন
থাকা যার প্রতি
আপনার অন্ধ বিশ্বাস আছে..
আপনি যদি তাকে
সর্বোচ্চ পরিমান কষ্ট দেন_
তবুও সে আপনার হাত ধরে রাখবে
আর বলবে “আমি আছি, আমি
ছিলাম
আর আমি সব সময় তোমারি
থাকবো …. “
এটাই ভালোবাসা এটাই জীবন
অজস্র স্বপ্নের ভিড়ে তোমায় দেখি.সমস্ত
কল্পনা জুড়ে তোমার বসবাস,অজস্র কাব্য শুধু
তোমায় নিয়ে লেখা অফুরন্ত বন্ধুত্ব নিয়ে
তোমার অপেক্ষা থাকা।
অনেক ঝড়ের পরে,নীড়হারা, বিপর্যস্ত,কোন রকমে বেঁচে যাওয়া পাখির ন্যায় বলি- আমি ভালো আছি, বেশ ভালো !!!
অনেক প্রার্থনা করে পেয়েছি তোমায় ,অনেক যত্ন করে রেখেছি তোমায়। তোমাকে ভোলার কথা ভাবতেই পারি না , কারণ ভাগ্যের রেখা থেকে ছিনিয়ে এনেছি তোমায়।
অন্য কারো সুখের কারণ হয়ে আপনি যে সুখের অনুভূতি পান, সেটিকেই সবচেয়ে বড় সুখ বলা হয়।
অনুরোধে নয় অনুরাগে তোমাকে চাই,
অভিলাসে নয় অনুভবে তোমাকে চাই, 
বাস্তবে না পেলে ও কল্পনাতে তোমাকে চাই… 
সর্বপরি জানতে চাই তুমি কেমন আছো ????
অপেহ্মায় আছি অপেহ্মায় থাকবো,, যত দিন বেঁচে থাকি তোমায় মনে রাখবো,, যত কষ্ট হোক,, সব মেনে নিবো,, তবুও চিরদিন তোমাকে ভালোবাসবো.
আজ হতে অনেক দুরে, 
এই স্মৃতির কথার পরে.. 
আবছা হয়ে আমায় যদি আবার মনে পড়ে, 
একবারটি কানটি পেতে শোনো আমার ডাক, 
বুঝিয়ে বল সময়টাকে ,”একটু থমকে থাক”. 
ছিলাম আমি,আছি আমি,থাকব নাকো পরে…. 
তাই মনে রেখো তিনটি কথা
তোমায়–মনে–পড়ে…
আজ-ও আমাদের সম্পর্কের এতদিন হয়ে যাওয়ার পরেও যখনি আমি তোমাকে দেখি,আমার হৃত্দ্পন্দন যেন আগের চেয়ে দ্বিগুন হয়ে যায়,আর আমি ভুলে যাই চোখের পাতা ফেলতে!
আজকাল সবজায়গায় আমি তোমাকে দেখতে পাই কেন বল তো?
পৃথিবীটা ছোট হয়ে গেছে নাকি তুমি বড় হয়ে গেছো?
আজকে তুমি রাগ করছো,দু:খ পাবো তাতে।কালকে যখন মরে যাবো,রাগ দেখাবা কাকে?বিধির বিধান এই রকমি,একদিন তো যাবো মরে।বুঝবে সেদিন তুমি,ভালোবাসতাম শুধু তোমাকে …… !
আমাদের জীবনে আসা সবচেয়ে বড় সমস্যাগুলো আমরাই তৈরী করি,সেগুলো নিজে থেকে আসে না কোনভাবেই!
আমাদের দেখা হওয়া না হওয়ার উপরে কখনই আমাদের ভালবাসা নির্ভর করবে না…কারণ আমাদের মন একে অপরের প্রেমে গভীরভাবে আবদ্ধ…

আবেগি Bangla sms


“তোমার হৃদয়টা যত ভয়ঙ্কর ভাবেই ভাঙ্গুক না কেন,
এই পৃথিবী তোমার দুঃখের জন্যে কোনোভাবেই দাঁড়াবে না!”
 -ফারহান কাজী
বিদায়” বলার সাহস যদি তুমি দেখাতে পারো,
তাহলে জীবন খুব তাড়াতাড়িই তোমাকে নতুন একটা
“হ্যালো” উপহার দেবে…
ব্রেক আপ” অনেকটা একটা ভাঙা আয়নার মতন…
যে ভাঙা আয়নাটাকে ভাঙা অবস্থাতেই থাকতে দেওয়া ভালো..কারণ সেটাকে জুড়তে গেলে হাত কেটে যাওয়ার প্রবল সম্ভাবনা…
“মৃত্যুর যন্ত্রণার চেয়ে বিরহের যন্ত্রণা যে কতো কঠিন, কতো ভয়ানক তা একমাত্র ভুক্তোভুগীই অনুভব করতে পারে।”
~~ কাজী নজরুল ইসলাম।
অামি ক্লান্ত পথিক , অবিরাম ছুটে চলেছি মরিচিকার পিছে , মরুদ্যানের জন্য । তপ্ত মরুভুমির মাঝে দিশেহারা হযে্ ছুটে চলেছি এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পাগলের মতো । শুধু মরুদ্যানেল কোমল ছাযা্য্ নিজেকে শিতল করবো বলে। কিন্তু পারি না । তাকে ধরতে গেলে সে অারো দুর থেকে দুরে হারিযে্ যায্ , তলিযে্ যায্ মরু সুমুদ্রে । যার কুল , গভিরতা অামার কিছুই জানা নেই । তাই এই মরুমাঝে পরে কাটার অাচরে অামার দেহ রক্তাক্ত , উষ্ন বালিতে অামার মন দ্বগ্ধ ,প্রান ওষ্ঠাগত । অামার কি সলিল সমাধি হবে , মরুদ্যানের আশ্চর্য , এই মরুপ্রান্তে…..। জানি না…..
 
অদ্ভুত হলেও সত্যি:
যখন আমরা ছোটো ছিলাম,জোরে জোরে কাঁদতাম যা আমাদের কাছে নেই তাকে পাওয়ার জন্যে…
আর এখন যখন আমরা বড় হয়ে গেছি, এখন আস্তে আস্তে কাঁদি যা আমাদের কাছে ছিল তাকে ভোলানোর জন্যে…
অনেক ভালোবেসেছিলাম তোমায়,
কিন্তু কখনো তুমি বুঝতে চাও নি…
বুঝবেই বা কি করে,
কখনো তো তুমি আমাকে ভালই বাসো নি!
ভালবাসতে গেলে মন লাগে
তোমার কাছে তো কখনও মন-ই ছিল না!
আর আমি পাগল ভাবতাম 
তুমিও আমাকে ভালোবাসো!
অন্ধকারে জমানো চিরকুটগুলো ছিড়ে ফেলবো,
কিংবা ডুবে থাকবো ডিপ্রেশনে . . আমৃত্যু ।
 তবুও জেনে রেখো, আমি ছিলাম একদিন,
তোমার হাড়-পাঁজরে মিশে একা একা..
আজ নিজের আগুনে জ্বলতে থাকা জোনাকি পোকা…
অনুরোধে নয় অনুরাগে তোমাকে চাই____
অভিলাষে নয় অনুভবে তোমাকে চাই____
বাস্তবে না পেলেও কল্পনাতে তোমাকে চাই____
জীবনে তোমায় না পেলে,ওপারে তোমাকে চাই____
অপূর্ণ কিছু মূহুর্ত..
কিছু ভালবাসা
অপূর্ণ..
অপূর্ণ কিছু স্বপ্ন..
কিছু ইচ্ছা
অপূর্ণ…
কিছু যন্ত্রনা দিয়েছে আমাকে সে..
কিছু গভীর ক্ষত..
কয়েকটা শ্বাস–অপূর্ণ তাও….
অব্যক্ত দুঃখের মোহনায় ডুবে গেছে জীবনের সব সুখ, 
হৃদয় পোড়া জীবন নিয়ে আজও খুজি শুধুই তোমার মুখ। 
দু’চোখের কোণ ছেয়ে গেছে ব্যাধনার তপ্ত জলে, 
নতুন করে বাঁচতে চাই তোমায় কাছে পেলে…
 
অভিমানি এই জীবন কেন থামে না, কান্না ভরা এই মন কিছু জানেনা, কষ্ট ভরা এই বুকে সীমাহীন বেদনা, আর যার জন্য এই মন কাঁদে সে তো বুঝেনা ।

আগে শুনেছিলাম কষ্ট করে পাওয়া ভালবাসা নাকি অনেক মজবুত হয়, তবে সকলের অভিজ্ঞতা থেকে বুঝলাম যে, ভেজাল এর যুগে কষ্ট করেও কোনো খাটি ভালবাসা পাওয়া যায় না। সব কিছুই শুধু স্বার্থ ।
আজ অভিমানী বৃষ্টি ঝরে নীরবে,
তোমার কথা মনে করে…
ব্যাকুল মন হাতছানি দিয়ে ডাকে
ফিরে এসো এই মনের ঘরে…
আজ একা একা পথে হাঁটছিলাম .. 
হঠাৎ মনে হল , 
তুমি পেছন থেকে ডাকছ আমায় … 
তাকিয়ে দেখি তুমি নেই ,, 
তখন বুঝলাম,
এখনও ভুলতে পারিনি তোমায় ..
আজ থেকে বদলে যাব, হয়ে যাব নিষ্টুর! 
করে আপন 
সাদা কাফন, 
পাড়ি দেব অচিনপুর! 
ভুলে গিয়ে সব কিছু, বাঁধবো একটি ঘর! 
সেই ঘরটির নাম হবে, অন্ধকার কবর!
আজ সময়ের স্রোতে জীবনের গতি যদি পাল্টে যেতে চায়, তবে বাঁধা দেওয়ার ক্ষমতা আমার নেই, শুধু সয়ে নিতে হবে,মেনে নিতে হবে… 
অবুঝ মনকে সান্ত্বনা দেব শুধু যে হয়তো জীবনের হিসেবটা এমনই ছিলো…
আজ হয়তো আমি কারো জীবন থেকে হারিয়ে গিয়েছি বলে সে আমাকে খুব গালি দিছে
কিন্তু আমি জানি যে একদিন সে নিশ্চই আমাকে এর জন্যে ধন্যবাদ জানাবে!
আর মনে মনে হয়তো হাসবে আমার কথা মনে করে!
আপন ভেবে ভালোবাসলাম যারে
কষ্ট দিয়ে সে চলে গেল আমায় ছেড়ে
এখন বুঝি ভুল ছিলাম আমিই
কয়লা কালো,হিরেই আসল দামী!

বোকা বানানোর Bangla Sms

 

আপনে একটা গরু না,একটা ছাগল, না একটা ভেড়া.না না না বাজারথেকে একটা দেশী মুগরী কিনে আমাকে দাওয়াতদিয়ে খাওয়াবেন.
আমাদের দেশে হবে সেইমেয়ে কবে, মিসকল না দিয়ে,ডাইরেক্ট কল দিবে …… পাঁচজনকে মন না দিয়ে একজনকে দিবে,, সারা জীবন একজনকে ভালোবেসে যাবে………!!!
আলু পটল তরকারি,মেয়েদের মন সরকারি । পেঁয়াজ রসুন আদা,মেয়েরা সব গাঁদা । হারি পাতিল কলস,মেয়েরা সব অলস ! লাল নীল কালো, ছেলে সবাই খুব ভালো ॥
এ দুটি চোখে স্বপ্ন ছিলমনে ছিল আশা।গরুরঘরে থাকবে তুমি মারবে অনেকমশা। ভাবনা ছিলখাবে তুমি রাস্তা ঘাটে মার, কেন তুমি চলে গেলে গরুনিয়ে আমার !
তোমায় দেখেছি ফাগুনেরো সাজে,তোমায় দেখেছি স্বপ্ন মাঝে.পুকুর পাড়ে, ঝিলের ধারে,দেখেছি তোমার ২টা লম্বা ঠ্যাং, তুমি যে আমার প্রিয়কোলা ব্যাং…
তুমি আমার অচিনপাখি তোমার নামটিয়া সুন্দর একটা বাদরপেলে তোমার দিতাম বিয়া
ধর রশি মারটান,নৌকা যাবে হিন্দুস্থান।হাসিনা তুইএগিয়ে চল,নাস্তিক, মুরতাদআছে তোর দল।সঙ্গে নিবি রসের হারি,হিন্দুস্থান তোর বাপের বারি।
নারী তুমি করিওনা রুপেরবড়াই, সবাইতো জানে তোমারপ্রিয় বনধু রান্না ঘরেরকড়াই। যতই দেখাওতুমি রুপেরঝর্ণা,করতে হবে তোমাকে দরকারি রান্না..

শুভ সন্ধ্যা Bangla sms


(‘-‘) হাসিতে
(!.!) কান্নায়
(‘;’) রাগে
(‘:’) একঘেয়েমিতে
(‘.’) অহংকারে
(‘o’) ক্ষুধায়
(‘?’) দ্বিধায়
(-.-) নিদ্রায়
আমার সব মুডে আমি তোমাকে চাই..
শুভ সন্ধ্যা..
“সম্পর্ক” বড় না “ভুল”…
“ভালবাসা” বড় না “রাগ”;
যারা এটা ভুলতে পারে,
তারাই জানে 
একটা সম্পর্ক কিভাবে টিকিয়ে রাখতে হয়,
কাউকে কিভাবে ভালবাসতে হয়…
শুভসন্ধ্যা…
অন্যকে যে সামলে সে শক্তিশালী হতে পারে,
কিন্তু যে নিজেকে সামলাতে পারে, তার চেয়ে শক্তিশালী কেউ নেই…
শুভসন্ধ্যা..
আকাশে উড়তে কোনো বারণ নেই..শুধু মনে রেখো মাটির উপর থেকে কখনো চোখ সরিও না…
শুভসন্ধ্যা…
আকাশের ম্লান আলো জানান দিচ্ছে সন্ধ্যের আগমনের…নিজের প্রিয়জনকে নিয়ে একটা অসাধারণ সন্ধ্যা কাটাও…
শুভ সন্ধ্যা…
আগে থেকে পরিকল্পনা করা কার্যের উপরে 
সাফল্য নির্ভর করে,
আর সুপরিকল্পিত না হলে,
ব্যর্থতা অবশ্যম্ভাবী…
শুভ সন্ধ্যা….
কখনও কখনও একাকিত্বটা মনকে কে বড় বেশিই একা করে দেয়…
শুভ সন্ধ্যা…
কখনও নিজেকে দুর্বল ভাববে না…চেষ্টা করো উঠে দাঁড়াতে…চেষ্টা করো…চেষ্টা করা কখনই ছাড়বে না…শুভ সন্ধ্যা
কখনো কোনো সমস্যায় নিজেকে অসহায় মনে হলে নিজেকে কিছুক্ষন সময় দাও আর জীবনকে অন্য চোখে দেখার চেষ্টা করো…দেখবে সমাধানের পথ তুমি পেয়ে গেছ…
শুভ সন্ধ্যা
কেউ তোমাকে পাথর ছুড়ে মারলে কষ্ট পেও না,
বরং নিজেকে শক্ত করো,
যাতে সেই পাথরগুলো দিয়েই তুমি তৈরী করতে পারো তোমার সাফল্যের সিঁড়ি…
শুভ সন্ধ্যা…
কষ্ট অনেক টা রাতের আকাশে চাঁদের মতন যা কোনোদিন কমে কোনদিন বাড়ে আবার কোনোদিন পুরো অদৃশ্য হয়ে যায়…
তাই কোনকিছু নিয়ে চিন্তা কোরো না..সব সমস্যার ই শেষ আছে..
শুভ সন্ধ্যা..
খুশী থাকার মানে এই নয় যে জীবনের সবকিছু নিখুঁতভাবে আছে…খুশী থাকার মানে জীবনকে এমন নজরে দেখা যেখানে কোনো কিছুই খুঁত হিসাবে চোখে পড়বে না…
শুভসন্ধ্যা…
গোধূলির তির্যক সূর্যকিরণগুলো মনে শীতলতার অনূভুতি জাগায়…সারাদিনের পরিশ্রান্তি যেন এক লহমায় কেউ মুছিয়ে দেয়..
গভীর প্রশান্তিতে ভরে ওঠে মন…
শুভ সন্ধ্যা…
গ্রীষ্মের দুপুরের তীব্র দহনজ্বালা কে হালকা আরামের প্রলেপ দিতে সন্ধ্যা এসেছে..এস আমরা অনুভব করি সেই শীতল স্নিগ্ধতা…
শুভ সন্ধ্যা..
চাঁদটা আজ এত মনমরা কেন জানো?
কারণ সে খবর পেয়েছে যে তার চেয়েও সুন্দর তোমায় দেখতে..
শুভ সন্ধ্যা…
ছোট্ট এই জীবনটুকুতে প্রাণ ভরে হাসো,
সব দুঃখ ভুলে গিয়ে ভালোবেসে বাঁচো…
উদাস হয়ে কি করবে, এইটুকু তো সময়,
সবাইকে খুশি রাখো আর মন খুলে ভালোবাসো..
শুভ সন্ধ্যা…
জীবন ভীষণ অনিশ্চিত…তাই তার যত্ন নাও..কিন্তু যা হয়ে গেছে তা নিয়ে ভেবে যা হতে চলেছে তার পরিকল্পনা নষ্ট কোরো না…
শুভ সন্ধ্যা…

শুভ রাত্রি  Bangla Sms


” টুইংকেল টুইংকেল ” লিটিল স্টার, সময় হলো ঘুমাও এবার… মশার সাথে করো ফাইট, আজকের মতো গুড নাইট।
স্বপ্নপূরণই জীবনের একমাত্র লক্ষ্য নয়। 
তাই বলে, স্বপ্নকে ত্যাগ করে নয়, 
তাকে সঙ্গে নিয়ে চলো। 
স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন॥ ”
শুভরাত্রি…
অতীতের কথা বেশি ভেবো না ,
ভবিষ্যতের চিন্তা বেশি কোরো না , 
বরং ওই সময়ে কয়েকটা মশা মারো..
যাতে ঘুমাতে ভালো পারো ! 
শুভরাত্রি !
অতীতের কথা বেশি ভেবো না ,ভবিষ্যতের চিন্তা বেশি কোরো না , বরং ওই সময়ে কয়েকটা মশা মারো..যাতে ঘুমাতে ভালো পারো ! শুভরাত্রি !
অনেক রাত হয়েছে,
প্রদীপ নিভিয়ে দাও..
একটা সুন্দর স্বপ্ন অপেক্ষা করছে তোমার,
তাড়াতাড়ি ঘুমের দেশে তলিয়ে যাও…
শুভরাত্রি…
অনেক স্বপ্ন দেখার সাহস হয়তো
আমার নেই, কিন্তু যেটুকু
ভাবনা আর কল্পনা মনের মাঝে আছে, সেখানে তোমাকে ছাড়া আর কাউকে বসাতে পারিনি।
তাই আমি ভালোবাসি স্বপ্ন দেখতে….
শুভরাত্রি…
অনেক সময় খোলা চোখে দেখা সবকিছু সত্যি হয় না,
সত্যের খোঁজ চাইলে মাঝে মাঝে নিজের অন্তরের দৃষ্টিকে জাগ্রত করতে হয়…
শুভরাত্রি…
অন্ধকার রাতের শুভ্র জ্যোত্স্নালোকের অপার সৌন্দর্য্যের উপভোগ্যতায় তোমাকে জানায় শুভ রাত্রি…
অন্ধকারকে অভিশাপ না দিয়ে চেষ্টা করো সেই অন্ধকার দূর করতে অন্তত একটা মোমবাতি জ্বালানোর…বিশ্বাস করো তাহলে তুমি বাকিদের থেকে অনেক আলাদা হয়ে যাবে…
শুভরাত্রি…

 

অন্ধকারে আবৃত সারা পৃথিবী…
পাখিরা নিজেদের বাসায় নিদ্রামগ্ন…
রাস্তাঘাট শুনশান…
আমি এবার ঘুমাতে গেলাম,
আপনিও এবার ঘুমু যান..
শুভরাত্রি…

 

অন্ধকারে আলো ছড়িয়ে দেওয়ার দু’টি উপায় আছে:
হয় তুমি মোমবাতি হয়ে আলো বিকিরণ করো,
আর না হয় এমন একটি আয়না হয়ে ওঠো যে অন্য কোনো মোমের আলোকে প্রতিফলিত করতে পারে….
শুভরাত্রি…

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top