পাসওয়ার্ড কি? বাছুন সর্বোচ্চ নিরাপত্তামূলক পাসওয়ার্ড

পাসওয়ার্ড  কয়েকটি বিশেষ অক্ষর এর সমষ্টি, যা আপনার সুরক্ষা সর্বোচ্চ স্তর। যে কোন ধরনের প্লাটফর্মে পাসওয়ার্ড প্রয়োজন।

আপনার ওয়েবসাইট কিংবা ফেসবুক অ্যাকাউন্ট কতক্ষণ আপনার আছে সেটা নির্ভর করবে  পাসওয়ার্ড এর উপর।

এই পাসওয়ার্ডটি আপনি যতটা স্ট্রং করে দিবেন আপনার টিকে থাকার সম্ভাবনা ঠিক ততটাই বৃদ্ধি পাবে।

আর এই পাসওয়ার্ড দেয়ার বেলায় আমরা অনেক ধরনের মারাত্মক ভুলগুলো করে থাকি,যেগুলো আমাদের সমস্যার সম্মুখীন করে।

আর আজকের এই পোস্টটিতে আমি পাসওয়ার্ড সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব, কোন পাসওয়ার্ড দেয়া ঠিক হবে আর কোন পাসওয়ার্ডটি কারণে আপনি হ্যাকিং এর সম্মুখীন হতে পারেন।

পাসওয়ার্ড দেয়ার সময় করা ভুল 

পাসওয়ার্ড দেয়ার বেলায় আমরা যে সমস্ত ভুল করে থাকি তার মাশুল আমাদের বহু দিন গুণতে হয়।

অনেক সময় এ পাসওয়ার্ড এর কারণেই আমাদের সারা জীবনের পরিশ্রমটা বিফলে চলে যায়। আর এর জন্য দায়ী শুধুমাত্র আপনি।

অনেক সময় দেখা যায় আমরা পাসওয়ার্ড চয়েজ করার সময় যেকোনো একই ধরনের  সংখ্যা বা আলফাবেট ব্যবহার করে থাকি।

আর এটা যখন আমরা ব্যবহার করি তখন আমাদের মনে হয় এরকম সহজ পাসওয়ার্ড দেয়াই ভালো, যাতে করে আমাদের মনে থাকবে।

তবে আপনার এই খামখেয়ালি আপনার বিপদ ডেকে আনতে পারে, পাসওয়ার্ড নির্বাচনের সময় আমরা সাধারণত কোন সহজ পাসওয়ার্ড ব্যবহার করে থাকি।

পাসওয়ার্ডটি হতে পারে এরকম –225588 বা এর  চেয়ে আরো সহজ। আপনি কি কখনো ভেবে দেখেছেন এ পাসওয়ার্ডগুলো আপনার কী বিপদ ডেকে আনতে পারে?

যখন কোন সাধারণ হ্যাকার কিংবা নতুন হ্যাকার আপনার অ্যাকাউন্টের সাথে লেগে পড়ে থাকবে তখন এই পাসওয়ার্ড এর সাহায্যে তারা খুব সহজে আপনার একাউন্টটি হ্যাক করে নিবে।

কারণ তাদের কাছে এরকম অনেক টুলস আছে যার সাহায্যে তারা সহজ পাসওয়ার্ডগুলো একদম হাতেগোনা কয়েক সেকেন্ডের মধ্যেই চিহ্নিত করে নেয়।

তার মধ্যে জনপ্রিয় অ্যাক্টিভ হ্যাকিং সিস্টেম হলো – Bruce Force Attack এটি একটি জনপ্রিয় হ্যাকিং সিস্টেম যার মাধ্যমে তারা সহজেই পাসওয়ার্ড ছিনিয়ে নেয়।

আর তাই আপনাকে অবশ্যই এরকম কোন পাসওয়ার্ড দিতে হবে যেকোন হবে আনকমন যে পাসওয়ার্ডগুলো  হ্যাকার কল্পনাও করতে পারে না।

 একটি পাসওয়ার্ড বাছুন

আপনার একাউন্টে সুরক্ষার জন্য অবশ্যই আপনাকে এরকম কোন পাসওয়ার্ড ব্যবহার করতে হবে,যে পাসওয়ার্ডগুলো কারো সাধ্য নেই জানার।

আর এগুলোর মধ্যে সবচেয়ে কঠিন হলো পাসওয়ার্ড ব্যবহার করা, শুধু পাসওয়ার্ড ব্যবহার করার নয় একটি আনকমন ইউনিক পাসওয়ার্ড ব্যবহার করা।

আর পাসওয়ার্ড ব্যবহার করার সময় আপনি যখন নতুন একটি পাসওয়ার্ড চয়েজ করতে যাবেন তখন আপনাকে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে।

পাসওয়ার্ডটি বড় করুন- চেষ্টা করবেন যে কোন ওয়েবসাইট-এ কিংবা ফেসবুক যখন ব্যবহার করবেন কিংবা যেকোন প্ল্যাটফর্ম একাউন্ট খোলার জন্য যতটুকু পাসওয়ার্ড লিমিট আছে ততটুকু দেওয়ার।

কারণ বেশি সংখ্যক শব্দের সহকারে তৈরিকৃত পাসওয়ার্ড হ্যাক করা অনেক কষ্টসাধ্য, তবে আপনি যদি মনে করেন এত লম্বা পাসওয়ার্ড কিভাবে মনে রাখব?

তাহলে আপনি সংখ্যাগুলোকে কমিয়ে দিন। তবে এতটাও কমাবেন না যাতে করে আপনার পাসওয়ার্ডটি হ্যাকারদের সাধ্যের মধ্যে থাকে।

আপনি চাইলে একদম মিনিমাম পাসওয়ার্ড লিমিট দশটি শব্দের সমন্বয়ে  দিতে পারেন। তবে এই দশটি শব্দ যেকোনো রকম হলে চলবে না।

পাসওয়ার্ডের শব্দ- যখন আপনি একটি লম্বা পাসওয়ার্ড ব্যবহার করতে চাইবেন তখন আপনাকে কয়েকটি পদ্ধতি অনুসরণ করতে হবে।

কারণ পাসওয়ার্ড লম্বা হলেই যে আপনার অ্যাকাউন্টটি হ্যাক হবে না এরকম তা কিন্তু নয়, আপনার পাসওয়ার্ডটি কাজে লম্বা হতে হবে।

আপনি চাইলে এরকমটাই দিতে পারেন –BangLadEsh@#$%+13 অথবা আপনি চাইলে আরো কঠিন পাসওয়ার্ড দিতে পারেন। এতে আপনার সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত হবে।

পাসওয়ার্ড চেক- আপনি চাইলে বিভিন্ন   টুলস এর সহযোগিতায় আপনার পাসওয়ার্ডটি চেক করতে পারবেন এটা কতটা সিকিউর।

এর জন্য চাইলে আপনি নিচের দেয়া ফ্রী টুলস টি ব্যবহার করতে পারেন, এই ফ্রী টুলস এর দ্বারা আপনি দেখতে পারবেন কত সহজে হ্যাকাররা আপনার পাসওয়ার্ডটি হ্যাক করে নিতে পারে।



কিংবা আপনার পাসওয়ার্ড এর লিমিট যদি বেশি থাকে এবং এটি উপরে দেয়া প্রসেস এর মত হয় তাহলে আপনি দেখতে পারবেন এটা হ্যাক করতে হ্যাকারদের কত সময় লাগবে।

পাসওয়ার্ড কি? বাছুন একটি সর্বোচ্চ নিরাপত্তা মূলক পাসওয়ার্ড|



আর আপনি নির্দ্বিধায় আপনার অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারবেন। তাইলে আপনি নিচের দেয়া লিঙ্ক থেকে  ব্যবহার করতে পারেন।

Secure Password

এতে ঢোকার পর আপনি শুধুমাত্র আপনার পাসওয়ার্ডটি যখন টাইপ করবেন তখন এর কাজ শুরু হয়ে যাবে।

আর আপনার যে কোন ধরনের অ্যাকাউন্ট নিয়ে আপনি নির্দ্বিধায় থাকতে পারবেন। কারন পাসওয়ার্ড হল আপনার নিরাপত্তা প্রধান মাধ্যম,এটা সুরক্ষিত তো আপনিও সুরক্ষিত।    

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top