ফেসবুকে কে কে আপনাকে ফলো করছে?

কখনো কি এরকম ইচ্ছা জাগে, এটা দেখবেন ফেসবুকে কে কে আপনাকে ফলো করেছে? কারণ আপনি হয়ত চিনতে চান আপনার কার্যাদি কারনে কে কে আসলে আপনাকে ফলো করছে?

আপনি হয়তো পূর্বে এরকম অনেক টুলস কিংবা ওয়েবসাইটের সহযোগিতা নিয়েছেন এটা দেখার জন্য যে ফেসবুকে আসলে কে আপনাকে ফলো করে?

তবে আপনি প্রায় সবক্ষেত্রেই ব্যর্থ হয়েছেন এই বিষয়টি দেখার জন্য। তবুও আপনি হাল ছাড়েননি, আপনি চলে এসেছেন একদম আদর্শ জায়গায়।

যেখান থেকে আপনি অবশ্যই এটা জানতে সক্ষম হবেন যে ফেসবুকে আসলেই কে কে আপনাকে ফলো করে?

এক্ষেত্রে আপনাকে অবশ্যই ফেসবুকে ফলোয়ার অপশন ওপেন করতে হবে, আর ফেসবুকে ফলোয়ার অপশন কিভাবে অপেন করবেন এটা নিয়ে আমি একটি টিউটোরিয়ালে আলোচনা করেছি?

আপনি চাইলে সম্পর্কে পুরোপুরি  জানার জন্য শুধুমাত্র নিচের দেয়া পোস্টটি প্রথম থেকে শেষ অব্দি  দেখে আসুন তাহলেই বুঝে নিবেন।

আর যখনই আপনি ফেসবুকে ফলোয়ার অপশন ওপেন করবেন তখন আপনি দেখতে পারবেন যে যতজন আপনাকে ফ্রেন্ড রিকুয়েস্ট দিছে তারা আপনার ফলোয়ার হিসেবে যুক্ত হয়ে যাচ্ছে।

আর যখনই তা ফলোয়ার সংযুক্ত হবে তখনই তা সংখ্যা হিসেবে কাউন্ট হবে, যেমন- Followed by 100 People’s 

 

দেখতে চান ফেসবুকে কে কে আপনাকে ফলো করছে?

এক্ষেত্রে আপনার  ফলোয়ার এর প্রাইভেসি যদি পাবলিক করে দিয়ে দেন তাহলে, তাহলে আপনি ফেসবুক অফিশিয়াল অ্যাপস এর সাহায্যে তা দেখতে পারবেন।

প্রথমে আপনাকে ফেসবুকের অফিশিয়াল অ্যাপসে আপনার অ্যাকাউন্ট লগিন করতে হবে, তারপর যখনই আপনি Edit more details এ ক্লিক করবেন তখনই Followers বলে একটি অপশন পাবেন।

এই অপশনটি ঠিক নিচের দিকে আপনি ঐ সমস্ত ব্যক্তিদের দেখতে পারবেন যে সমস্ত ব্যক্তিবর্গ আপনাকে ফলো করছে।

দেখতে চান ফেসবুকে কে কে আপনাকে ফলো করছে?

আর এভাবেই আপনি চাইলে ফেসবুকে আপনাকে কে কে ফলো করছে এই বিষয়টিকে দেখতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top