ফেসবুকে লিংক তৈরি করার নিয়ম| ফেসবুকে ক্লিক লিংক তৈরি

ফেসবুক স্ট্যাটাস এর মধ্যে অনেক সময় আমাদের কোনো না কোনো লিংক যুক্ত করতে হয়, আপনি যদি কোন ওয়েবসাইট কিংবা অন্য কোন প্ল্যাটফর্ম ব্যবহার করেন তাহলে খুব সহজে পার্মালিংক তৈরি করতে পারেন।

এছাড়াও এই সমস্ত প্লাটফর্মে আপনি দেখতে পারবেন, লেখার মধ্যে আপনার প্রয়োজনীয় লিংক  যুক্ত করে দিতে পারেন, যা একদম সহজ এবং যে কেউ তা করতে পারে।

তবে ফেসবুকে এটা সম্পূর্ণ ভিন্ন একটি বিষয়, আপনি এখানে লিংক তৈরি করার ক্ষেত্রে যে এইচটিএমএল কোড ব্যবহার করেন, যেমন-

<a href=”xyz.com”>ক্লিক করুন </a> এইচটিএমএল কোড গুলো কাজ করে না।

অনেক সময় দেখা যায় আমাদের ফেসবুক গ্রুপ বা পেইজ এর লিঙ্ক দেয়ার ক্ষেত্রে আমরা নানা রকমের বিভ্রান্তির মধ্যে পড়ে যায়।

আর আমাদের লেখা ফেসবুক স্ট্যাটাসের মধ্যে ফেসবুক গ্রুপ কিংবা পেইজের লিঙ্ক দিতে হবে এরকম একটা সিচুয়েশন এর মধ্যে শামিল হয়।

তাহলে কিভাবে আপনি আপনার ফেসবুক স্ট্যাটাসের মধ্যে আপনার গ্রুপ কিংবা পেজ অথবা যেকোনো কিছু লিংক দিবেন? 

এক্ষেত্রে সবচেয়ে কার্যকরী পদ্ধতি উপভোগ করার জন্য আপনি চাইলে আজকের এই পোস্টটি শেষ পর্যন্ত দেখতে পারেন।

এই পোস্টটি দেখলে আপনি সব খুব সহজেই ক্লিক লিংক তৈরী করতে পারবেন, যার ফলে যে কেউ ক্লিক করলে আপনার কাঙ্খিত লিংকটিতে চলে যাবে।

এছাড়াও আপনি চাইলে সহজেই দেখে নিতে পারবেন ফেসবুকের লিংক তৈরি করার কার্যকরী নিয়ম সম্পর্কে।

এক্ষেত্রে আপনাকে মাত্র দুইটি কোড ব্যবহার করতে হবে, আর এই দুইটি কোড ব্যবহারের নিয়ম আমি নিচে বর্ণনা করছি।

@[228452211117595:]

@@[0:[228452211117595:1:Click Here😍]]

 

এখানে প্রথমে দেওয়া @[228452211117595:] নীল কালার দেওয়া সংখ্যাগুলোকে চেঞ্জ করে আপনাকে আপনার ফেসবুক গ্রুপ কিংবা পেইজের লিঙ্ক দিতে হবে।

আর আপনার লিঙ্ক কোড পাওয়ার জন্য যে কোন ব্রাউজারে ফেসবুক একাউন্ট লগ ইন করুন৷  তারপর উপরের এড্রেস বারে তা পেয়ে যাবেন। 

অথবা আপনি চাইলে আপনার ফেসবুক পেজ কিংবা গ্রুপের এবাউট সেকশনে তা পেয়ে যাবেন।    

ফেসবুকে লিংক তৈরি করার নিয়ম| কিভাবে ফেসবুকে ক্লিক লিংক তৈরি করবেন?

 

@@[0:[228452211117595:1:Click Here😍]]

এবং তারপর এখানে Click Here জায়গায় আপনি যে কোন কিছু লিখতে পারেন, এটা আপনার ইচ্ছা অনুযায়ী লিখতে পারেন।

আর আপনি যদি শুধুমাত্র পেইজের লিঙ্ক দেন তাহলে এতে ক্লিক করার অপরচুনিটি যত বেশি থাকবে, তার চেয়ে বেশি থাকবে আপনি যদি এখানে অন্য কোন ইন্টারেস্টিং কিছু লিখে দেন।

যেমন আপনি চাইলে নিচে দেয়া ডেমো দেখতে পারেন, আপনি চাইলে এভাবে কিংবা আরো বেশি ইন্টারেস্টিং ভাবে দিতে পারেন।

 

প্লিজ একবার ঘুরে আসবেন।@[228452211117595:]😞👈
পেজের পোষ্টগুলা পুরাই আবেগপ্রবণ।    আশা করি  আপনাদের মন জয় করবে ইনশাআল্লাহ 😍😍এত কথা না একবার ভিসিট করেন।👇💑@@[0:[228452211117595:1:Click Here😍]]
বিঃদ্রঃকমেন্ট করার জন্য সরি😭ধন্যবাদ সবাইকে😘😊💑

 

ফেসবুকে লিংক তৈরি করার নিয়ম| কিভাবে ফেসবুকে ক্লিক লিংক তৈরি করবেন?

আর এভাবে আপনি যদি খুব সুন্দর করে সাজিয়ে লিখতে পারেন তাহলে এই লিংকগুলো আপনার খুব বেশি কাজে দিবে।

এছাড়া আপনি চাইলে আরো একটি উপায় ফেসবুকে লিংক তৈরী করতে পারেন। 

যেমন, যখনই আপনি ফেসবুকের স্ট্যাটাসবারে কিছু একটু দিয়ে লিংক তৈরী করতে চাইলে দেখবেন যখন  রিলেটেড কিছু লিখলেই দেখবেন অটো কমপ্লিট শব্দ চলে আসবে।

 

ফেসবুকে লিংক তৈরি করার নিয়ম| কিভাবে ফেসবুকে ক্লিক লিংক তৈরি করবেন?

 

আর যখনই আপনি এটাতে ক্লিক করবেন তখন তখনই এটা লিংক হিসেবে যুক্ত হয়ে যাবে আপনার স্ট্যাটাসে।

আর এভাবে চাইলে আপনি খুব সহজেই ফেসবুকের যে কোন স্ট্যাটাস এর মধ্যে লিংক তৈরী করতে পারবেন একদম সহজ এবং কার্যকরী উপায়।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top