কিভাবে ফেসবুকে কালার পোস্ট এবং কালার কমেন্ট করবেন?

আপনার ফেসবুক টাইমলাইনে কালারফুল পোস্ট কিংবা অন্যের স্ট্যাটাসে কমেন্ট করার ইচ্ছা শেষ কখন জেগেছিল? 

নিশ্চয়ই আপনি যখনই অন্য কারো পাবলিশ করার স্ট্যাটাস বিভিন্ন রকম ভাবে দেখেন তখনই আপনার মধ্যে আকাঙ্ক্ষাটা যাবে।

আর এই ভিন্নভাবে বলতে, আপনি হয়তো অনেকের টাইমলাইনে দেখতে পারেন যে তারা বিভিন্ন কালারের সমন্বয়ে তাদের স্ট্যাটাস পাবলিশ করছে অথবা অন্যের কমেন্ট বক্সে কমেন্ট করেছে।

আপনি হয়তো পূর্বে থেকেই জানেন ফেসবুকে এরকম কোনো ফিচারস নেই যার দ্বারা আপনি কোন একটি লেখাকে সিলেক্ট করে, এটাকে কালারফুল করতে পারবেন।

যার কারণে আপনাকে ফেসবুক ব্যবহার উপযোগী কিছু কালার কোড ব্যবহার করতে হয়, আরে কালার কোড গুলোর মধ্যে বিভিন্ন কালার কোড গুলো বিভিন্ন রকমের হয়ে থাকে।

আপনি যখনই এ কালার কোড গুলো যথাযথ ভাবে আপনার যেকোনো স্ট্যাটাসের মধ্যে এপ্লাই করবেন, তখনই দেখবেন যে আপনার স্ট্যাটাসটি কোন একটি বর্ণ ধারণ করেছে।

তাহলে ফেসবুকে কালারফুল পোস্ট করার উপায় আসলে কি? কিভাবে আপনি ফেসবুকে কালারফুল পোস্ট করবেন?

এক্ষেত্রে আপনাকে শুধুমাত্র আজকের এই পোস্টটি শেষ পর্যন্ত দেখতে হবে।

তাহলে আগে প্রথমে নিচে দেয়া কোডগুলো থেকে আপনার পছন্দের কালার কোড বেছে নিন।

<fg=b0ffd700> golden
<fg=b0000000> black
<fg=b0ff7f00> orange
<fg=b0ffff00> yellow
<fg=b0ff00ff> light pink
<fg=b0ff007f> dark pink 
<fg=b0ff0000> redish pink
<fg=b0800000> brown
<fg=b0ffc0cb> light purple
<fg=b06f00ff> dark blue
<fg=b0c0c0c0> grey
<fg=80ffffff> sky blue 
<fg=b000ffff> light blue
<fg=b0bf00ff> purple
<fg=b08f00ff> dark purple
<fg=b0808000> mehandi green
<fg=b0ba55d3> light purple
<fg=b0f000f0> majenta 
<fg=b00000ff> blue
<fg=b0b08080> steel grey
<fg=b0000080> movve
<fg=b0964b00> light brown
<fg=f0f00f0f> red
<fg=b000ff00> green


উপরে দেয়া কোডগুলো যদি আপনার মনের মত না হয় অর্থাৎ আপনি যদি অন্য কোন কালারের নাম জানেন যার দ্বারা আপনি পোস্ট করতে চান,তাহলে এটা আপনি কোথায় পাবেন?

এক্ষেত্রে আপনি নিচের দেয়া লিঙ্কে ভিজিট করলেই পৃথিবীর সমস্ত কালার গুলো দেখতে পারবেন, এখান থেকে শুধুমাত্র আপনাকে কোডটি কপি করে আনতে হবে, এবং তারপর উপরে দেয়া ফর্মুলা অনুযায়ী বসিয়ে দিতে হবে।

যে অংশটি আমি কালার করেছি শুধুমাত্র এই অংশটিতে আপনার পছন্দের কালার কোড টি বসিয়ে দিলেই হবে।

<fg=b0ffd700> golden


Colour Code

কিভাবে ফেসবুকে কালার পোস্ট এবং কালার কমেন্ট করবেন?



এখন আপনি যদি উপরে দেয়া কোডগুলো  নিয়ে আপনার স্ট্যাটাসে বসিয়ে দেন তাহলে এগুলো কোন রকমের কাজ করবে না।

এখন আপনি বলতে পারেন তাহলে এই কোডগুলো দেয়ার মানে কি? যদি এই কোড গুলো কাজ না করে তাহলে এই কোড গুলো গুলো দিয়ে কি হবে?

এক্ষেত্রে আপনাকে উপরের দেয়া কোডগুলো একই রকম ভাবে কাস্টমাইজ করতে হবে। আর কিভাবে তা করবেন এর ফর্মুলা আমি নিচে দিয়ে দিচ্ছি।

<fg=b0ffff00>hiii  

আর এভাবেই আপনি যখনই কোন কিছু লিখে ফেসবুক টাইমলাইনে পাবলিশ করবেন তখনই এটা কালারফুল হয়ে যাবে।

আপনি যদি লেখাটিকে আরো বেশি গাঢ় করতে চান তাহলে আপনি চাইলে আরেকটি কোড এর প্রথমে ব্যবহার করতে পারেন।

<b><fg=b0ffff00>hiii

আর এভাবে আপনার ফেসবুকে পাবলিশ করা স্ট্যাটাসে এবং কমেন্টে যে কোন ধরনের কালার ব্যবহার করতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top