আপনি যখন ফেসবুকের মাধ্যমে আপনার প্রোডাক্ট কিংবা বিজনেস কে প্রমোট করতে চাইবেন তখনই আপনাকে একটি ফেসবুকে বিজনেস পেজ কিংবা একটি গ্রুপ খুলতে হয়।
আর ফেসবুক পেইজে আপনার সফলতা কতটুকু আসবে তা নির্ভর করে আপনার পেইজের ফ্যানদের উপর,
আপনার ফেসবুক পেইজে যতগুলো লাইক থাকবে ফ্রেন্ড ফলোয়ার থাকবে আপনার পেইজের সফলতা ঠিক ততটাই বৃদ্ধি পাবে।
উদাহরণস্বরূপ আপনি যদি ফেসবুক পেইজে কোন বিজনেস প্রোডাক্ট প্রচারণা করেন তাহলে এই প্রোডাক্ট গুলো যত জন মানুষের কাছে পৌঁছাবে আপনার বিজনেস ততটাই সফল হবে।
কিন্তু কিভাবে বৃদ্ধি করবেন আপনার ফেসবুক পেইজের লাইক সংখ্যা? এমন কোন সিক্রেট টিপস আছে যার কারণে আপনার পেইজে লাইক সহজেই বৃদ্ধি করা যায়?
ফেসবুক পেইজে লাইক বৃদ্ধি করার জন্য সকল মার্কেটার কিছু ডলার খরচ করার মাধ্যমে তাদের পেইজটিকে প্রমোট করে।
তবে এই ওয়েবসাইটের একটি পোস্টে আমি আলোচনা করেছি কিভাবে আপনি আপনার ফেসবুক পেইজ পেইজ ফ্রিতে প্রমোট করবেন।
ফেইসবুক পেইজ প্রমোট| ফ্রিতে বুষ্ট- প্রমোট করুন আপনার ফেসবুক পেইজটি|
যেহেতু আপনি ফ্রিতে আপনার ফেইসবুক পেইজ প্রমোট করলেই আপনার পেইজে লাইক অটোমেটিক বৃদ্ধি পাবে।
এ ছাড়াও আরো কয়েকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি আছে যার মাধ্যমে আপনি আপনার পেজের লাইক বৃদ্ধি করতে পারবে।
পোস্টের ভিতরে যা থাকছে
ইউনিক স্ট্যাটাস
আপনি যদি আপনার ফেসবুক পেইজে প্রতিনিয়ত অন্যের পেজ কিংবা যেকোন জায়গা থেকে কপি করে স্ট্যাটাস এনে পাবলিশ করেন, তাহলে এটা আপনার পেইজে বিরূপ প্রভাব ফেলবে।
এজন্য অবশ্যই আপনাকে আপনার নিজের থেকে একটি ভালো মানের কনটেন্ট লিখে তারপর পেইজে পাবলিশ করতে হবে।
এতে কাজ হবে কি জানেন? আপনার ফেসবুক পেইজ এই যে কোন ভিজিটর এই স্ট্যাটাসটি ভালো লাগলে তার টাইমলাইনে, পেইজে অথবা গ্রুপে শেয়ার করবে।
এতে করে আপনার ফেইসবুক পেইজে লাইক খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে।
শেয়ার করা
আপনি চাইলে আপনার ফেসবুক পেইজটি কে প্রতিনিয়ত বড় বড় গ্রুপে কিংবা আপনার টাইমলাইনে শেয়ার করার মাধ্যমে পেজের লাইক বৃদ্ধি করতে পারবেন।
তবে এতেও আপনার ফেসবুক স্ট্যাটাসটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কারণ ভিজিটর আপনার পেইজের লিংকের মাধ্যমে প্রবেশ করার পর আপনার কনটেন্ট গুলো ভালো লাগবে তারা লাইক দিবে।
ফলশ্রুতিতে আপনার ফেইসবুক পেইজে লাইক খুব শীঘ্রই রাতারাতি বৃদ্ধি পাবে।
কমেন্ট করা
আপনি চাইলে কয়েকটি প্রসেস ফলো করার মাধ্যমে বড় বড় গ্রুপ কিংবা পেইজের স্ট্যাটাসের নিচে কমেন্ট করে আপনার ফেসবুক পেজে লাইক দিতে করতে পারেন।
আর এই প্রসেস গুলোর মধ্যে অন্যতম একটি প্রসেস হলো আপনার ফেসবুক পেইজের লিঙ্ক, আপনি যদি শুধুমাত্র ফেসবুক পেইজের লিঙ্ক দিয়ে দেন তাহলে কেউই এতে ক্লিক করবে না।
সকলের মনে করবে এটা হয়তো কোন ফিশিং সাইটের লিংক, আর এতে করে তারা যদি ফেসবুক কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করে দেয় তাহলে আপনার লিংকটি ব্লক হয়ে যাবে।
এজন্য আপনাকে শুধুমাত্র নিচের দেওয়া ছোট প্রসেসটি ব্যবহার করতে হবে তাহলে আপনার পেইজে লাইক বৃদ্ধি পাবে ।
@[আপনার পেইজের লিংক কোড:]
@@[0:আপনার পেইজ কোড:1: কন্টিনিউ রিডিং]]
আর উপরে দেয়া কোডগুলো কিভাবে ব্যবহার করবেন এর জন্য নিচের পোষ্টটি একবার দেখে আসুন।
কন্টিনুয়ে রিডিং এর মধ্যে কিভাবে আপনার পেইজে লিংক দিবেন |
এই প্রসেস টি ব্যবহার করে আপনি বড় বড় গ্রুপ কিংবা পেইজে পোস্টের নিচে কমেন্ট করার মাধ্যমে আপনার পেজে লাইক বৃদ্ধি করতে পারবেন।