বিনামূল্যে পাসপোর্ট চেকিং করুন ঘরে বসে একদম |

যেকোনো দেশে ভ্রমণের জন্য আপনার প্রধান যে বিষয়টি প্রয়োজন তা হলো- একটি পাসপোর্ট করে রাখা। 

অবশ্য আপনি যখন বাংলাদেশের কিংবা অন্য কোন দেশের জনগণ হবেন তখন আপনাকে অবশ্যই একটি পাসপোর্ট করে রাখতে হয়।

বিষয়টা এরকম যে, আপনি যদি নতুন  পাসপোর্ট করেন, তাহলে এর জন্য বেশ কয়েক বছর মেয়াদ রাখা হয়। বাংলাদেশে বর্তমানে এর সীমা প্রায় পাঁচ বছর!

আর যখন তার মেয়াদ ফুরিয়ে যায় তখন আপনি এদিকে আবার রিনিউ করতে পারেন। তবে আপনার পাসপোর্ট এর কার্যক্রম কতদূর এগুলো তার জন্য হয়তো আপনাকে এদিক থেকে ওদিক পরিভ্রমণ করতে হয়।

তবে আপনি কি জানেন যে ইন্টারনেট ব্যবহার করার মাধ্যমে আপনি চাইলে ঘরে বসেই অনলাইনে পাসপোর্ট চেক করতে পারবেন।

যদি অনলাইনের মাধ্যমে আপনার পাসপোর্ট চেক করেন তাহলে এতে করে আপনি ঘরে বসেই আপনার পাসপোর্ট এর কাজ কতদূর এগিয়েছে বা কোন পর্যায়ে এখন আছে তা দেখতে পারবেন।

এছাড়াও তা আপনি একদম ফ্রিতে করতে পারবেন শুধুমাত্র বাংলাদেশের পাসপোর্ট বিতরণ একটি ওয়েবসাইটের মাধ্যমে।

অনলাইনের মাধ্যমে পাসওয়ার্ড চেকিং করতে হবে আপনাকে অবশ্যই নিচের দেয়া লিঙ্কে প্রথমে ভিজিট করতে হবে।


পাসপোর্ট চেকিং


লিংকে ভিজিট করার পর আপনি নিচের দেয়া হয় স্ক্রীনশট এর মত  একটি পেইজ দেখতে পারবেন। এবার এই পেজটি কিভাবে ফিলাপ করবেন আমি পুরোপুরি আলোচনা করছি।

ঘরে বসে একদম বিনামূল্যে পাসপোর্ট চেকিং করুন|

Enrolment ID: আপনি অনলাইনের মাধ্যমে যে পাসপোর্ট চেকিং করতে চান সেই পাসপোটের ডান পাশের একদম উপরের দিকে আপনি কোড টি পাবেন।

Enrolment ID সাধারনত কয়েকটি শব্দের মধ্যে হবে যা আপনাকে প্রথম বক্সটিতে বসাতে হবে।

Date of Birth: আপনি যে পাসপোর্ট তৈরি করেছে সেই পাসপোর্টে আপনি যে জন্ম তারিখ দিয়েছে তাই এখানে বসাতে হবে।

তবে এটা মনে রাখবে, পাসপোর্টে আপনি যে জন্ম তারিখ দিয়েছেন সেই জন্মতারিখ এখানে যথাযথভাবে দিতে হবে, ভুলভ্রান্তি হলে তা কাজ করবে না।

Enter above captcha code: এখানে আপনি কিছুটা উপরে দেয়া ছবিতে যা দেখতে পাচ্ছেন তা বসিয়ে দিন।

যদি এই রিক্যাপচা কোডটি আপনার সাধ্যের বাইরে থাকে অর্থাৎ আপনি যদি এটি না বুঝেন তাহলে রিফ্রেশ করার মত একটি অপশন আপনি পাবেন, এতে ক্লিক করলেই তা রিফ্রেশ হয়ে যাবে হয়ে যাবে

আর যখনই আপনার ইমেজ রি ক্যাপচা রিফ্রেশ হয়ে যাবে তখনই আরেকটি নতুন ক্যাপচা আপনি দেখতে পারবেন। এটি যথাযথভাবে এখানে বসিয়ে দিন।

ঘরে বসে একদম বিনামূল্যে পাসপোর্ট চেকিং করুন|



উপরের দেয়া প্রত্যেকটি ফরম যথাযথভাবে ফিলাপ করার পর আপনাকে এবার একদম শেষ পর্যায়ে অর্থাৎ ক্লিক করতে হবে Search নামক অপশনটিতে।

আপনার উপরে দেয়া সমস্ত ইনফরমেশন যদি সঠিক হয়ে থাকে তাহলে আপনি আপনার নাম, বাবার নামসহ এবং সমস্ত অ্যাড্রেস সহকারে আপনার পাসপোর্ট এর ডিটেলস দেখতে পারবেন।

এছাড়াও আপনি দেখতে পারবেন আপনার পাসপোর্টটি বর্তমানে কোন অবস্থায় আছে। আর এতে করে আপনি ঘরে বসেই আপনার পাসপোর্ট চেকিং করতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top