ফেসবুক ইউজার নেম চেঞ্জ করুন মাত্র ৫ সেকেন্ডে|

অনেক সময় দেখা যায় আমাদের নানারকম কার্যকলাপের কারণে আমরা আমাদের ফেসবুক একাউন্টের ইউজার নেম পরিবর্তন করতে চাই।

আর এই ইউজারনেম তা একান্তই আপনার, যে কেউ আপনার ফেসবুক অ্যাকাউন্ট খুঁজে না পেলে, ইউজার নেম এর দ্বারা খুব সহজেই খুঁজে পাবে।

আর আপনার ফেসবুক একাউন্টে ইউজার নেমটি হল আপনার অ্যাকাউন্টের লিঙ্ক, যেকোনো সার্চ বারে এটি টাইপ করলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট চলে আসবে।

যেমন এই ইউজারনেম হতে পারে কিছুটা এরকম- “m.facebook.com/facebookhelpbd” যখনই কোন সার্চ বারে এই লিংক থেকে যে কেউ টাইপ করবে তখনই ওই আইডিতে চলে যাবে।

আর আপনি চাইলে আপনার ফেসবুক অ্যাকাউন্টে ইউজারনেম যতবার ইচ্ছা ততবার পরিবর্তন করতে পারেন। এজন্য আপনাকে কোন ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না।

আপনার ফেসবুক একাউন্টের ইউজার নেম পরিবর্তন এর জন্য আজকের পোষ্টের ছোট একটি স্টেপ দেখতে পারেন।

এক্ষেত্রে আপনাকে অবশ্যই ফেসবুক মেসেঞ্জার এর ব্যবহারকারী হতে হবে। আর এটা তো আপনি সহজেই হতে পারবেন।

গুগল প্লে স্টোর থেকে ম্যাসেঞ্জার অ্যাপস টি ডাউনলোড করে নিলেই তাতে আপনি আপনার ফেইসবুক অ্যাকাউন্ট লগইন করার মাধ্যমে ফেসবুক মেসেঞ্জার ব্যবহারকারী আপনি হতে পারবেন।

মেসেন্জার ডাউনলোড

যখনই আপনি ফেসবুক মেসেঞ্জারে আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগইন করবেন তখন আপনাকে নিচের স্ক্রিনশট দেয়া আইকনে ক্লিক করতে হবে।

ফেসবুক ইউজার নেম চেঞ্জ করুন মাত্র ৫ সেকেন্ডে|



এরপর আপনি যদি পেইজটিকে একটু নিচের দিকে নেন, তাহলে দেখতে পারবেন Profile নামক সেকশন টিতে Username বলে একটি অপশন আছে।

আর এটাতে যখনই আপনি ক্লিক করবেন তখনই আপনি আপনার পূর্বের ফেসবুক ইউজার নেম দেখতে পারবেন।

ফেসবুক ইউজার নেম চেঞ্জ করুন মাত্র ৫ সেকেন্ডে|




এবার আপনাকে আপনার পছন্দমত যেকোন একটি ইউজার নেম সিলেক্ট করতে হবে, তবে এখানে যা ইচ্ছা তাই আপনি সেভ করতে পারবেন না কখনো।

এক্ষেত্রে যখনই আপনি আপনার পছন্দমত একটি ইউজারনেম সিলেক্ট করবেন তখন ফেসবুক কর্তৃপক্ষ দেখাবে যে এটি অন্য কেউ নিয়ে নিয়েছে কিনা?

যদি এই ইউজার নেমটি অন্য কোন ফেসবুক ব্যবহারকারী ব্যবহার না করে, তাহলে আপনি এটি খুব সহজেই আপনার প্রোফাইলে সেভ করতে পারবেন।

আর আপনার ফেসবুক প্রোফাইলে পূর্বের লিংকে ভিজিট করে দেখবেন এই লিংকটি আর কাজ করছে না।

এর মানে হলো আপনি সফলভাবে আপনার ফেসবুক একাউন্টের ইউজার নেম বা লিংক পরিবর্তন করতে পেরেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top