ফেসবুক থেকে আমরা বিনোদন পাওয়ার জন্য একটি গ্রুপ খুলে থাকি। আর এই ফেসবুক গ্রুপের মাধ্যমে আমরা সারাক্ষণ ইন্টারটেইনমেন্ট পেয়ে থাকি।
আপনি যদি ফেসবুক গ্রুপ থেকে খুব ভালো একটি ফলাফল পেতে চান, তাহলে আপনাকে অবশ্যই গ্রুপের মেম্বার বাড়াতে হয়।
ওয়েব সাইটে ভিজিটর আর গ্রুপ কিংবা পেইজের ক্ষেত্রে সর্বাধিক মেম্বারস সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর কিভাবে আপনার ফেসবুক গ্রুপের মেম্বার বাড়াবেন?
বর্তমানে ফেসবুকে একটি আপডেট এসেছে আর সেটা হল আপনি আপনার ফ্রেন্ডলিস্টের সবাইকে আপনার গ্রুপে এড করলেও তারা কিন্তু মেম্বার হিসেবে যুক্ত হবে না।
কিন্তু আগে দেখা গেছে যে আমরা যাকেই অ্যাড করেছি সেই গ্রুপে মেম্বার হয়ে গেছে, ফলশ্রুতিতে আমার খুব সহজে ফেইসবুক গ্রুপের মেম্বার বাড়িয়ে নিতে সক্ষম হয়েছি।
কিন্তু আপনি যদি এখন আপনার ফ্রেন্ডলিস্টে যে কাউকে এড করতে চান তাহলে তার পারমিশন লাগবে,
আপনি আপনার ফেসবুক গ্রুপে যে কাউকে এড করতে পারবেন কিন্তু সে একসেপ্ট করতে হবে তারপর আপনার ফেসবুক গ্রুপে মেম্বার হিসেবে যুক্ত হবে।
যার কারণে আমরা বর্তমানে ফেসবুক গ্রুপের মেম্বার বাড়াতে হিমশিম খেয়ে যাই, কিন্তু পূর্বে গ্রুপের মেম্বার বাড়ানো তা অতীব সহজ ছিল।
পোস্টের ভিতরে যা থাকছে
ফেসবুক গ্রুপে মেম্বার বাড়ানোর উপায়
আপনি চাইলে আপনার ফেসবুক গ্রুপে বিভিন্ন ধরনের কার্যকরী উপায় এর মাধ্যমে খুব সহজেই মেম্বার বাড়াতে পারেন।
মডারেটর এবং এডমিন
ফেসবুক গ্রুপে মেম্বার বাড়ানোর একটি কার্যকরী উপায় হল প্রথমত ফেসবুক গ্রুপে কয়েকজনকে মডারেটর হিসেবে যুক্ত করুন।
এছাড়াও আপনি তাদের কাছ থেকে ভালো ফলাফল আশা করার জন্য আপনার বিশ্বাস করা ব্যক্তিকে এডমিন হিসেবে যুক্ত করুন।
একটা করে আপনি তাদেরকে যে কোন একটি কাজের কথা বলুন এবং কাজের শিডিউল তৈরি করুন, আর সবাইকে কাজ ভাগ করে দিন।
এবং তাদেরকে বলবেন যে বড় বড় ফেসবুক গ্রুপে, আপনার গ্রুপের লিংক সহ কমেন্ট করতে, এবং কমেন্ট করার আগে ইন্টারেস্টিং কিছু লিখে দিতে।
যাতে করে যে কেউ এরকম ইন্টারেস্টিং টপিক দেখলে ক্লিক করতে বাধ্য হয়, এবং আপনার ফেসবুক গ্রুপে যুক্ত হতে অবশ্যই চায়।
অটো মেম্বার অ্যাপ্রভাল-
ফেসবুক গ্রুপ শুরু প্রথমদিকে আপনি চাইলে আপনার গ্রুপে অটো মেম্বার অ্যাপ্রভাল অপশনটি ওপেন করতে পারেন।
এতে করে যে কেউ আপনার গ্রুপটি পছন্দ করলে সরাসরি তাতে যুক্ত হতে পারবে। তাছাড়া গ্রুপ শুরু প্রথম দিকে মেম্বার বাড়ানোর জন্য এটি একটি কার্যকরী পদ্ধতি।
আপনি চাইলে আপনার ফেসবুকের গ্রুপ সেটিং থেকে অটো অ্যাপ্রভালস মেম্বার এর ক্যাটাগরি সিলেক্ট করে তা যুক্ত করতে পারেন।
আর এটা হল সবচেয়ে সহজ এবং কার্যকরী উপায় আপনার ফেসবুক গ্রুপের মেম্বার যুক্ত করার জন্য, এই
মাধ্যমে যে কেউ আপনার গ্রুপের মেম্বার দের কন্ট্রোল করতে পারবে।
নিয়মিত স্ট্যাটাস আপডেট-
আপনি গ্রুপ শুরুর প্রথম দিকে নিয়মিত কমপক্ষে ২০ থেকে ৩০ টি স্ট্যাটাস আপডেট করতে হবে। আর স্ট্যাটাস আপডেট এর ক্ষেত্রে আপনাকে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে।
▪ স্ট্যাটাসটিতে অবশ্যই ছবি যুক্ত করবেন।
▪ অন্য কোন গ্রুপ থেকে স্ট্যাটাস চুরি করা থেকে বিরত থাকুন।
▪ স্ট্যাটাস দিতে আপনার গ্রুপের লোগো ব্যবহার করুন, এতে করে যে কেউ এটা পেলে সার্চ বারে আপনার গ্রুপের নাম টাইপ করে আপনার গ্রুপের ভিজিট করতে পারবে।
▪ গ্রুপের সমস্ত মেম্বারদের সাথে সমঝোতা বজায় রাখুন।
উপরে উল্লেখিত পন্থাগুলো আপনি যখন ফেসবুকে গ্রুপের মেম্বার বাড়াতে চাইবেন তখনি ব্যবহার করুন।
ফেসবুক গ্রুপ ডিলিট করার নিয়ম
আপনার ফেসবুক গ্রুপ যখন অকার্যকর হয়ে পড়ে তখনই আপনার মনোবাসনা একটাই থাকে যে ফেসবুক গ্রুপ ডিলিট করতে।
▪ গ্রুপ ডিলেট করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই গ্রুপে সর্বশেষ এবং একজন মাত্র এডমিন হতে হবে।
▪ এতে আপনার গ্রুপে থাকা অন্য কোন মডারেটর এবং এডমিন থাকলে তাদেরকে রিমুভ করে দিতে পারেন।
প্রথমে আপনার ফেসবুক গ্রুপে চলে যান, এবং তারপর ক্লিক করুন Join অপশনটিতে।
এবং তারপর ক্লিক করুন Leave– এবং এরপর Leave and delete, তাহলে আপনার ফেসবুক গ্রুপ সফলভাবে ডিলিট হয়ে যাবে।
আর উপরে উল্লেখিত উপায় আপনি চাইলে আপনার ফেইসবুক গ্রুপের মেম্বার বাড়াতে পারেন, এবং এটি অকার্যকর হয়ে গেলে তার ডিলিট করতে পারেন।